নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আজ সকালের আকাশটা....
সকাল আটটা আট, ২২ জুন ২০২৩
গতরাতে একটা দাওয়াত থেকে ফিরে আমাদের ঘুমাতে ঘুমাতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সময়মত স্কুলে যাবার জন্য আনায়াকে সকালে আটটার মধ্যেই উঠাতে হয়। তাই সবার আগে ওকে ঘুম পাড়ানো হলো; আমাদের ঘুমাতে ঘুমাতে রাত দেড়টা বেজে যায়। সকালে আদনান প্রথমে উঠে আটটার সময় অফিসে চলে গেল। অন্যান্যদিন সে-ই আনায়াকে ঘুম থেকে তুলে দেয়। যেদিন আনায়ার শয্যা ত্যাগ করতে ইচ্ছে করে না, সেদিন সে আব্দার ধরে ওকে কোলে করে উঠাতে। আজ আমিই ওকে ঘুম থেকে উঠাতে গেলাম। কিছুতেই সে চোখ খুলবে না। মিনিট দশেক কসরৎ করে ওকে রাজী করালাম। কিন্তু ও আব্দার ধরলো কোলে উঠতে। ফ্রোজেন শোল্ডারের ব্যথার কারণে ওকে কোলে নিতে পারি না। তাই ওকে বললাম পিঠে উঠতে। সে বিছানায় দাঁড়িয়ে এক লাফে পিঠে উঠে গলা জড়িয়ে ধরলো। আমি ওকে ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিতে বলে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। অফিসিয়ালি কানাডায় এখন গ্রীষ্মকাল হলেও, বারান্দায় এসে অনুভব করলাম বাহিরে শীতল বাতাস বহমান, অনেকটা আমাদের দেশের 'বহে মাঘ মাসে শীতের বাতাস' এর মত। আকাশের দিকে তাকিয়ে দেখলাম সেখানে চলছে মেঘ আর সূর্যের মাঝে লুকোচুরি খেলা। এমন শীত শীত সকাল আমার ভালোই লাগে। কিছুক্ষণ শীতল আবেশে দাঁড়িয়ে থেকে উদার আকাশের একটি সুন্দর নৈসর্গিক শোভাকে চক্ষুর শীতলতার জন্য সেলফোন ক্যামেরায় বন্দী করলাম। যেমনটি করেছিলাম গত পরশুদিন সন্ধ্যায়, পূব-আকাশে ওঠা মনোমুগ্ধকর একটি রঙধনুর শোভাকে।
ডিভাইসঃ আই-১৩, চিত্রগ্রাহক লেখক স্বয়ং
স্থানঃ রিজাইনা, কানাডা
সময়ঃ
সকাল আটটা আট, ২২ জুন ২০২৩ (মেঘ-সূর্যের লুকোচুরি খেলা)
সন্ধ্যা নয়টা বার, ২০ জুন ২০২৩ (পূব-আকাশে রঙধনু)
গোমরামুখী আকাশটা....
সকাল আটটা আট, ২২ জুন ২০২৩
"গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক, মন রঙিন,
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর"....
সকাল আটটা আট, ২২ জুন ২০২৩
অকস্মাৎ উদ্ভাসিত পূব-আকাশে রঙধনু.....
সন্ধ্যা নয়টা বার, ২০ জুন ২০২৩
"রামধনু জ্বলে তার গায়".....
সন্ধ্যা নয়টা বার, ২০ জুন ২০২৩
রঙধনুর অর্ধবৃত্ত.....
সন্ধ্যা নয়টা বার, ২০ জুন ২০২৩
২৪ শে জুন, ২০২৩ দুপুর ১:১৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হলাম।
২| ২৪ শে জুন, ২০২৩ দুপুর ১:২৯
শোভন শামস বলেছেন: ডাইরিতে কিছু কিছু করে কানাডার বিভিন্ন তথ্য যোগ করে দিন।
Travels in Siberia, Ian Frazier বইটা পড়ছিলাম। তুন্দ্রা আর বরফের দেশের কথা সুন্দর ভাবে লিখা।
আপনার থেকে আপনার মত কানাডার সম্পর্কে সে রকম কিছু চাই
২৫ শে জুন, ২০২৩ ভোর ৪:৫৫
খায়রুল আহসান বলেছেন: আমি একজন নগন্য লেখক মাত্র। আমার কাছ থেকে এত বড় প্রত্যাশা দুরাশায় পরিণত হবার সম্ভাবনাই বেশি। যাহোক, তবুও আপনাকে এ আশাবাদ ব্যক্ত করার জন্য ধন্যবাদ। চেষ্টা করে যাব।
মন্তব্যে প্রাণিত।
৩| ২৪ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: এবারের পোষ্ট ছোট হলেও ছবি আর লেখা মিলে ভাল লেগেছে।
২৬ শে জুন, ২০২৩ রাত ১:৫৫
খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি তার আপন খেয়ালে মাঝে মাঝে নিজ সৌন্দর্য মেলে ধরে। ক্ষণিকের তরে দেখা সে রকমেরই দুটো সুন্দর মুহূর্তের কথা চিত্রসহ পোস্টে বলেছি, ব্যস এতুকুই। এ জন্যই পোস্টটা এত ছোট হয়ে গেছে। তবুও আপনি পড়েছেন, মন্তব্য করেছেন এবং প্লাস দিয়েছেন- এজন্য অসংখ্য ধন্যবাদ।
৪| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
শায়মা বলেছেন: ভাইয়া তোমার রামধনু তো ময়ুরপঙ্খীকে ভাসিয়ে নিয়ে গেলো ...........
২৭ শে জুন, ২০২৩ রাত ১:২২
খায়রুল আহসান বলেছেন: (গানটা) আপনি ঠিক ধরেছেন!
চমৎকার মন্তব্য।
৫| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
শেরজা তপন বলেছেন: এবারের লেখা বেশ ছোট হয়ে গেল।
বাংলাদেশে বসে এখন শীতের এই পরশটা খুব মিস করছি।
২৮ শে জুন, ২০২৩ সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: জ্বী, লেখাটা বেশ ছোট হয়ে গেছে। সকাল ও সন্ধ্যা- দিনের এ দুটো সময়ে মনে উদয় হওয়া দু'রকমের কিছু ভাবনা, সেই সাথে তাৎক্ষণিক কিছু অনুভূতি, এটুকুই। আর সুযোগ পেলেই আমি নাতনির কিছু কথা জুড়ে দেই, এখানেও দিয়েছি।
৬| ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: ছোট লেখা। পড়ার আগেই শেষ হয়ে গেলো।
২৮ শে জুন, ২০২৩ দুপুর ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: জ্বী, বেশ ছোট লেখা। আগের প্রতিমন্তব্যটিতেই কারণটা বলেছি।
৭| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কানাডার দিনলিপিগুলো পড়ব বলে উকি দিতেই আহা কী সুন্দর নৈস্বর্গিক ছবিগুলোর দেখা মিলল। ভালো থাকবেন প্রিয় ভাই। এমন করে কানাডাও কানাডার প্রকৃতি নিয়ে সময় সময় হাজির হবেন। আমরা আপনার চোখে কানাডা দেখে নিব।
৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে আপনাকে পোস্টে পেয়ে প্রীত হলাম। প্রেরণাদায়ক মন্তব্যে প্রাণিত।
ভালো থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে।
শুভকামনা....
৮| ২৭ শে জুন, ২০২৩ রাত ৯:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবিগুলো। আমরা এখানে বসেই কানাডার নৈস্বর্গিক দৃশ্য চাক্ষুষ করলাম। পোস্টে লাইক।
শুভেচ্ছা স্যার আপনাকে।
০৪ ঠা জুলাই, ২০২৩ ভোর ৪:৩৮
খায়রুল আহসান বলেছেন: ছবির প্রশংসা পোস্টে প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন, শুভকামনা....
৯| ২৭ শে জুন, ২০২৩ রাত ৯:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: স্যার উইনাপেগের উদ্দেশ্য যাত্রার পরবর্তী পর্ব কবে দিবেন। গাড়ির যান্ত্রীক ত্রুটি কীভাবে সমাধান হলো বা ফাইনালী কখন গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছিলেন এসব জানতে কৌতুহলী হয়ে পড়েছি।
০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: উইনাপেগের উদ্দেশ্য যাত্রার পরবর্তী পর্ব কবে দিবেন - এই যে এইমাত্র লিখতে বসলাম। দেখা যাক, কত তাড়াতাড়ি লেখাটা শেষ করতে পারি।
গাড়ির যান্ত্রীক ত্রুটি কীভাবে সমাধান হলো বা ফাইনালী কখন গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছিলেন এসব জানতে কৌতুহলী হয়ে পড়েছি সেটাই হবে পরের পর্বটির চুম্বকাংশ।
এতটা আগ্রহ প্রকাশে ভীষণ উৎসাহিত বোধ করছি। ধন্যবাদ ও শুভকামনা....
১০| ০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এতো বড় আর পরিষ্কার রঙধনু সাধারণত দেখা যায় না। আপনি রঙধনুর ছবিতে একটা গানের কলি উল্লেখ করেছেন। গানটা আমার খুব প্রিয় তাই নীচে দিলাম। আশা করি ভালো লাগবে।
আর মেঘ নিয়ে ছবি দিয়েছেন। তাই মেঘ নিয়ে একটা গান দিলাম -
সুন্দর হয়েছে ছবিগুলি। বিশেষ করে রংধনুর এই রকম ছবি পাওয়া কঠিন।
০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১১:৪২
খায়রুল আহসান বলেছেন: রংধনুর এই রকম ছবি পাওয়া কঠিন - অনেক ধন্যবাদ, রংধনুর ছবিগুলোর প্রশংসা করারর জন্য। সৌভাগ্যক্রমে সময়মত চোখে পড়েছিল বলেই ছবি তোলা সম্ভব হয়েছে।
পোস্টের ছবি দেখে মেঘ আর রংধনু বিষয়ক আমার দুটো প্রিয় গান এখানে সংযোজন করার জন্যেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে উৎপলা সেন এর গাওয়া গানটা সেই কিশোর বয়স থেকেই আমার খুব প্রিয়।
১১| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১২:৩৬
সোহানী বলেছেন: কানাডার 3W নিয়ে অনেক কৈাতুক আছে। Don't trust in Work, Weather & Women in Canada.......... হাহাহাহাহা
যাহোক, কানাডা দেখে মোহিত হচ্ছেন দেখে ভালো লাগছে। আমারও কানাডার প্রাকৃতিক সৈান্দর্য্য খুব ভালো লাগে। তিনদিন ক্যাম্পিং এ কাটায়ে গতকাল ফিরলাম। যে রাস্তা দিয়ে ড্রাইভ করেছিলাম, যেখানে ছিলাম তা এক কথায় অসম্ভব সুন্দর। দেখি লিখতে পারি কিনা এ নিয়ে।
০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: "দেখি লিখতে পারি কিনা " - অবশ্যই লিখবেন, আমরা পোস্ট পড়ে ও ছবি দেখে তা উপভোগ করবো।
কানাডার আকাশ, সমতল তৃণভূমি, পাহাড়, জলপ্রপাত,শান্ত হ্রদ, সবকিছুই খুব সুন্দর।
১২| ০৪ ঠা জুলাই, ২০২৩ ভোর ৫:৫১
কাছের-মানুষ বলেছেন: ভাল লাগছে আপনার অভিজ্ঞতা। পড়তে পড়তে যেন শেষ হয়ে গেল। আপনার কানাডার অভিজ্ঞতা আরো শুনতে চাই।
০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: "আপনার কানাডার অভিজ্ঞতা আরো শুনতে চাই" - গতকাল রাতে (রিজাইনা টাইম) একটা নতুন পোস্ট দিয়েছি। আশাকরি এটাও ভালো লাগবে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১০:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: স্যার ঈদুল আযহার শুভেচ্ছা নেবেন। আমার মোবাইলে ফুল ভার্সন না আসাতে মোবাইল ভার্সনে কমেন্ট করছি। আমার পোস্টে আপনাদের প্রতিমন্তব্য করতে পারছি না। ভালো থাকবেন। শুভকামনা আপনাকে।
০৬ ই জুলাই, ২০২৩ রাত ২:০৯
খায়রুল আহসান বলেছেন: সেলফোনের মাধ্যমে ব্লগিং এর সমস্যাগুলো কেন যেন দূরই হচ্ছে না। তবুও এত কষ্ট করে ব্লগিং করে যাচ্ছেন, এজন্য ধন্যবাদ।
আপনার প্রতিও রইলো ঈদুল আযহার শুভেচ্ছা।
১৪| ০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশে বেশ কিছুদিন মাত্রতিরিক্ত গরম গিয়েছে, এখন বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা অনুকুলে। আপনি শীতের দেশে আছেন শীতের আমেজ নিয়ে আপনার গল্প পড়ে ভালো লাগছে। বিলম্বিত ঈদ মোবারক।
০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: এখন এখানে অফিসিয়ালী গ্রীষ্মকাল হলেও, আমাদের দেশের শীতের আমেজ এখনও পুরোটাই পাওয়া যাচ্ছে, বিশেষ করে মধ্যরাতের পর থেকে প্রত্যুষ পর্যন্ত। অবশ্য দিনের বেলায় বেশ গরমও পড়ে, তবে সেটা অসহনীয় নয়।
আপনার প্রতিও রইলো ঈদুল আযহার বিলম্বিত শুভেচ্ছা। মন্তব্য ও প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৫| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০১
নীল-দর্পণ বলেছেন: প্রথম ছবিটা কী চমতকার, আমি মনে হয় ঐখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো।
আপনার এই ভ্রমন কাহিনী, দিনলিপিগুলো বই আকারে বের করা যায় কিনা একটু ভেবে দেখবেন একট দুটো ছবি সহ। ব্লগে পড়ে মনে হয় যেন মন ভরে না, এত সুন্দর লেখা নিজের কাছেও এক কপি থাকলে শান্তি।
১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: বই প্রকাশের যে ঝক্কি ঝামেলা, ঐ পথ এখন আর মাড়াতে ইচ্ছে করে না। তবুও, দেশে ফিরে চেষ্টা করবো এ লেখাগুলোকে মলাটবদ্ধ করতে।
প্রেরণাদায়ক মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২৩ দুপুর ১:০৯
শোভন শামস বলেছেন: সুন্দর লিখা, কানাডার অভিজ্ঞতা পাঠকের কাছে পৌঁছে দিন।
ভাল লেগেছে