নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ না বলা কথা

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১

আমায় তোমরা ফেলে রেখে যাচ্ছো কোথায় সবে?
ভাবছো, আমার সবকিছু শেষ, আর কিছু নেই ভবে?
শেষ হলো সব লেনা দেনা, আর হবে না দেখা,
গেলাম চলে চিরতরে, শেষ হলো সব কথা?

তোমরা জানলে না তো কেউ,
মনসায়রে ছিল আমার কত কথার ঢেউ!
যেসব কথার ঊর্মিমালা পায়নি খুঁজে তীর,
স্থির জবানে আটকে রবে সেসব কথার ভিড়।
ক্ববর মাঝে চাপা থাকে কত ইতিহাস,
না বলা সব কথার সাথে কত দীর্ঘশ্বাস!


ঢাকা
২৫ ডিসেম্বর ২০২৩



মন্তব্য ৫৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

কাছের-মানুষ বলেছেন: না-বলা কত কথা, কত কাজ ফেলে মানুষ হারিয়ে যায় হঠাৎ একদিন! দু একটা প্রজন্মের পর হয়তবা সেই মানুষদের নামও কেউ আর স্মরণ করে না!

অণুকবিতা ভাল লিখেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৪

খায়রুল আহসান বলেছেন: আমার মনে হয়, প্রত্যেক মানুষই তার মৃত্যুর পর কিছু না বলা কথা তার স্থির জবানে করে কবরে নিয়ে যায়। সেসব কথা অনন্তকাল ধরে অশ্রুতই রয়ে যায়!

প্রথম মন্তব্যটির জন্য অশেষ ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

জুন বলেছেন: সব ফেলেই যেতে হয়, কত শখের জিনিস, কত কষ্টে যোগাড় করা, কাউকে ধরতে দেই না, পরতে দেই না আমার, আমার করি, তারপর?? সব ফেলে হায় চলে যেতে হয় -------
মন ছুয়ে যাওয়া কবিতায় ভালো লাগা রইলো।

+

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: জ্বী, সব ফেলেই যেতে হয়, তবে দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জিহ্বায় আটকে থাকা কিছু না-বলা কথা নিয়েও হয়তো ক্ববরে প্রবেশ করতে হতে পারে।
প্রথম প্লাসটির জন্য অশেষ ধন্যবাদ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৭

স্বর্ণবন্ধন বলেছেন: চলে যাওয়ার মেলানকোলিয়ার ভার মানুষকে আমৃত্যু বহন করতে হয়।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটি মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কথাটি সর্বৈব সত্য।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২০

নীলসাধু বলেছেন: কবিতা ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ধন্য হলাম। আপনার জন্যেও অনেক শুভেচ্ছা......

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: না বলা কথা গুলো বলে ফেলা হোক চক্ষু স্থির হবার আগেই।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: যতই বলে ফেলা হোক না কেন, শেষ তক তবুও অনেক কথাই না বলা থেকে যাবে।
"যেসব কথার ঊর্মিমালা পায়নি খুঁজে তীর,
স্থির জবানে আটকে রবে সেসব কথার ভিড়"!


মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: অল্প কথা অনেক অভিব্যাক্তির প্রকাশ পেয়েছে কবিতায়।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতা পড়ে একটি প্রেরণাদায়ক মন্তব্য এখানে রেখে যাবার জন্য।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

মিরোরডডল বলেছেন:




কথা যতই বলা হোকনা কেনো, কখনো বলে শেষ হবার না।
চলে যাবার সময় মনে হবে, না বলা কথা কিছুই বলা হয়নি।
আবার যখন কেউ চলে যায়, মনে হয় আরো অনেক কথা ছিলো তাকে বলার।
Either way an insatiable soul.

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

খায়রুল আহসান বলেছেন: "চলে যাবার সময় মনে হবে, না বলা কথা কিছুই বলা হয়নি" - চলে যাবার আগেই বেশ বুঝতে পারি, অনেক কথাই না বলা থেকে যাবে। শুধু আমার নয়। সবারই, আপনারও।
মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারণ হয়েছে না বলা কথা অনুকবিতা ।
অনাবশ্যক কথা বলার চেয়ে না বলা আবশ্যকিয় কথা বলাকেই মানুষ বেশী পছন্দ করে । তাই অনেকেই
না বলা কথা নিজের মতো করেই অল্প কথায় বলে যায় পাঠক শ্রোতার তরে ।
আরো একটি বিষয় হল পৃথিবীতে সবকথাই প্রকাশধর্মী নয়। কয়লা আগুন না পাইলে জ্বলে না, হিরক খন্ড
অকারণে ঝকঝক করে। কয়লায় অনেক কল চলে, হিরক অলংকার হয়ে প্রিয়জনের গলায় ঝুলে । কয়লা
আবশ্যক, হিরক মূল্যবান। এক-একটি দুর্লভ মানুষ এরূপ হিরকের মতো কোন কথা না বলে নিজেই ঝলমল
করতে পারে। সে অনায়াসে আপনাতে আপনি দেদীপ্যমান ।
সাহিত্যের যথার্থ মুল্যবান রচনাগুলি খুব অল্প কথাতেই বিশেষ কথা বলবার ক্ষমতা রাখে । কাব্য পাঠের
সময়ও যদি হিসাবের খাতা খুলে রাখতেই হয়, যদি না বলা কথা হতে কি বুঝলাম হাতে হাতে তার নিকাশ
চুকাইয়া নিতে হয়, তবে স্বীকার করব না বলা কথা হতে আমরা একটি তথ্য লাভ করে পুলকিত
হয়েছি। সেটি এই যে, না বলা কথা হতেও অনেক কিছু জানা যায় অনেক কিছু বুঝা যায় ।

অতএব, যে কবিতাতে রয়েছে না বলা অব্যক্ত কিছু কথা, যা অপ্রকাশিত, যাতে রয়েছে গোপন ভাবের কথা ,
তত্ব কথা তা বুঝমান কাব্য রসিকদের জন্য ঢাকাই থাকুক, যা আবশ্যক, যা হিতকর, তা পাঠের জন্য পাঠকের
অভাব হবেনা ।

সুন্দর ভাব প্রকাশকারী কবিতাটির জন্য ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: "পৃথিবীতে সবকথাই প্রকাশধর্মী নয়" - এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ; সে জন্যেই জীবনের অনেক কথাই 'না বলা' থেকে যায়।
চমৎকার একটি মন্তব্য করে এবং কবিতায় প্লাস দিয়ে অনেক প্রেরণা দিয়ে গেলেন!

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রতিটি কবিতায় যেন সুনিশ্চিত সমাধির নির্মম প্রতিফলন পরিলক্ষিত হয় ।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: প্রতিটি কবিতায় না হলেও, আমার অনেক কবিতা ও অন্যান্য লেখার ক্ষেত্রে আপনার এ পর্যবেক্ষণটা সঠিক।
মন্তব্য ও প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতাটি ছোট কিন্তু চমৎকার হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি ছোট কিন্তু চমৎকার হয়েছে - আপনার মন্তব্যটাও ছোট, কিন্তু ভীষণ প্রেরণাদায়ক।
মন্তব্য ও প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু বলার যাও বলে যাও, যা কিছু শোনার নাও শুনে নাও পাবে না সময় আর হয়তো। কবিতা সুন্দর। পড়তে পড়তে উল্লিখিত গানটার কথা মনে পড়ল।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে কবিতার সাথে প্রাসঙ্গিক একটি গানের লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ।
মন্তব্যে ও প্লাসে প্রীত ও প্রাণিত।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৮

জ্যাক স্মিথ বলেছেন: ছোট কবিতা কিন্তু এর ভাবার্থ বেশ গভীর।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: একটি ছোট মন্তব্যের মাধ্যমে অনেক বড় প্রেরণা দিয়ে গেলেন!
মন্তব্য ও প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

মিরোরডডল বলেছেন:




অব্যক্ত কথা নিয়ে চার লাইন লিখেছিলাম, আই মিন চেষ্টা করেছিলাম, সেটা শেয়ার করলাম।


অনুচ্চারিত শব্দগুলো সবচেয়ে বেশি
উচ্চারিত হয় অব্যক্ত কথায়।
যে হৃদয় শুনবার, না বললেও
সে হৃদয় ঠিকই শুনতে পায়।



৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: অব্যক্ত কথা নিয়ে লেখা চারটে লাইন খুব সুন্দর হয়েছে। আমাদের সবার মনেই একজন অন্তরতম কবি বাস করেন। যারা ভাবতে জানেন, অন্তরের সেই কবি তাদের ভাবনায় সাড়া দিয়ে থাকেন।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫১

রানার ব্লগ বলেছেন: কবর ঘর নয় গো নীরব
কান পেতে ওই শোন।
লক্ষ কথার আহাজারী
বইছে সেথা জেনো।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। কবিতাটির সাথে খুবই প্রাসঙ্গিক।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: মরার পরে নাম থাকে না
সবার নামই লাশ
সম্পদ কারো সঙ্গে যায় না
হোক না যতই ত্রাস।

আপনার কবিতা খুবই ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই

৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

শেরজা তপন বলেছেন: এসব কবিতা পড়লে বুকের মধ্যে কাঁপন ধরে! :(

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: তাই নাকি?
আপনার কাঁপুনি দেখছি পরের মন্তব্যটিতেও সংক্রমিত হয়েছে! :)

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩১

করুণাধারা বলেছেন: হায় আল্লাহ! এ যে ভয়ঙ্কর বাণীর কবিতা! :|

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনার কাছেও ভয়ঙ্কর মনে হলো?
মৃত্যুর পর সকলের চক্ষু, জবান (জিহ্বা)সহ সকল অঙ্গ প্রত্যঙ্গ অচল/স্থির হয়ে যায়। যে জিহ্বার ডগায় তার অনেক কথা ঝুলে থাকতো কাউকে বলার উদ্দেশ্যে, সে কথাগুলো চিরতরে জিহ্বাতেই আটকে থাকবে। সেসব না বলা কথা নিয়েই সে অন্ধকার ক্ববরে শুয়ে থাকবে, স্রষ্টার পরবর্তী আদেশ না আসা পর্যন্ত। স্রেফ এটুকুই বলতে চেয়েছিলাম।
আমাদের প্রিয়জন যারা গতায়ু হয়েছেন, তারাও হয়তো শেষ সময়ে আমাদেরকে স্মরণ করে কিছু বলতে চেয়েছিলেন, যা তারা বলে যেতে পারেন নি! সে কথাটি ভাবলেও মন খুব খারাপ হয়ে যায়।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,



জীবনের চিরন্তন সত্যটি নিয়ে রচিত সুললিত একটি কবিতা। ছন্দের দোলায় দোলায়িত।
কেউ জানেনা, অনেক কথার ঢেউ বুকে চেপেই একদিন চিরতরে মাটির গভীরে হারিয়ে যেতে হয়.......

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

খায়রুল আহসান বলেছেন: "জীবনের চিরন্তন সত্যটি নিয়ে রচিত সুললিত একটি কবিতা" - মন্তব্যে (এবং প্লাসেও তো অবশ্যই) অনেক অনুপ্রাণিত হলাম।

"কেউ জানেনা, অনেক কথার ঢেউ বুকে চেপেই একদিন চিরতরে মাটির গভীরে হারিয়ে যেতে হয়......."- জ্বী, সেটাই। সে ভাবনা থেকেই এ কবিতার উৎপত্তি।

অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা। হ্যাপী নিউ ইয়ার ২০২৪
পুরো বছরটা জুড়ে মনের আনন্দে ও সুস্বাস্থ্যে থাকুন, সপরিবারে।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

জাহিদ অনিক বলেছেন: মানুষের অনেক কথা থাকে, থেকেই যায়। বলতে পারে না।
অনেক জড়তা থাকে, উপযুক্ত মানুষ না থাকার জড়তা। উপযুক্ত শব্দের অভাব, আবার সময়ের অভাব।
কথা বলতে না পারার দুঃখ না থাকলে - আমাদের অনেক দুঃখ কমে যেতো। দুঃখ কমে গেলে আমাদের আত্মা কম পবিত্র হতো।

এসব অভাবই মানুষকে আরও যেন কথা বলতে বেশি উন্মুখ করে তোলে। কবিতা ভালো লেগেছে প্রিয় কবি।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: "মানুষের অনেক কথা থাকে, থেকেই যায়। বলতে পারে না" - জ্বী, এবং সেটা শেষ পর্যন্ত থেকেই যাবে, কমবেশি সবার ক্ষেত্রে।
দুঃখ কমে গেলে আমাদের আত্মা কম পবিত্র হতো - খুবই চমৎকার বলেছেন কথাটা। খুব ভালো লাগল।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। প্লাসে প্রাণিত।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

কালো যাদুকর বলেছেন: কেন এই কবিতা?

কিছু কথা থেকে যায়, বলা হয়ে উঠে না, বলা হয় না। কিছু কথা থাকে , না বলার জন্যে। কিছু কথা থাকে ভুলে যাওয়ার জন্যেও।

কবিতা ভাল লেগেছে স্যার।

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: আপনার এ কথাগুলোও বড় কাব্যিক, এবং সত্যও বটে।
কবিতা পাঠের পর আপনার সুচিন্তিত ভাবনাগুলো এখানে উল্লেখ করে যাবার জন্য ধন্যবাদ। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত ও প্রাণিত হলাম।
হ্যাপী নিউ ইয়ার! ২০২৪ আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দ ও কল্যাণ বয়ে আনুক!

২১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৪

করুণাধারা বলেছেন: জীবন যখন তার নানা সম্ভার নিয়ে বসে আছে, তখন আমি তার থেকে কী আহরণ করতে পারি তাই নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি। সারাদিনে মরণের কথা ভাবার সময়ই তো পাই না। আপনি মনে করিয়ে দিলেন জীবনের সবচেয়ে বড় সত্যের কথা... পরিচিতর গন্ডি ছেড়ে অপরিচিত সে জীবনের কথা!! সেই অপরিচিতকেই হয়তো মনে হয়েছে ভয়ঙ্কর!

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

খায়রুল আহসান বলেছেন: বুঝলাম।
ভালো।

২২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

সোনালি কাবিন বলেছেন: বাহ! কী সুন্দর!

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা। মন্তব্যে ও প্লাসে প্রীত ও প্রাণিত।
হ্যাপী নিউ ইয়ার ২০২৪

২৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: শাশ্বত নিয়তি। দীর্ঘশ্বাসেরই জীবন। কবিতা ভালো লেগেছে++
শুভেচ্ছা স্যার আপনাকে।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্যে ও প্লাসে প্রীত ও প্রাণিত হলাম। অনেক ধন্যবাদ।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯

ডঃ এম এ আলী বলেছেন:




আশা করি আল্লার রহমতে ভাল আছেন ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল ।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ! জ্বী, ভালো আছি।
আপনার জন্যেও নববর্ষের অনেক শুভেচ্ছা! হ্যাপী নিউ ইয়ার ২০২৪!
পুরো বছরটা জুড়ে মনের আনন্দে ও সুস্বাস্থ্যে থাকুন, সপরিবারে।

২৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৪

সোহানী বলেছেন: লিখা কই?? অনেকদিন হলো নতুন লিকা দিচ্ছেন না!!!!!!!!!!!

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: এই তো দিলাম একটা পোস্ট, এইমাত্র।

২৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০০

এম ডি মুসা বলেছেন: চমৎকার ছিলো

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭| ৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩২

এম ডি মুসা বলেছেন: আপনার নতুন কোন পোস্ট নেই কেন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আর নতুন কিছু লিখতে ইচ্ছে হচ্ছে না। আপাততঃ আমার পুরনো ৬৯৪টি পোস্ট থেকেই না হয় একটা পড়ে যান।
প্রশ্নের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.