![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
হে কর্মবীর,
তোমার নিরলস লেখনী করেছে এ ব্লগকে সমৃদ্ধ।
তোমার মৌলিক ভাবনা, নিরন্তর গভীর গবেষণা
ব্লগের বহু পাঠককে করেছে উদ্বেলিত ও মুগ্ধ।
আজ ‘লিখতে না পারার যন্ত্রণা’য় কি কাতর তুমি!
যেমন অব্যক্ত ব্যথায় কাতর থাকে নিষ্ফলা ভূমি।
নীরবতা আর নিষ্ক্রিয়তা আজ আচ্ছন্ন করে তোমায়
অন্য বিবিধ ভাবনাসহ ‘মহাপ্রয়াণ ভাবনা’য়!
তুমি বলেছো, তোমার লেখনি আজ ‘প্রায় অস্তাচল’,
তাই তুমি সকাতরে দিয়েছো ডাক ভালোবাসায় বিরল,
‘সামু’র বিদগ্ধ লেখককূল যেন ‘সামু’র পাতায়
‘মানবিক সমাজ’ গঠনে ব্রতী হয় অপার্থিব মায়ায়!
হে ক্লান্ত কলমযোদ্ধা,
অলস কলম নিয়ে তোমার এ যাতনা আমি বুঝি,
কারণ একই পীড়ায় পীড়িত, আমিও নিরন্তর যুঝি,
ক্ষীয়মান মনন আর নিষ্ক্রিয় কলমের জরায় ভুগি।
ঢাকা
০৩ অগাস্ট ২০২৫
(আজ সকালে ‘সামু’র উজ্জ্বল নক্ষত্র ডঃ এম এ আলী কর্তৃক "সকল সম্মানিত সামু ব্লগারদের প্রতি ডাক" শিরোনামে প্রকাশিত কবিতাটি আমাকে স্পর্শ করেছে। তারই ফলস্বরূপ এই বিদগ্ধ গবেষক, লেখক ও কবি'র প্রতি আমার এ তাৎক্ষণিক, যৎসামান্য নিবেদন।)
০৩ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আশাকরি উনি আবার ব্লগিং এ তার স্বাভাবিক গতি ও মান ফিরে পাবেন। তার আলোচ্য কবিতাটি খুবই আবেদনময়।
২| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৩
এইচ এন নার্গিস বলেছেন: তিনি আমার একজন প্রেরণা দানকারী মহামানব। তাঁর কি হয়েছে ? জানতে পারি কি?
৩| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: ডাঃ আলীকে উৎসর্গ করে কবিতটি ভালো লেগেছে।
আপনাদের সৃষ্টিশীলতা, সরল সুন্দর ভাবনা পাঠকদের করেছে মুগ্ধ
আর সামুকে করছে সমৃদ্ধ।
সহ ব্লগারের প্রতি সম্মান, অনুপ্রেরণা ও দায়িত্বশীল আচরণের প্রতি
শ্রদ্ধা জানাই। এই বন্ধন অটুট থাকুক। ভালো থাকবেন।
৪| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৫
কাছের-মানুষ বলেছেন: কবিতাটি পড়ে আমিও আপ্লুত হলাম!
শব্দ চয়ন যথার্থ হয়েছে। আমার ভাল লাগা রইল কবিতায়।
৫| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:২২
সৈয়দ কুতুব বলেছেন: দারুণ লিখেছেন।
৬| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ২:২১
নতুন নকিব বলেছেন:
যথার্থ নিবেদন করেছেন। সত্যিই হৃদয় ছোঁয়া।
এটা শুধু একটি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং গৌরবময় এবং ক্লান্ত শ্রান্ত এক কলম সৈনিকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা আবেগপূর্ণ কথামালা—যার প্রতিটি শব্দে আছে কৃতজ্ঞতা, সহমর্মিতা আর ভ্রাতৃত্ববোধ।
লেখকের প্রতি এমন সম্মান আজকাল খুব কমই দেখা যায়, আর সেই সম্মান যখন আসে আরেকজন বিদগ্ধ যোদ্ধা-সুলেখক এবং কবিবরের কাছ থেকে, তখন তা হয়ে ওঠে আরও গভীর, আরও অনির্বচনীয়।
মন থেকে সালাম ও কৃতজ্ঞতা—আপনার এ অনুভূতিপূর্ণ নিবেদনের জন্য।
আপনাদের উভয়কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা সুস্বাস্থ্যে দীর্ঘজীবী করুন—এটাই প্রার্থনা।
৭| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার নিবেদন!
আল্লাহ রাব্বুল আল আমীন ডা: আলী ভাইকে এবং আপনাকে নেক হায়াত দরাজ করুন।
৮| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫১
নজসু বলেছেন:
আপনাদের মতো ব্লগারদের প্রচণ্ড ভালোবাসি।
৯| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫২
সুলাইমান হোসেন বলেছেন: ড.আলীর কিছু লেখা পড়েছি,তিনি বিস্ময়কর ধৈর্যশীল একজন ব্লগার
১০| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:২২
শায়মা বলেছেন: ভাইয়ার জন্য মন থেকে ভালোবাসা শ্রদ্ধা আর শুভকামনা....
১১| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
কবিতায় ভালো লাগা। আপনাকে দেখেও ভালো লাগছে।
ডঃ এম,আলী আর আপনার মতো আমরা অনেকেই নিষ্ক্রিয় কলমের যন্ত্রনা আর ভাবনার জড়ায় ভুগছি মনে হয়!
শুভ কামনায়......
১২| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:৫৬
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
কারেকশন- জরা
১৩| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৯:০৫
মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখনীর মত, আমাদের শ্রদ্ধা শুভ কামনা সতত ডঃ আলী ভাইয়ের জন্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে লিখার শক্তি দান করুন। ভাইজান ভালো লাগলো কবিতা