নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

‘সামু’র এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি

০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৩

হে কর্মবীর,
তোমার নিরলস লেখনী করেছে এ ব্লগকে সমৃদ্ধ।
তোমার মৌলিক ভাবনা, নিরন্তর গভীর গবেষণা
ব্লগের বহু পাঠককে করেছে উদ্বেলিত ও মুগ্ধ।

আজ ‘লিখতে না পারার যন্ত্রণা’য় কি কাতর তুমি!
যেমন অব্যক্ত ব্যথায় কাতর থাকে নিষ্ফলা ভূমি।
নীরবতা আর নিষ্ক্রিয়তা আজ আচ্ছন্ন করে তোমায়
অন্য বিবিধ ভাবনাসহ ‘মহাপ্রয়াণ ভাবনা’য়!

তুমি বলেছো, তোমার লেখনি আজ ‘প্রায় অস্তাচল’,
তাই তুমি সকাতরে দিয়েছো ডাক ভালোবাসায় বিরল,
‘সামু’র বিদগ্ধ লেখককূল যেন ‘সামু’র পাতায়
‘মানবিক সমাজ’ গঠনে ব্রতী হয় অপার্থিব মায়ায়!

হে ক্লান্ত কলমযোদ্ধা,
অলস কলম নিয়ে তোমার এ যাতনা আমি বুঝি,
কারণ একই পীড়ায় পীড়িত, আমিও নিরন্তর যুঝি,
ক্ষীয়মান মনন আর নিষ্ক্রিয় কলমের জরায় ভুগি।


ঢাকা
০৩ অগাস্ট ২০২৫

(আজ সকালে ‘সামু’র উজ্জ্বল নক্ষত্র ডঃ এম এ আলী কর্তৃক "সকল সম্মানিত সামু ব্লগারদের প্রতি ডাক" শিরোনামে প্রকাশিত কবিতাটি আমাকে স্পর্শ করেছে। তারই ফলস্বরূপ এই বিদগ্ধ গবেষক, লেখক ও কবি'র প্রতি আমার এ তাৎক্ষণিক, যৎসামান্য নিবেদন।)

মন্তব্য ৫২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে লিখার শক্তি দান করুন। ভাইজান ভালো লাগলো কবিতা

০৩ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আশাকরি উনি আবার ব্লগিং এ তার স্বাভাবিক গতি ও মান ফিরে পাবেন। তার আলোচ্য কবিতাটি খুবই আবেদনময়।

২| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৩

এইচ এন নার্গিস বলেছেন: তিনি আমার একজন প্রেরণা দানকারী মহামানব। তাঁর কি হয়েছে ? জানতে পারি কি?

০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: উনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। এর মাঝেও মাঝে মাঝে এসে ব্লগিং করতেন।

৩| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ডাঃ আলীকে উৎসর্গ করে কবিতটি ভালো লেগেছে।
আপনাদের সৃষ্টিশীলতা, সরল সুন্দর ভাবনা পাঠকদের করেছে মুগ্ধ
আর সামুকে করছে সমৃদ্ধ।

সহ ব্লগারের প্রতি সম্মান, অনুপ্রেরণা ও দায়িত্বশীল আচরণের প্রতি
শ্রদ্ধা জানাই। এই বন্ধন অটুট থাকুক। ভালো থাকবেন।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। ব্লগে যখন লেখার খরা চলছে, পাঠকের কাছ থেকে এ ধরণের প্রেরণাদায়ক মন্তব্য নিশ্চয়ই সব লেখকদেরকে প্রেরণা যোগাবে আরও নিয়মিতভাবে লেখার জন্য।
অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এ উদার পর্যবেক্ষণ এবং মূল্যায়নের জন্য।

৪| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৫

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি পড়ে আমিও আপ্লুত হলাম!
শব্দ চয়ন যথার্থ হয়েছে। আমার ভাল লাগা রইল কবিতায়।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে আমিও অনেক প্রীত ও প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

৫| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:২২

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ২:২১

নতুন নকিব বলেছেন:



যথার্থ নিবেদন করেছেন। সত্যিই হৃদয় ছোঁয়া।

এটা শুধু একটি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং গৌরবময় এবং ক্লান্ত শ্রান্ত এক কলম সৈনিকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা আবেগপূর্ণ কথামালা—যার প্রতিটি শব্দে আছে কৃতজ্ঞতা, সহমর্মিতা আর ভ্রাতৃত্ববোধ।

লেখকের প্রতি এমন সম্মান আজকাল খুব কমই দেখা যায়, আর সেই সম্মান যখন আসে আরেকজন বিদগ্ধ যোদ্ধা-সুলেখক এবং কবিবরের কাছ থেকে, তখন তা হয়ে ওঠে আরও গভীর, আরও অনির্বচনীয়।

মন থেকে সালাম ও কৃতজ্ঞতা—আপনার এ অনুভূতিপূর্ণ নিবেদনের জন্য।

আপনাদের উভয়কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা সুস্বাস্থ্যে দীর্ঘজীবী করুন—এটাই প্রার্থনা।

০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ৮:২১

খায়রুল আহসান বলেছেন: আমীন!
আপনার গভীর পর্যবেক্ষণ এবং উদার মূল্যানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
যাকে নিয়ে এ কবিতাটি লিখেছি, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে তিনি এক সময়ে নিয়মিতভাবে এ ব্লগে লিখতেন এবং তার অনেক মূল্যবান পোস্ট এ ব্লগকে সমৃদ্ধ করেছে।

৭| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৭

জুল ভার্ন বলেছেন: চমৎকার নিবেদন!
আল্লাহ রাব্বুল আল আমীন ডা: আলী ভাইকে এবং আপনাকে নেক হায়াত দরাজ করুন।

০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে প্রীত ও প্রাণিত।

৮| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫১

নজসু বলেছেন:



আপনাদের মতো ব্লগারদের প্রচণ্ড ভালোবাসি।

০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ আন্তরিক ভালোবাসা প্রকাশের জন্য।

৯| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫২

সুলাইমান হোসেন বলেছেন: ড.আলীর কিছু লেখা পড়েছি,তিনি বিস্ময়কর ধৈর্যশীল একজন ব্লগার

০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: নিঃসন্দেহে।

১০| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:২২

শায়মা বলেছেন: ভাইয়ার জন্য মন থেকে ভালোবাসা শ্রদ্ধা আর শুভকামনা....

০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। উনি তিনটাই ডিজার্ভ করেন।

১১| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:৫৫

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,



কবিতায় ভালো লাগা। আপনাকে দেখেও ভালো লাগছে।

ডঃ এম,আলী আর আপনার মতো আমরা অনেকেই নিষ্ক্রিয় কলমের যন্ত্রনা আর ভাবনার জড়ায় ভুগছি মনে হয়!

শুভ কামনায়......

০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ভালোলাগা প্রকাশে প্রীত হ'লাম।
"নিষ্ক্রিয় কলমের যন্ত্রনা" যারা অনুভব করেন, তারা এ কবিতাটির এবং যে কবিতাটি পাঠ করার পর এ কবিতার জন্ম হলো, উভয়টির মর্মবাণী সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন।

১২| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




কারেকশন- জরা :((

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: জ্বী, বুঝে নিয়েছি।

১৩| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৯:০৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখনীর মত, আমাদের শ্রদ্ধা শুভ কামনা সতত ডঃ আলী ভাইয়ের জন্য।

০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: উনি আপন গুণে অধিকাংশ ব্লগারের মনে ঠাঁই করে নিয়েছেন। কাজেই উনি আপন গুণেই তাদের শ্রদ্ধা ও শুভ কামনা ডিজার্ভ করেন।

১৪| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতার প্রতি ভালোলাগা জানবেন স্যার। পারস্পপারিক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসায় আমাদের সবার জীবন আরো সুন্দর হোক, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫০

খায়রুল আহসান বলেছেন: "পারস্পরিক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসায় আমাদের সবার জীবন আরো সুন্দর হোক, এটাই প্রত্যাশা করি" - আপনার প্রত্যাশাটা খুব সুন্দর এবং ইতিবাচক। ধন্যবাদ, এমন সুন্দর একটি প্রত্যাশা প্রকাশের জন্য।

১৫| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা ভালো লাগল।

০৬ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: তাই? ধন্যবাদ জানবেন।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১২:১৮

সামিয়া বলেছেন: অনবদ্য অনুভূতিপূর্ণ ও গভীর কবিতা সত্যিই মন ছুঁয়ে যায়। শব্দচয়ন আবেগের অসাধারণ প্রকাশ,
আপনাদের দুজনের জন্যই শুভকামনা রইলো।

০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এত উদারভাবে কবিতাটির প্রশংসা করে যাবার জন্যে।
আপনার জন্যেও শুভকামনা....

১৭| ০৪ ঠা আগস্ট, ২০২৫ ভোর ৪:২১

ডঃ এম এ আলী বলেছেন:


এই অসাধারণ কবিতার প্রতিটি পঙ্‌ক্তি যেন আমার ক্লান্ত কলমের প্রতি এক অনুপম শ্রদ্ধাঞ্জলি।
আপনার আন্তরিক অনুভব, সহমর্মিতা ও শ্রদ্ধাঞ্জলি আমাকে আপ্লুত করেছে।

"হে ক্লান্ত কলমযোদ্ধা"এই সম্বোধনে আপনি শুধু আমারই নয়, প্রতিটি মননশীল যোদ্ধার নির্জন লড়াইকেও
ভাষা দিয়েছেন।
আমার যন্ত্রণার পাশে আপনি যে দাড়িয়ে আছেন, সে অনুভবেই নতুন করে কলম ধরতে ইচ্ছে জাগে।
আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও অকুণ্ঠ ভালোবাসা জানাই।
এই মুল্যবান কবিতাটিকে প্রিয়তে রেখে দিয়েছি ।

শুভকামনা রইল

০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনার এই মন্তব্যটাও আমাকে আপ্লুত করেছে।
আপনার কলম দিয়ে আগের মত ঝর্নাধারা পুনরায় প্রবাহিত হোক, এই শুভকামনা সব সময়ের জন্য।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

ডঃ এম এ আলী ঝামেলাবিহীণ মানুষ। কম লিখেন। বেছে বেছে মন্তব্য করেন। তবে উনি কখনও ব্লগারদের বিপদে এগিয়ে আসেন না। কোনো ব্লগারদের পক্ষে কিছু বলেননি। যেমন চাঁদগাজীকে শান্তিতে ব্লগিং করতে দেওয়া হচ্ছে না। চাঁদগাজী একজন গ্রেট ব্লগার। সামুতে চাঁদগাজী যে পরিমান সময় দিয়েছেন, এরকম সময় আর কোনো ব্লগার দেননি। জনাব এম আলী কখনও ব্লগারদের জন্য কিছু বলেননি। এক কথায় প্রতিবাদ করেননি।

০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: পোস্ট বহির্ভূত কোন অবান্তর প্রসঙ্গ এখানে টেনে আনা নিরর্থক।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১২:১২

মৌরি হক দোলা বলেছেন: ড. এম এ আলী'র প্রতি লেখা আপনার এ কবিতাটি ব্লগীয় সম্প্রীতির এ দারুণ দৃষ্টান্ত। থেমে, না থেমে- এভাবেই চলতে থাকুক সকলের ব্লগযাত্রা।

০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: থেমে, না থেমে- এভাবেই চলতে থাকুক সকলের ব্লগযাত্রা - এ শুভকামনায় সামিল হ'লাম।
প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ।

২০| ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৪:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ড. এম এ আলী একজন ধৈর্য্যশীল মানুষ।

০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, একমত।

২১| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১০:০৯

গেঁয়ো ভূত বলেছেন: আপনাদের দুজনের সুস্বাস্থ্য কামনা করি এবং দুজনের প্রতিই অনেক অনেক ভালোবাসা, শুভকামনা ও কৃতজ্ঞতা।

০৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভেচ্ছা।
এত সুন্দর শুভকামনার জন্য কৃতজ্ঞতা।

২২| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক গুণীর প্রতি আরেক গুণীর শ্রদ্ধাঞ্জলি।
চমৎকার ।

০৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: আরেক গুণী ব্যক্তির কাছ থেকে এত সুন্দর একটি মন্তব্য পেয়ে ভীষণ প্রীত হ'লাম। ধন্যবাদ।

২৩| ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ২:০৯

কামাল১৮ বলেছেন: আবার কবে কানাডায় আসবেন।কবিতা বুঝিনা তাই পড়িও না।

০৮ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: এ বছরে আর বাইরে কোথাও যাওয়া হচ্চছে না। আগামী বছরে হয়তো যেতে পারি, সবকিছু ঠিকঠাক থাকলে। ।

২৪| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৫

বিজন রয় বলেছেন: তিনি একজন জিনিয়াস! মাষ্টার।

১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: জ্বী, অবশ্যই।
তা না হলে কি আজ এই কবিতা পাঠকের খরার যুগে তাকে নিয়ে লেখা আমার এ কবিতাটি ৫০০ বার পঠিত হয় এবং এতে ১৯টা 'লাইক' পড়ে? যেখানে একটা কবিতায়, তা যতই ভালো হউক না কেন, ১০ টি 'লাইক' এবং ২০০ বার ক্লিক পাওয়াই বেশ একটা কঠিন ব্যাপার। যারা ওনাকে জানেন এবং ভালোবাসেন, তারা এই কবিতায় এসে 'লাইক' দিয়ে গেছেন। এতে আমার কোন কৃতিত্ব নেই।

২৫| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ১:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনারা দুইজনেই আমার শ্রদ্ধেয় প্রিয় ব্লাগার। আল্লাহ উভয়ের নেক হায়াত দান করুন।

১১ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন। আল্লাহতা'লা আপনাকেও উত্তম বিনিময় দান করুন!

২৬| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৪১

বিজন রয় বলেছেন: ................

তাহলে শুনুন..................


আহমেদ জী এস
খায়রুল আহসান
ডঃ এম এ আলী


.................মাস্টারক্লাস!!

১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

খায়রুল আহসান বলেছেন: শুনলাম। অনেক ধন্যবাদ এমন উচ্চমান মূল্যায়নের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.