নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ উপশম

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২১

কবি নির্বাক থাকতে চেয়েছিলেন।
বুকে ব্যথার পাহাড় বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন,
তবুও কবির কখনো কোন অভিযোগ ছিল না।
হঠাৎ সে পাহাড় থেকে একটি ঝর্নার প্রস্রবণ
উৎসারিত হয়ে কবির দুচোখ প্লাবিত করলো।
কবির দুচোখ ফুলে উঠলেও বুক খালি হলো।
কবি এবারে সবাক হলেন, তার বুক থেকে
নেমে আসা ঝর্নাটা কলমে ঠাঁই পেলো!


ঢাকা
১৬ জানুয়ারী ২০২৫

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভব

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বুক থেকে নেমে আসা ঝর্ণা কলমে ঠাঁই পেলে ভালো কবিতা হয়।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ঠিক বলেছেন। বেদনা সকল সৃষ্টির অনুষঙ্গ, বিনাশেরও।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৬

নজসু বলেছেন:


অনেকদিন পর।
ছোট্ট কিন্তু অর্থবহ সুন্দর।
ভালো থাকবেন প্রিয় ভাই।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম, 'লাইক' এ প্রীত।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মনোরম লিখা
ভালো লাগলো ভাইজান।
আপনাকে আগের মত পাই না এখানে

১৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং 'লাইক' এর জন্য অনেক ধন্যবাদ।
নানাবিধ ব্যস্ততায় এবং চাপের মধ্যে থাকায় নিয়মিত এখানে আসতে পারিনি, তবে চেষ্টা করে যাচ্ছি যতটা নিয়মিত থাকা যায়, থাকতে।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৩

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা পড়ে ভাল লাগলো

১৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ার জন্য এবং মন্তব্যের জন্য।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

জটিল ভাই বলেছেন:
সাধারণ হয়নি প্রিয় ভাই ♥♥♥

১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: সাধারণ হয়নি মানে কি জটিল হয়েছে?

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে কাব্য সৃষ্টির রেসিপির চমৎকার বর্নন।

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ।
অনেকদিন পর আপনার দেখা পাওয়া গেল।
আশাকরি ভালো আছেন।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫১

করুণাধারা বলেছেন: উপমার দিয়ে সাজানো চমৎকার একটি কবিতা! অবশ্যই, ব্যথার পাহাড়ের বুক চিরে শান্তির প্রস্রবণ নেমে আসে।

১৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার উপলব্ধিটুকু এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ। 'লাইক' এ প্রাণিত।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০১

ঢাকার লোক বলেছেন: সুন্দর, অনবদ্য ! অল্প কথা কিন্তু অনেক বলা !!

১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
"অল্প কথা কিন্তু অনেক বলা !!" - জ্বী, আমার কবিতাগুলো সাধারণতঃ ৮-১২ লাইনের মধ্যেই লেখা হয়ে থাকে। এর মধ্যেই যা বলার তা বলে ফেলি।
যে কোন সৃষ্টির পেছনে বেদনা থাকে, বিনাশেরও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.