নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

দূরের হাওয়া

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১০

পিছন ফিরে হাজার বছর খুঁড়ে

মোড়ে মোড়ে পাচ্ছি অধীনতা,

হঠাৎ কিছু মুক্তি মেখে মেখে

ঝলক মারে পলক স্বাধীনত।

অলিগলি,রাস্তা মাঠেঘাটে

লেপ্টে আছে দূর বিদেশী ছায়া...

রক্তঘেঁটে মিলছে যেসব ছবি

দেখছি তাতে আঁকা বিদেশ-মায়া !

সাগরটাগর হারমানিয়ে দিয়ে

রক্তসাগর গড়েছিলাম যেদিন

সেই সাগরের রক্তেভেজা দ্বীপে

রক্তনিশান উড়েছিলো সেদিন।

স্বাধীনতা মন্ত্র হয়ে হয়ে

বুকের ভেতর বৃক্ষমেলা বসে;

বর্ষা বানের নদীর বিলের পানি

মৃত্যুখেয়ে যাচ্ছে খসে খসে

পানিবিহন বৃক্ষমেলাগুলো

তৃষ্ণাখেয়ে হচ্ছে পক্ককেশী।

স্বভাবমতো দূরের দিকে চেয়ে

মনগুলোতে নেই যে রেশারেশি।

দীঘলকালো মেঘ ছড়িয়ে দিয়ে

মন রাঙিয়ে চক্র হতো ফুলে;

কেশবতী কন্যা দেখে দেখে

সব কবিরা কাব্য যেতো ভুলে !

দূরের হাওয়া মন দখলে নিতেই

কেশবতীর কেশ গিয়েছে উড়ে !

মুখজুড়ে যে কোমলতা ছিলো

সেটাও এখন দিচ্ছে ফেলে ছুঁড়ে !

অঙ্গশোভা রূপ ছড়িয়ে যেতো

অঙ্গেমেখে নানা রঙের শাড়ি

পুরানদেশী মোড় পেরিয়ে গিয়ে

রূপ দিয়েছে দূরবিদেশে পাড়ি।

ঘোড়ায়চড়া উপত্যকায় ঘোরা

পাহাড় দেশের বুনো রাখাল বালক

অনেক পুরান বৃক্ষ তুলে ফেলে

হয়ে গেছে আমার ফ্যাশন-চালক !

ছেলেমেয়ে সব হারিয়ে দেখি

কাঁদছে আমার রক্তেভেজা মাটি

আমার এবং তাহার দোষে দোষে

হয়ে গেছে সমান কাটাকাটি !





মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

কাঁদছে আমার রক্তেভেজা মাটি
আমার এবং তাহার দোষে দোষে
হয়ে গেছে সমান কাটাকাটি !



সুন্দর +++

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,ভাইয়া। ভালো থাকবেন।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১

আরজু মুন জারিন বলেছেন: এখানে তো দেখি হৃদয়পুরের দেশান্তরী অন্য দেশে অন্য ট্র্যাক এ চলে গেছে।

চমত্কার কবিতা মোস্তফা ভাই।

অনেক ভাললাগা শুভেচ্ছা রেখে গেলাম।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

বাংলার পাই বলেছেন: সাগরটাগর হারমানিয়ে দিয়ে
রক্তসাগর গড়েছিলাম যেদিন
সেই সাগরের রক্তেভেজা দ্বীপে
রক্তনিশান উড়েছিলো সেদিন।


কাঁদছে আমার রক্তেভেজা মাটি
আমার এবং তাহার দোষে দোষে
হয়ে গেছে সমান কাটাকাটি !
-চমৎকার। অনেক অনেক শুভেচ্ছা রইলো।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার!

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ,ভাইয়া। ভালো থাকবেন।

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর+++

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ,ভাইয়া। ভালো থাকবেন।

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার এবং চমৎকার

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,আপু। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.