নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
শুধুমাত্র শিশুর ঠোঁট বাকানো অভিমান ছাড়া
সব অভিমান উদ্দিষ্ট ব্যক্তি কর্তৃক দৃষ্ট হয় না।
কেবলমাত্র মা-ই দেখে থাকেন, বুঝে থাকেন
শিশুর সব অভিমান, এবং সেসব মিটিয়েও দেন
স্নেহাদরে, এতে সরল শিশুর অভিমান ভেঙে যায়।
অভিমানের কোন বয়স নেই; ছোট-বড় সবার হয়।
বড়দের বেলায় অভিমান তেমন কদর পায় না।
এমনকি যার উপর অভিমান হয়, সে বুঝেও না;
কিংবা বুঝেও না বোঝার ভান করে অবলীলায়। তবে,
এতে উপেক্ষিত অভিমানী ঘুরে দাঁড়াবার শক্তি পায়।
ঢাকা
২৫ এপ্রিল ২০২৩
২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০২
খায়রুল আহসান বলেছেন: নিশ্চয়ই তা ভালো।
২| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
অভিমান মানুষকে কষ্ট দেয়। দূরত্ব বাড়িয়ে দেয়।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৩
খায়রুল আহসান বলেছেন: "অভিমান মানুষকে কষ্ট দেয়। দূরত্ব বাড়িয়ে দেয়" কথাটা অনেকাংশে সত্য, তবে অভিমানকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারলে তা মানুষকে প্রভূত প্রশান্তি এবং পুলক দিতে পারেও বটে।
৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪০
গেঁয়ো ভূত বলেছেন: অভিমান। মনে হয় এই আবেগটি একান্তই বাঙালিদের সম্পদ। ইংরেজরা বোধ হয় অভিমান করে না, একারনেই বোধ হয় ইংলিশ ডিকশনারিতে এর যথার্থ কোন প্রতিশব্দ খোঁজে পাওয়া যায় না।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: ইংরেজিতে "অভিমান" বলতে কোনো শব্দ নেই, এটা আপনি ঠিক বলেছেন। আমিও এর সঠিক ইংরেজি শব্দ অভিধান বা গুগল ঘেঁটে খুঁজে পাইনি।
৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বড়দের অভিমানের কোন দাম নেই কেউ ভাঙ্গায় না
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ
২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
খায়রুল আহসান বলেছেন: অভিমান আর ভালোবাসা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ভালোবাসা থাকলে অভিমানও থাকবে, ভালোবাসা না থাকলে অভিমান হয়তো কিছুদিন থাকবে, তারপর ধীরে ধীরে নিত্যদিনের বচসায় পরিণত হবে।
৫| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১২
পদাতিক চৌধুরি বলেছেন: শিরোনামের সঙ্গে কবিতা যথার্থই হয়েছে। সহমত আপনার সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে অভিমানের প্রাপ্তিযোগ ক্রমশ কমতে থাকে। বড়দের অভিমান একারণে অনাদরেই মনিকোঠায় রয়ে যায়।
২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
খায়রুল আহসান বলেছেন: "বয়সের সঙ্গে সঙ্গে অভিমানের প্রাপ্তিযোগ ক্রমশ কমতে থাকে। বড়দের অভিমান একারণে অনাদরেই মনিকোঠায় রয়ে যায়" - সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ, কবিতার সাথে ঐকমত্যের জন্য এবং কবিতা "লাইক" করার জন্য।
৬| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: অভিমান ব্যাপারটা খুব কষ্টদায়ক, বেশীরভাগ সময় অভিমান অভিযোগে পরিণত হয়। তাই এটা এড়িয়ে চলতে পারলেই ভালো।
সুন্দর কবিতা।
২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: "বেশীরভাগ সময় অভিমান অভিযোগে পরিণত হয়। তাই এটা এড়িয়ে চলতে পারলেই ভালো" - আপনার পরামর্শটা গ্রহণযোগ্য। কবিতার প্রশংসা এবং মন্তব্যে সুপরামর্শের জন্য ধন্যবাদ।
৭| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
অভিমান—সে বড় আজব জিনিস! যত বিখ্যাত, যত তারকা, যত বরেণ্যই হন না কেন, মনের গহিন
গোপন কোণে অভিমানের বাষ্প জমা হয় মানুষের।ঠিকই বলেছেন মায়ের থেকে ভাল করে আর কেও
অভিমান বুঝেনা । ভীষণ অভিমান ভরে একটি শিশু যখন তার মাকে বলে, আমি না থাকলে বুঝবে,
তখন মা তাকে ভরসা দেবার জন্য গভীর মমতায় জড়িয়ে নেন বুকে। তাইতো দেশমাতৃকের প্রতি
অভিমান ঝড়িয়ে বিশ্বি কবি রবিন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলীতে
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিমানের ব্যপকতা -
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
…………………………………………….
...............................................................
দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে,
অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে।
সবারে না যদি ডাক',
এখনো সরিয়া থাক',
আপনারে বেঁধে রাখ' চৌদিকে জড়ায়ে অভিমান--
মৃত্যুমাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার উদ্ধৃতি! আমার কাছে প্রফেটিক মনে হচ্ছে।
মন্তব্য এবং লাইক এর জন্য অশেষ ধন্যবাদ।
৮| ২৬ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:৩৩
ইসিয়াক বলেছেন: "অভিমানের কোন বয়স নেই ছোট বড় সবারই হয়।"
চরণটি বাস্তব সত্য।
নবীন প্রেমের অভিমানে সম্পর্ক গাঢ় হয় এবং সময়ের ব্যবধানে একসময় তা ফিকে হয়ে আসে কালের নিয়মে।
বাচ্চাদের অভিমান ভরা দৃষ্টি আমার সবচাইতে প্রিয়। সেই অভিমান ভাঙাতেও দারুণ সুখ।
কবিতায় ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভ সকাল।
২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: "বাচ্চাদের অভিমান ভরা দৃষ্টি আমার সবচাইতে প্রিয়। সেই অভিমান ভাঙাতেও দারুণ সুখ" - ঠিক বলেছেন, বিশেষ করে অভিমানে ঠোঁট বাঁকানো বাচ্চা দেখলে খুব মায়া লাগে!
সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৯| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: অভিমান যৌক্তিক কারনে হওয়া চাই। অভিমান বুঝা না গেলে সেটা ভাঙানোর প্রচেষ্টা কেউ করে না।
অভিমান ভেঙে হোক খান খান ।
২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩৮
খায়রুল আহসান বলেছেন: "অভিমান যৌক্তিক কারনে হওয়া চাই" - অবশ্যই, একমত।
পরের বাক্যটির ব্যাপারে আবার এটাও ঠিক যে অভিমান বুঝতে হলে অনুভূতির এ্যান্টেনাটা প্রখর হতে হবে এবং দুজনের মেন্টাল ফ্রিকোয়েন্সি এক লেভেলে হতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩১
জ্যাক স্মিথ বলেছেন: কোথায় যেন পড়েছিলাম; যেখানে অভিমান দেখার কেউ নেই সেখানে অভিমান করে লাভ নেই।
আমার সাথে কেউ অভিমান করে থাকতে পারে না কারণ আমি তা ভেঙ্গে খান খান করে দেই, আর আমার অভিমান ভাঙ্গানো? খুউব কঠিন!!
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: "যেখানে অভিমান দেখার কেউ নেই সেখানে অভিমান করে লাভ নেই" - যারা নানা কারণে কারও উপর অভিমান করে থাকেন, তারা এ কথাটা জানলেও অনেক সময় তা মানতে পারেন না।
অভিমান ভাঙ্গানো যতটা কঠিন হয়, ভাঙ্গানোর পর মিলটা ততই প্রগাঢ় হয়।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১১| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৫৭
মিরোরডডল বলেছেন:
অভিমান শব্দটাই অনেক অভিমানী
অভিমান নিয়ে অনেক প্রিয় একটি গান আছে।
তুমি অভিমানে, যে পথে গেছো চলে
সে পথের ঠিকানা জানিনা
০৯ ই মে, ২০২৩ রাত ১২:২৬
খায়রুল আহসান বলেছেন: "অভিমান শব্দটাই অনেক অভিমানী" - একমত।
সুন্দর এ গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
অভিমান ক্ষোভে রুপ না নিলেই ভালো।