নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কোন এক নিভৃতচারী গুরুর কথা

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:১৯

একটি দীপশিখা কোন এক সময়
নিভৃতে নিরালায়
টিম টিম করে জ্বলতো আপন আভায়,
উদ্ভাসিত করতো নিকটবর্তী লোকালয়।

ক্রমে তার আলো উজ্জ্বলতর হতে থাকলো,
তার দীপন আরও বিস্তৃত হতে থাকলো,
বন্ধু-সতীর্থরা তার প্রভায় উদ্দীপ্ত হতে
প্রাত্যহিক সন্ধ্যয় তার পাশে জড়ো হতে থাকলো।

প্রথমে সে শুধু সতীর্থদের গুরু হয়ে উঠলো।
তারপর ক্রমান্বয়ে-
জ্যেষ্ঠ কনিষ্ঠ সবাই তাকে গুরু মেনে নিল,
নিঃস্বার্থ, নিরহংকারী গুরু সবার প্রিয় হয়ে উঠলো।

গতরাতে হঠাৎ এক দমকা হাওয়ায়
সেই নিভৃত অকৃতদার আলোকবর্তিকাটি
কাঁপতে কাঁপতে নেভার দ্বারপ্রান্তে উপনীত হলো।
এখন সে হাসপাতাল শয্যায় নিভু নিভু জ্বলছে।

হে দয়াময়, তুমি চিমনী হয়ে তাকে ঘিরে ধরো,
তুমি সলতে হয়ে তাকে উজ্জীবিত করো,
তুমি মিহি সুবাতাস হয়ে তার ফুসফুসে প্রবেশ করো,
তুমি আপন ছন্দে তার হৃদয়কে আবার স্পন্দিত করো!


ঢাকা
০২ মার্চ ২০২৩
(মুমূর্ষ আমাদের এক ঘনিষ্ঠ বন্ধুর আশু আরোগ্য কামনায়)

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:২৫

শূন্য সারমর্ম বলেছেন:



গুরুর প্রতি সবার শুভকামনা কাজ করে।

০৩ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: ঠিক। সে আশাতেই আছি।

২| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর সুস্থ্যতা কামনা করি।

০৩ রা মার্চ, ২০২৩ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকুন, সুস্বাস্থ্যে থাকুন, শুভকামনা রইলো।

৩| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৩ রা মার্চ, ২০২৩ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হলাম।

৪| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বন্ধুর আরোগ্য কামনায় দয়াময়ের কাছে নিদারুন আকুতি।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, অনেক ধন্যবাদ।

৫| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা চমৎকার হয়েছে।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।

৬| ০২ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে সুস্থতা দান করুন

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: বন্ধুর জন্য দোয়া এবং পোস্টে প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৭| ০২ রা মার্চ, ২০২৩ রাত ১১:০৯

শেরজা তপন বলেছেন: কায়মনে তাঁর আরোগ্য কামনা করছি।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: বন্ধুর জন্য কায়মনে দোয়া এবং পোস্টে প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৮| ০৩ রা মার্চ, ২০২৩ সকাল ১১:০০

সোহানী বলেছেন: সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসুক এ প্রার্থনা।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: প্রার্থনা এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৯| ০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আলোকবর্তিকাটি জ্বলুক আরও কিছুকাল। আলো দিয়ে যাক। এই কামনাই করি।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:৪৯

খায়রুল আহসান বলেছেন: "আলোকবর্তিকাটি জ্বলুক আরও কিছুকাল। আলো দিয়ে যাক। এই কামনাই করি" - তাই যেন হয়। হৃদয়গ্রাহী মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১০| ০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: "কে কি মন্তব্য করেছেন সেটা জানতে" আপনি একাধিকবার পোস্টে আসেন, এটা লেখকের জন্য একটি সুসংবাদ।
পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ২:২৭

করুণাধারা বলেছেন: হে দয়াময় তুমি চিমনি হয়ে তাকে ঘিরে ধরো,
তুমি সলতে হয়ে তাকে উজ্জীবিত করো,
তুমি মিহি সুবাতাস হয়ে তার ফুসফুসে প্রবেশ করো,
তুমি আপন ছন্দে তার হৃদয়কে আবার স্পন্দিত করো!


দয়াময় যেন এ প্রার্থনা পূর্ণ করেন।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: প্রার্থনার উদ্ধৃতি এবং প্রার্থনায় সামিল হবার জন্য অশেষ ধন্যবাদ।
প্লাসে প্রাণিত।

১২| ০৩ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

গেঁয়ো ভূত বলেছেন:

হে দয়াময়, তুমি চিমনী হয়ে তাকে ঘিরে ধরো,
তুমি সলতে হয়ে তাকে উজ্জীবিত করো,
তুমি মিহি সুবাতাস হয়ে তার ফুসফুসে প্রবেশ করো,
তুমি আপন ছন্দে তার হৃদয়কে আবার স্পন্দিত করো!


হৃদয়ের গভীর থেকে উঠে আসা এ আহবান, প্রানান্ত এ আকুল প্রার্থনা, স্রষ্টা দয়াময় রহমানুর রহিমের দয়াকে আমাদের জন্য অবারিত করুক, আমাদের সবার জীবনকে আবৃত করুক, তার দয়া পেলে তো সবই পাওয়া হয়ে যাবে, একমাত্র তার দয়াতেই সম্ভব সকল অসাধ্য সাধন, তার অসম্ভব কোন কর্ম নাই। মালিক তুমি অকুলের কুল অসহায়ের সহায় হও।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: আমার প্রার্থনাটি বোল্ড করে উদ্ধৃত করার জন্য অশেষ ধন্যবাদ। সেই সাথে আপনার হৃদয়স্পর্শী প্রার্থনাটিও যুক্ত করার জন্য কৃতজ্ঞতা।
প্লাসে প্রাণিত।

১৩| ০৩ রা মার্চ, ২০২৩ রাত ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: ওনার আরোগ্য লাভ কামনা করছি। গভীর শ্রদ্ধাবনত চিত্তে এক ছাত্রের হৃদয়ের অন্তস্থল থেকে প্রিয় শিক্ষকের আরোগ্য কামনায় নির্মল আকুতি উপরওয়ালা যেন কবুল করেন। আমীন।

০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: "গভীর শ্রদ্ধাবনত চিত্তে এক ছাত্রের হৃদয়ের অন্তস্থল থেকে প্রিয় শিক্ষকের আরোগ্য কামনায় নির্মল আকুতি উপরওয়ালা যেন কবুল করেন" - আমার প্রকাশ ক্ষমতার অপ্রতুলতার কারণে এখানে আপনার বুঝতে একটু ভুল হয়েছে। আবার আরেক দিক দিয়ে বলতে গেলে আপনিও বোধকরি ঠিকই বলেছেন। জ্ঞানের তুলনায় আমরা অবশ্যই ছাত্র শিক্ষকের পর্যা‍য়ে থাকলেও, বাস্তব জীবনে কিন্তু আমরা দুজনে ঘনিষ্ঠ বন্ধু, কর্ম জীবনে সতীর্থ এবং একই ব্যাচের কোর্সমেট। উনি কী করে বন্ধু থেকে জ্যেষ্ঠ-কনিষ্ঠ সবার 'গুরু' হয়ে উঠেছিলেন, তা নিয়ে সামনে একটি গদ্য-পোস্ট দেয়ার ইচ্ছে রয়েছে।
মন্তব্য, দোয়া এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ ভোর ৪:১৬

কালো যাদুকর বলেছেন: হে দয়াময় তুমি সাড় দাও, এই আহ্বান এ।

০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: দয়াময় সাড়া দিয়েছেন, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে। গুরু গতরাতে অনন্তলোকের উদ্দেশ্য যাত্রা করেছেন।

১৫| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



কোন এক নিভৃতচারী গুরুকে নিয়ে
সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ ।

নিভৃতচারী শুরু নিরবধি
যা সঠিক তাই শেখায়
আলোয় তাঁর বসবাস
নিষ্পাপ হৃদয়ের সহজ সরল প্রকাশ
সর্বদা খুশি, জ্যোতিময় আলোয় দৃষ্টি চারপাশ,
চাওয়া পাওয়া মেপে চলেন না তিনি
এটি আমারো দৃঢ় বিশ্বাস,
নিভৃতচারী গুরুর বাস্তবতা কি
আমরা এ কবিতায় জানলাম।

মনে মনে ভাবলাম,নিশ্চয়ই
এই পৃথিবীতে কোন না কোন আশা আছে
যার সুন্দর একটি প্রকাশ রয়েছে এ কবিতায়-
হে দয়াময় তুমি চিমনি হয়ে তাকে ঘিরে ধরো,
তুমি সলতে হয়ে তাকে উজ্জীবিত করো,
তুমি মিহি সুবাতাস হয়ে তার ফুসফুসে প্রবেশ করো,
তুমি আপন ছন্দে তার হৃদয়কে আবার স্পন্দিত করো!


অন্ধকারের মাঝে এই নিভৃতচারী গুরুর আলো যাবেনা নিবে
তাঁর নিভু নিভু আলোও অন্যের জীবনকে বদলে দিতে পারে।

অনেক আশা নিয়ে কবিতার পড়তে পড়তে তাকালাম
আমি খুঁজলাম, খুঁড়লাম, অন্বেষন করলাম
এবং তারপর, আমি কবির নিজের আত্মায়
নিভৃতাচারী গুরুর একটি স্ফুলিঙ্গ দেখতে পেলাম
এমন একটি শিখা যে আমাদের হৃদয়কেও প্রজ্বলিত করল
এমন কিছু যা নিভৃতাচারী গুরুর আর্শীবাদ ছাড়া
কেউ জালাতে পারে না
আমি আমার প্রশ্নের উত্তর পেলাম ।

এই ছোট্ট স্ফুলিঙ্গটি একটি দাবানল তৈরি করতে পারে
যা পৃথিবীর শেষ প্রান্তে ছড়িয়ে পড়ার প্রবল ক্ষমতা রাখে
যা অন্যের হৃদয়কে পুনরুজ্জীবিত করতে পারে,
এবং এটিই একজন নিভৃতচারী গুরুর স্বার্থকতা ।

দোয়া করি এই মহতপ্রাণ নিভৃতচারী গুরু যেন
সর্বাঙ্গীন সুস্থ হয়ে তার কর্মজগতে পুর্বের মত
স্বাচ্ছন্দে বিচরণ করতে পারেন ।


অপনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা

০৭ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: এত চমৎকার একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ, আলী ভাই।
"আলোয় তাঁর বসবাস
নিষ্পাপ হৃদয়ের সহজ সরল প্রকাশ
সর্বদা খুশি, জ্যোতিময় আলোয় দৃষ্টি চারপাশ,
চাওয়া পাওয়া মেপে চলেন না তিনি
এটি আমারো দৃঢ় বিশ্বাস" - এ কথাগুলো থেকে বোঝা যায়, কতটা নিবিষ্ট মনে আপনি লেখাটি পড়েছেন। উপরে উদ্ধৃত আপনার লাইনগুলোতে গুরু'র সঠিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

১৬| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:
আমার মন্তব্য প্রকাশের পরে উপরে আপনার প্রতি মন্তব্যে
সংবাদটি দেখে শোকাভিভুত হলাম ।
দোয়া করি আল্লাহ গুরুকে যেন সেখানে পরম শান্তিতে রাখুন ।

০৮ ই মার্চ, ২০২৩ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: আপনার সহানুভূতি এবং দোয়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইচ্ছে আছে গুরুকে নিয়ে আরও একটি পোস্ট দেয়ার।

১৭| ০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার বন্ধুর রোগমুক্তির জন্য দোয়া থাকলো।

০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, তবে তিনি এখন রোগমুক্তির ঊর্ধ্বে। তিনি গত ০৫ মার্চ ২০২৩ তারিখ রাতে অনন্তলোকের উদ্দেশ্য যাত্রা করেছেন।
১৪ নং প্রতিমন্তব্যটি দ্রষ্টব্য।

১৮| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,



কবিতার কথা বলছি। বন্ধুবাৎসল্যের এমন নজির সচরাচর চোখে পড়েনা।
আপনার এমন অনন্য দিকটি আপনাকে প্রায়ই নিত্যনতুন আলোয় উদ্ভাসিত করে।

-----তুমি মিহি সুবাতাস হয়ে তার ফুসফুসে প্রবেশ করো,
তুমি আপন ছন্দে তার হৃদয়কে আবার স্পন্দিত করো!

কবিতার এই শেষের আকুতিটি পরম দয়াময় যেন সত্য করে তোলেন।

একাধারে আপনার বন্ধু ও গুরুর রোগমুক্তি কামনায়........

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: গুরু রোগমুক্তি কামনার ঊর্ধ্বে চলে গেছেন। ১৪ নং প্রতিমন্তব্যটি দ্রষ্টব্য।
সহমর্মী মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

১৯| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৫

মুক্তা নীল বলেছেন:
আপনার মন খারাপ করা লেখা এবং মন্তব্যের প্রতি মন্তব্য পড়ে বুঝতে পারলাম উনি আর বেঁচে নেই । আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন এই দোয়া করি ।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: আপনি মন দিয়ে পড়েছেন, তাই সঠিক বুঝেছেন যে 'উনি আর বেঁচে নেই'
দোয়ার জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.