নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
হরষে বিষাদে ভরা ক্ষণিক এ জীবন
আনন্দ-বেদনায় উদ্বেলিত, যখন তখন।
সায়াহ্নের নীড়ে ফেরা পাখি করে না বিচার
দিনব্যাপী তার সাথে মিল ছিল বেশি কার;
নিদাঘ দুপুরের উদাসী বিরহী ঘুঘুর,
নাকি নিত্যপ্রহর ’বাক-বাকুম’ করা পায়রার।
দিনযাপনের সরল অংক মেলানো সহজ নয়,
ব্যাপক কাটাকুটির পর তা শুন্যতেই শেষ হয়।
ঢাকা
২০ ডিসেম্বর ২০২৩
২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪২
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম লাইক এর জন্য ধন্যবাদ।
প্রীত হলাম।
২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২২
ডার্ক ম্যান বলেছেন: জীবন কোন অংক না যে মিলতে হবে।
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: জীবনের অংক কথাটা তো একটা পোয়েটিক মেটাফর মাত্র।
৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৮
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই
২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১২
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুস্থ হয়ে ব্লগে ফিরে এসেছেন এবং নিয়মিত লিখছেন দেখে ভালো লাগছে।
ভালো থাকুন সুস্বাস্থ্যে, সপরিবারে।
৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪
নীলসাধু বলেছেন: ছন্দ তাল লয় মাত্রায় লেখা সহজ নয়। কঠিন। এখানে মাত্রায় সমস্যা আছে। ছন্দে আছে। তবে এইসব ভারি ভারি আলাপের বাইরে গিয়ে বলা যায় কবিতা মন্দ হয়নি।
২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১১
খায়রুল আহসান বলেছেন: জ্বী, এখানে মাত্রায় সমস্যা আছে, তা আমিও বুঝেছি। সমস্যাটুকু ঠিক করতে পারলাম না, তাই এভাবেই পোস্ট করে রাখলাম। পারলে পরে ঠিক করে নেব।
"তবে এইসব ভারি ভারি আলাপের বাইরে গিয়ে বলা যায় কবিতা মন্দ হয়নি" - ধন্যবাদ।
৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
করুণাধারা বলেছেন: দিনযাপনের সরলাংক মেলানো সহজ নয়,
ব্যাপক কাটাকুটির পর তা শুন্যতেই শেষ হয়।
চমৎকার বলেছেন।
২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হলাম। প্লাসে এবং উদ্ধৃতিতে প্রাণিত ।
৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮
শেরজা তপন বলেছেন: কি দারুন একটা কবিতা লিখেছেন - বিমোহিত হলাম!!
২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এতটা প্রশংসা করার জন্য। প্রীত ও প্রাণিত হলাম।
৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬
বিজন রয় বলেছেন: অনেক গভীরের কবিতা।
আপনি তো এমনই লেখেন।
শুভকামনা।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আমার লেখায় মনে হয় ঘুরে ফিরে এসব কথাই আসে।
১০| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: ফেবুতে কবিতাটি আগেই পড়েছিলাম। সত্যিই জীবনের সরল অংকই বটে।
০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: ফেবুতে কবিতাটি আগেই একবার পড়েছিলেন, তার পরেও আবার এখানে এসে মন্তব্য করে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কবিতাটি পড়ে লাইক দেয়াতে প্রীত ও প্রাণিত।
১১| ৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
ইসিয়াক বলেছেন: হাসি খেলা সুখ দুঃখ ভরা এ জীবনের শেষে শুধুই শূন্যতা। ক'জন ভাবে এভাবে? এভাবে ভাবলে পৃথিবী থেকে লোভ হিংসা সহ সকল পাপ পঙ্কিলতা কবেই দুর হয়ে যেতো।
চমৎকার উপলব্ধির কবিতায় মুগ্ধতা।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো প্রিয় ব্লগার ।
৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: ছোটবেলায় পাটিগণিতের তথাকথিত "সরল অংক" কষতে গিয়ে দেখতাম, বেশিরভাগ সরল অংক কষা শেষে চূড়ান্ত উত্তর আসতো বেশিরভাগ ক্ষেত্রে ০, নয়তো ১, ১/২, ১/৩ ইত্যাদি। কিন্তু মানব জীবনের সরল অংক শেষমেষ এসে মিলে একটিই চূড়ান্ত উত্তরে। আর সেটা হচ্ছে কেবলমাত্র ০।
"চমৎকার উপলব্ধির কবিতায় মুগ্ধতা" - অনেক ধন্যবাদ প্রিয় ভোরের কবি, পুরনো কবিতা পড়ে এ মুগ্ধতা প্রকাশের জন্য।
কবিতাটি পড়ে লাইক দেয়াতে প্রীত ও প্রাণিত।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
জীবনের কঠিনাঙ্ক মেলানো দায়