নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশের ছাত্রসমাজ সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার বৈষম্যবিহীন সংস্কারের দাবীতে আন্দোলন শুরু করে এবং অচিরেই সে আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ১৬ জুলাই তারিখে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিরস্ত্র আবু সাঈদকে বিনা প্ররোচনায় মাত্র এক-দেড়শত গজ দূরত্ব থেকে পুলিশ সামনাসামনি বুকে পরপর তিন/চারটি গুলি করে হত্যা করে। এই দৃশ্যের ভিডিওচিত্র দেখে গোটা দেশ ক্ষোভে ও উষ্মায় স্তব্ধ, কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় এবং এই বর্বরতার বিরুদ্ধে দেশের শাসক এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। বস্তুতঃ সেদিন থেকেই কোটা সংস্কার আন্দোলন পরোক্ষভাবে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয় এবং এ ডাকে ধীরে ধীরে আপামোর জনতা সাড়া দিতে শুরু করে। আন্দোলন যতই বেগবান হয়, শাসকের প্রতিক্রিয়াও ততই নির্মম হতে থাকে। এরূপ একটি অসহনীয় পরিস্থিতিতে মনের ভেতর তোলপাড় শুরু হয়। এই চাপা আবেগ থেকে কয়েকটি কবিতা লিখেছিলাম জুলাই মাসের শেষার্ধ থেকে অগাস্ট মাসের প্রথম কয়েকটি দিনে। এগুলোই আগামী কয়েকটি দিনে ব্লগে প্রকাশ করবো “জুলাই এর পংক্তিমালা” শিরোনামে, সিরিজ আকারে। আজ প্রকাশিত হলো সিরিজের প্রথম কবিতাটি, ‘অপেক্ষায়’ …..।
অপেক্ষায়…
ঘন অরণ্যে দিনের আলোতেও আঁধার পুরোপুরি তিরোহিত হয় না।
মনে হচ্ছে গত সাতটি দিন ধরে এমনই এক অরণ্যে হেঁটে চলেছি।
আলো নেই, শ্বাপদ সংকুল পরিবেশ। পাখির কাকলি নেই, আছে শুধু
শবের অপেক্ষায় বসে থাকা অলক্ষুনে এক শকুনির কর্ণভেদী ডাক।
এ অরণ্যের যেন শেষ নেই, পথ চলারও নেই। পথের ক্লান্তি শুধুই দেহের,
চোখে সে ক্লান্তি নিদ্রা নামাতে পারে না। তন্দ্রা কেবলই আসে আর যায়।
সন্ধ্যার বনে খুঁজে চলেছি প্রত্যুষের আলো। আরেকটি নতুন প্রভাতের।
আরেকটি অরুণোদয়ের, তরুণের রক্তে যে অরুণ রক্তিম। অপেক্ষায়…
২১ জুলাই ২০২৪
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৬
খায়রুল আহসান বলেছেন: "উদ্ভাসিত সকাল আসবেই" - এসেছে ইতোমধ্যে। তবে, আপাততঃ আকাশটাকে খানিক কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে।
প্রথম মন্তব্য এবং প্রথম 'লাইক' এর জন্য অশেষ ধন্যবাদ।
২| ০৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩০
মেঠোপথ২৩ বলেছেন: কোন একটা পোস্টে দেখেছিলাম আপনি এক্স সেনা কর্মকর্তা। বর্তমানে আর্মির ভুমিকা ধোয়াশা। সেনাপ্রধান জনগনের সাথে থাকার বিবৃতি দেবার পর সবাই স্বস্তির নিঃশাষ ফেলেছিল। কিন্ত গতকাল আর্মিকে জনগনের পাশে দেখা যায়নি। এই অবস্থায় আপনারা যারা এক্স অফিসার তাদের উপড় জনগনের অনেক আশা। আপনাদেরতো আর চেইন অভ কমান্ডের মাঝে নেই। আপনারা দেশের এই পরিস্থিতিতে একটা দৃঢ় ভুমিকা রাখুন । ছাত্রদের আশার আলো দেখান।
২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৩৬
খায়রুল আহসান বলেছেন: স্বাভাবিকভাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অনেকেই আজ বয়স্ক। তবুও তাদের অনেকেই চেষ্টা করেছেন, সাধ্যমত তাদের অবদান রাখতে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: নতুন প্রভাত আসুক। শান্তি কামী মানুষের জয় হোক।
২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: নতুন প্রভাত এসে গেছে; কিন্তু শান্তিকামী মানুষের জয় কতটা হলো তা ভবিতব্য বলে দিবে।
৪| ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৫
কামাল১৮ বলেছেন: প্রাক্তন সৈনিকদের সাথে আপনি কি রাস্তায় নেমে ছিলেন।
২৪ শে আগস্ট, ২০২৪ রাত ২:৫৬
খায়রুল আহসান বলেছেন: না।
৫| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০১
আমি সাজিদ বলেছেন: নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।
আমার পোস্টে করা আপনার মূল্যবান মন্তব্যের প্রতিউত্তর আমি সময়মতো দিতে পারি নাই বলে আন্তরিক ভাবে দুঃখিত।
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: নতুন বাংলাদেশের অভ্যুদ্যয় ইতোমধ্যে ঘটে গেছে; তবে জানিনা সেটা আপনার স্বপ্ন কতটা পূরণ করতে পারবে।
এই নতুন বাংলাদেশ নিয়ে আজই একটা নতুন কবিতা ব্লগে প্রকাশ করেছি। আশাকরি, পড়ে দেখবেন।
আপনার পোস্টে আমার মন্তব্যের প্রতিউত্তর আপনি সময়মতো দিতে পারেন নাই, তাতে মোটেই আমি মনঃক্ষুন্ন হই নি। আপনি একজন ব্যস্ত চিকিৎসক। এত কিছু করেও যে আপনি এখনও ব্লগে মাঝে মাঝে আসেন এবং মন্তব্য করে যান, এতেই আমি খুশি।
ভালো থাকুন, শুভকামনা...
৬| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৮
ক্লোন রাফা বলেছেন: প্রতিক্ষার কি শুরু না শেষ হলো ⁉️নতুন প্রভাতের, প্রত্যাশা কি আপনার⁉️
বাংলাদেশের কি অর্জন হবে জানিনা তবে মোড়লদের মিশন আপাতঃত সাক্সেসফুল। সামনে সবকিছু ধূসর মনে হোচ্ছে আমার।
ধন্যবাদ॥
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: "সামনে সবকিছু ধূসর মনে হোচ্ছে আমার" - সন্দেহ আর হতাশার অবকাশ তো কিছুটা রয়েছেই। তবে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ থাকলে আশারও অনেক কিছু আছে। জনতার শক্তি সম্বন্ধে আমরা বহুকাল বিস্মৃত হয়ে ছিলাম।
দেখা যাক, সময়মত ভবিতব্য সবকিছু বলে দিবে।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:২৩
করুণাধারা বলেছেন: অধীর অপেক্ষায় অরুণোদয়ের আছি। উদ্ভাসিত সকাল আসবেই।