নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

নয় বছর সাত দিন (নবম বর্ষপূর্তি পোস্ট)

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩২

এ ব্লগে আমার প্রথম পোস্টটি প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, রাত ১১টা ২৬ মিনিটে। তারপর, ২০১৬ সাল থেকে আমি নিয়মিতভাবে বর্ষপূর্তির এই দিনটিকে স্মরণ করে পোস্ট লিখে এসেছি। তবে বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমছে, সেজন্য গত দুই বছর দিনটিকে সঠিক সময়ে স্মরণ করতে পারি নি, কয়েক দিন দেরিতে বর্ষপূর্তির পোস্ট লিখেছি। বলা চলে, এ বছরের জুলাই মাস থেকে আমি ব্লগে পোস্ট দেয়ার উৎসাহ হারিয়ে ফেলেছি। কারণ বিবিধ। তাই ব্লগে লগ-ইন করা হয় কম। মাঝে মাঝে করলেও তা হয় ক্ষণিকের তরে। আজ লগ-ইন করে আমার ব্লগ পরিসংখ্যান দেখলাম নিম্নরূপঃ

পোস্ট করেছি: ৭১১টি
মন্তব্য করেছি: ৩০৩৯৮টি
মন্তব্য পেয়েছি: ২৬২২৩টি
ব্লগ লিখেছি: ৯ বছর ১ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৩২৭ জন

অর্থাৎ, আগের বছরগুলোর তুলনায় আমার ব্লগিং কার্যক্রম অনেকটা শ্লথ হয়ে এসেছে। আপনারা যারা আমার বর্ষপূর্তির পোস্টগুলো আগে পড়েছেন, তারা জানেন যে আমি বর্ষপূর্তির পোস্টে আমার লেখালেখির কিছু পরিসংখ্যান নিয়ে আত্মবিশ্লেষণ করতে ভালোবাসি। কিন্তু এবারে তা করছি না। এবারে শুধু আমার ব্লগপাতা থেকে এ মুহূর্তের পরিসংখ্যানটুকু তুলে রাখলাম। তবে আগ্রহ ফিরে পেলে এ পোস্টকে সম্পাদনা করে আগের ন্যায় কিছু পরিসংখ্যান তুলে ধরার ইচ্ছে রাখি।

আজ নবম বর্ষপূর্তির এই পোস্টে আমি ব্লগ প্রতিষ্ঠাতা, প্রশাসক, মৌন ও সক্রিয় সকল পাঠক, লেখক, পর্যবেক্ষকের প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সপরিবারে, সুস্বাস্থ্যে!


ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৪

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



৯ বছরের ব্লগিং ও "নতুন" বাংলাদেশের অভিনন্দন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪১

শায়মা বলেছেন: অনেক ভালোবাসা ভাইয়া।

আরও অনেকদিন লেখো এইখানে।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নবম বর্ষপূর্তিতে আপনাকে জানাই অভিনন্দন। সবসময় আপনাকে পেতে চাই কোন কবিতা কিংবা ভ্রমণ কথাতে।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০০

আরইউ বলেছেন:



অনেক অনেক শুভকামনা, খায়রুল!
ভালো থাকুন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৪

আঁধারের যুবরাজ বলেছেন: অভিনন্দন,ভালো থাকুন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



আপনি এরশাদ ও বেগম জিয়ার সময় বড় চাকুরী করেছেন; সেই সময়ের দেশের মানুষের অবস্হা নিয়ে, শিক্ষা নিয়ে ও মিলিটারীর শাসন নিয়ে আপনার অভিজ্ঞতা লিখবেন; আপনার ভ্রমণ কাহিনীগুলো আসলে ভ্রমণ কাহিনী হয় না, বোরিং বর্ণনা হয়।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে ৯ বছর ৭ দিন পূর্ণ হওয়ায় অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা রইল স্যার।

সাহিত্য গুণসম্পন্ন লেখালেখি, মন্তব্য-মিথোস্ক্রিয়া, সদাচারণ দ্বারা আপনি ব্লগারদের মন জয় করে চলেছেন এবং সর্বকালের সেরা ব্লগারদের তালিকায় নিজের স্থান পোক্ত করেছেন। ব্লগারগণ আপনাকে একজন ভালো ব্লগার হিসাবে স্মরণ করবেন। আপনার বর্তমান চেষ্টা অব্যাহত থাক, ব্লগীয় সম্পৃক্ততা আরো বৃদ্ধি হোক, এই কামনা করি।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪১

জনারণ্যে একজন বলেছেন: বেশ অনেকটা বছর পার হয়ে এসেছেন, আপনাকে অভিনন্দন @ খাইরুল।

বেশ কোমল একটা ভাব আছে আপনার লেখাতে, পড়তে ভালো লাগে। ভবিষ্যতে আরো অনেক অনেক লেখা আমাদের সাথে শেয়ার করবেন, প্রত্যাশা রইলো।

ভালো থাকবেন।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১১

জনারণ্যে একজন বলেছেন: @ খাইরুল, দুঃখিত পোস্ট বহির্ভূত মন্তব্যের জন্য।

@ সোনাগাজী - ঠিক নিশ্চিত নই, এখানে আপনার কাজের ধরণ কেমন ছিল। যদি ওয়ালমার্ট কিংবা গ্যাস স্টেশনে কাজ করে থাকেন, তবে ঠিক আছে। কিন্তু নির্বোধের মতো প্রশ্ন করে অন্যদের কাছে নিজেকে হাস্যস্পদ প্রমান করার মধ্যে মনে হয়না কোনো গর্ব আছে।

পেশাগত কারণে অনেকেরই কিছু লিমিটেশন থাকে। চাইলেও কিছু কিছু অভিজ্ঞতা শেয়ার করা যায় না। যতটুকু যায়, খুবই ডিপ্লোম্যাটিকালি।

এনিওয়েজ, দাবি করেন এই দেশে আছেন অনেকদিন ধরে। জানার তো কথা, এই দেশের কিছু কাজেও সি*#কিউ&রি@@টি ক্লি%য়া?>রে$%ন্স লাগে, রাইট? সেক্ষেত্রে লিমিটেশন কতটুকু জানেন?

নিজেকে বিরক্তিকর মূর্খ প্রমান করার জন্য ওনাকে বার বার একই অনুরোধ করে বিব্রত করার কোনো প্রয়োজন নেই।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: নবম বর্ষপূর্তিতে আপনাকে অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.