নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
জীবন রে, ও জীবন!
তোকে বড্ডো ভালবাসি!
যতই যাতনা ও ক্লেশ তুই দিস না কেন,
দিনশেষে শুধু তোর অনুপম সৌন্দর্যটাই
মনোসরোবরে লাল পদ্ম হয়ে ফুটে থাকে।
জীবিকার তাগিদে বহু পথ হেঁটেছি নিরন্তর,
আমার পদস্পর্শ করা সেসব পথের
প্রতিটি ধূলিকণার কাছে, তৃণের কাছে
পথ আটকে দেয়া প্রতিটি স্রোতস্বিনীর
জলের কাছে আমার ঋণ অপরিশোধ্য।
কোকিলের কুহুতান, পক্ষীকূলের কূজন,
মাঝি-মৈষালের ভাটিয়ালী-ভাওয়াইয়ার সুরে
কতই না পুলকিত হয়েছে আমার হৃদয়!
পল্লীবালার অনুচ্চ কণ্ঠে উচ্চারিত কত গান
আমি মরমে উপলব্ধি করে আবিষ্ট হয়েছি!
জীবন রে, ও জীবন! তোর বড় শিক্ষা,
অকাতরে ভালবেসে যেতে হয় আপন মনে,
মনোরম পুষ্পকে, পুষ্পসম হৃদয়কে, নিষ্পাপ
পাখিকে, নীরব প্রকৃতিকে আর কাতর মানবকে।
যতই এ শিক্ষাব্রতী হই, ততই শান্তিপ্রাপ্ত হই!
ঢাকা
১১ জানুয়ারী ২০২৩
১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমার প্রতিটি পোস্টের নীচে সেটা কবে লিখা হয়েছে তার তারিখটা উল্লেখ করা থাকে। যেমন, এটাতেও আছে। সে তারিখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আজকেরই লেখা একটা টাটকা কবিতা। সুতরাং, এ কবিতাটি আগে আরেকবার পোস্ট করার কোন অবকাশ নেই। আর সেরকম করে থাকলে তো রিপোস্ট কথাটা লিখেই দিতাম নিঃসন্দেহে!
তবে, আমার অনেক লেখাতেই জীবনের সৌন্দর্য, প্রকৃ্তির সৌন্দর্য, নারী হৃদয়ের সৌন্দর্য, ইত্যাদি কথা ঘুরে ফিরে আসে, এবং এসব ব্যাপারে আমার উপলব্ধ অনুভূতি ব্যক্ত হয়ে থাকে। তাই হয়তো আপনার কাছে মনে হয়েছে এটা আগের পড়া কোন কবিতা।
কবিতায় প্রথম মন্তব্যটির জন্য ধন্যবাদ।
২| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬
সোনাগাজী বলেছেন:
যাদের জীবনটা কোন কারণে সংক্ষিপ্ত হয়েছে, তারা জীবনটাকে উপভোগ করতে পারেনি।
১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
খায়রুল আহসান বলেছেন: যাদের জীবনটা কোন কারণে সংক্ষিপ্ত হয়েছে, তারা জীবনটাকে কতটুকু উপভোগ করতে পেরেছেন বা পারেননি সেটা নিশ্চিতভাবে বলার উপায় নেই। তবে পরিণত বয়স পর্যন্ত যারা পৌঁছাতে পারেন, তারা জীবনটাকে উপভোগ করতে না পারলেও অন্ততঃ উপলব্ধি করতে পারেন, সে কথা তো বলাই যায়।
৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শেষ বয়েসে মানুষ জীবন নিয়ে কেমন ভাবে ?
কি ভাবে ?
ফেলে আসা জীবনের কথা ভাবতে কেমন লাগে ?
সুন্দর কবিতা। অনেক ধন্যবাদ।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১
খায়রুল আহসান বলেছেন: "ফেলে আসা জীবনের কথা ভাবতে" আমার তো ভালই লাগে। ভাবিও সব সময়, লিখিও সে জীবন নিয়ে প্রায়শঃই।
কবিতার প্রশংসায় প্রাণিত হলাম। ধন্যবাদ এবং শুভেচ্ছা....
৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫
করুণাধারা বলেছেন: অল্প ক'টি বাক্যে জীবনের রং, সুষমা আর উদ্দেশ্য তুলে ধরেছেন। তবে দিনশেষে কেবল জীবনের অনুপম সৌন্দর্য মানস সরোবরের লাল পদ্ম হয়ে ফুটে থাকে কিনা তাতে আমার সন্দেহ আছে। কারণ জীবনে সৌন্দর্যের পাশাপাশি অনেক দুঃখও আছে, সেসব অগ্রাহ্য করে 'অকাতরে ভালোবাসা' জীবনের থেকে এই শিক্ষা নেওয়া খুব সহজ তো নয়।
তবে কবিতাটি সহজ সরল। +++
এই কবিতাটি পড়ে আমি chatgpt কে বলেছিলাম জীবন নিয়ে একটা কবিতা লিখে দিতে। ১৫ সেকেন্ডে এটা লিখে দিয়েছে। আমার পড়ে ভালোই মনে হয়েছে। আপনার পড়ার জন্য কপি পেস্ট করে দিলাম। কেমন লাগলো আশাকরি জানাবেন।
১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনার সন্দেহটি মোটেই অমূলক নয়, বরং সেটাই হয়তো স্বাভাবিক।
কারণ জীবনে সৌন্দর্যের পাশাপাশি অনেক দুঃখও আছে, সেসব অগ্রাহ্য করে 'অকাতরে ভালোবাসা' জীবনের থেকে এই শিক্ষা নেওয়া খুব সহজ তো নয় - অবশ্যই আপনি ঠিক কারণটিই দেখিয়েছেন। ঐ পংক্তিটি লিখার সময় আমারও সেরকমই মনে হয়েছিল। কিন্তু পরক্ষণেই তো আবার মনে হলোঃ
"সেই সত্য যা রচিবে তুমি,
ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি
রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো।" - অর্থাৎ, আমার সত্যি সত্যিই মনে হয়েছিল, যখনই পেছন ফিরে তাকাই, তখনই সব দুঃখের কথা ভুলে যাই; শুধুই কিছু আনন্দময়, সুখময় স্মৃতি, কৃতজ্ঞতার স্মৃতি, পরম করুণাময়ের "করুণাধারার" স্মৃতি, অপত্য স্নেহ-মায়া-ভালবাসার স্মৃতি, প্রকৃতির কিছু অনুপম সৌন্দর্যের স্মৃতি ইত্যাদি মনের মধ্যে ঘুরে ফিরে আসে। আমার সেই অনুভূতিটুকুর প্রতি সত্যনিষ্ঠ থকেই সেই পংক্তিটি লিখেছিঃ
দিনশেষে শুধু তোর অনুপম সৌন্দর্যটাই
মনোসরোবরে লাল পদ্ম হয়ে ফুটে থাকে।
কিন্তু এটা মোটেই এমন নয় যে আমার মনে কোন দুঃখবোধ নেই। কবিগুরু তো সেই কবে বলেই গেছেনঃ
"অলৌকিক আনন্দের ভার
বিধাতা যাহারে দেয়, তার বক্ষে বেদনা অপার,
তার নিত্য জাগরণ; অগ্নিসম দেবতার দান
ঊর্ধ্বশিখা জ্বালি চিত্তে আহোরাত্র দগ্ধ করে প্রাণ"। ("ভাষা ও ছন্দ" থেকে)
"তবে কবিতাটি সহজ সরল। +++" - অনেক ধন্যবাদ, অনেক প্রাণিত হলাম।
কেমন লাগলো আশাকরি জানাবেন। - জ্বী, অবশ্যই। খানিক পরে জানাচ্ছি।
চমৎকার একটি বিশ্লেষণী মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯
করুণাধারা বলেছেন:
Life is a journey full of twists and turns,
A test of our strength, a lesson to learn.
It starts with a spark, a glimmer of hope,
A chance to discover, to learn and to cope.
We stumble and fall, we rise and we soar,
We push through the pain, and open new doors.
We make friends and foes, we laugh and we cry,
We hold on to love, as time rushes by.
We chase our dreams, we set our goals high,
We seek to make a difference, before we die.
But the road ahead is long, and the end is unclear,
We must trust in ourselves, and have no fear.
For life is a journey, a precious gift to treasure,
A chance to make a change, for the better or for worse.
১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি সত্যিই অসাধারণ! আমি কয়েকবার পড়েছি, প্রতিবারই মুগ্ধ হয়েছি। ইচ্ছে হচ্ছিল এর একটা অনুবাদ দাঁড় করাই। কিন্তু হাতে এখন সময় নাই।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের সহজাত বুদ্ধিমত্তাকে ইতোমধ্যেই অনেক ছাপিয়ে গেছে। অদূর ভবিষ্যতে আরও যে কী হবে, তা ভাবতেও ভয় লাগে!
সুন্দর একটা কবিতা পড়ার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে এবং chatgpt কে ধন্যবাদ।
৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬
জুল ভার্ন বলেছেন: মানব জীবন বড়ই বিচিত্র! প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল। কার জীবনে কখন কীভাবে কী ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। সব সময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয়, চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না। তাই জীবনের সার্থকতা বলে কিছু নাই। +
১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
খায়রুল আহসান বলেছেন: শেষ বাক্যটি ব্যতীত উপরের সবগুলো কথার সাথেই একমত।
সব মানুষের জীবনেই কম-বেশি সার্থকতা আছে/থাকে।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা পাঠের সঙ্গে সঙ্গে নির্মল সুখানুভূতি অনুভব করলাম।
সুন্দর লিখেছেন স্যার।
শুভকামনা আপনাকে।
১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের সঙ্গে সঙ্গে আপনার নির্মল সুখানুভূতি অনুভব করার কথা জানতে পেরে আমিও মনে সুখানুভব করছি, লেখাটি সার্থক হলো, এই ভেবে। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য।
৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আপনি তারিখ দিয়ে দেন। এবং রিপোষ্ট হলে সেটা ইউল্লেখ করতেন।
আমি মনে করেছিলাম কোথাও ভুল কিনা আবার। এরকম ভুল আমার খুব হয়।
আসলে বেশ কয়েকটা কবিতা আমি আপনার পড়েছি। সেগুলো পুরোপুরি ভুলে যাইনি। কিছু কিছু লাইন সৃতিতে রয়ে গেছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
ধন্যবাদ। ভাল থাকুন।
১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যে এসে বিষয়টি ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ।
৯| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন। নানুষের ভালোবাসার মধ্যে জীবন অন্যতম।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০১
খায়রুল আহসান বলেছেন: আপনিও ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫
সোহানী বলেছেন: সবাই অকাতরে ভালোবাসতে পারে না। ভালোবাসায় হিংসা, স্বার্থপরতা............. অনেক কিছুই থাকে। আর সেখানেই বাঁধে যত ঝামেলা।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি কথাটা ঠিকই বলেছেন। তবে এর উত্তরে আমার বক্তব্যটা ৪ নং প্রতিমন্তব্যে সবিস্তারে বলেছি।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১১| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর কবিতা । আসলে জীবনটাই অনেক মায়ায় ঘেরা ।
মায়াবী জীবন গাথার অনেক সুন্দর ও মুল্যবান কথামালা
উঠে এসেছে কবিতায়।
জীবন চলার এ লগনে এসে আপনি সবকিছু
সুন্দর এবং উজ্জ্বল মনে করেন,ভবিষ্যৎ কে দেখেন ও
ভাবেন এক গভীর উপলব্দিতে মহাকালের ওপারে।
ভাবগাম্ভির্যময় কথামালার ভিতরেও থাকে গানের মুর্ছনা,
সঙ্গে প্রতিশ্রুতি ভরা অসংখ্য আত্মজ প্রেরণায় ভরা
আলোকিত মায়াময় পৃথিবী, যা যে কোন মানুষের
আশার ঢিবিকে করে ঘনীভূত । সারারাত ধরে জ্বলজ্বল করা তারাগুলো
মায়াময় জীবনের পথে অন্তরায় হয়ে থাকা মরীচিকা আর ভয়ের যন্ত্রণাদায়ক
অনুভূতিগুলি দুর করে। স্মরণে আনে জীবন জীবিকা অন্বেশনের দুর্দশাগ্রস্ত অন্তরায়,
আর সে গুলি পারি দেয়ার বাস্তবতাগুলি স্বরণে এনে পরম ভক্তিভরে করে কৃতজ্ঞতা চারণ ।
শুভেচ্ছা রইল
১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০০
খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর এবং কাব্যিক একটা মন্তব্য যথাযথভাবে একনলেজ করার ভাষা আমার জানা নেই। তাই শুধুই জানিয়ে গেলাম অশেষ ধন্যবাদ, শুভকামনা এবং কৃতজ্ঞতা।
১২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে। জীবনকে ইতিবাচকভাবে দেখেছেন তাই বলেছেন এই জীবনের কাছে আপনি ঋণী। জীবন চলার পথে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ।
১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: জীবন চলার পথে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ - আপনার এ কথাটাও খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এর সাথে একমত।
জীবনকে আমি ইতিবাচকই পেয়েছি, আলহামদুলিল্লাহ!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৩| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: চমৎকার কবিতা।ভাল লিখেছেন,ভাল লাগলো।
২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০
খায়রুল আহসান বলেছেন: সর্বশেষ মন্তব্যে আপনার এই প্রশংসাটুকু পেয়েও আমার খুব ভালো লাগল। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
এই কবিতা টা আগে একবার পোষ্ট করেছেন?
পড়েছি, পড়েছি বলে মনে হচ্ছে।