নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিনের সকালের চেহারাটা আর মনে নেই।
মনে আছে কোন একজন বলেছিলো,
আসন্ন বিকেল বেলা আমার কপালে নাকি চমক রয়েছে !
কথাটা শোনার পর কি এক অবাক কারণে ঘড়ি থেমে গিয়েছিলো !
সময়টা যেন পিছু হটা শুরু করেছিলো।
উত্তেজিত অপেক্ষার বিকেল নিস্ফলা গেলো !
আরো কতো বিকেলের প্রাণ গেলো।
কি যে সেই দারুন চমক, এখনো সে জানালো না।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা!!!!!!!!!
২| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি সারপ্রাইজের বাংলা চমক হলে কেমন হতো?চমক হলে কি কাব্যিক অলংকারে ঘাটতি হতো ?
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো বলেছেন। চমক ব্যবহার করা হলো। চমকের সৌজন্যে একটু ঘষামাজাও হয়ে গেলো। এখন দেখুন কেমন মনে হচ্ছে। ও হ্যাঁ, বিকল্প ভাবনার জন্য কৃতজ্ঞতা জানবেন।
৩| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
ডি মুন বলেছেন: সারপ্রাইজ জানা গেল না। খুব দুঃখজনক।
কবিতায় ভালো লাগা রইলো।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সারপ্রাইজ তথা চমকটা আজো জানা হয়নি।
৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১
সুমন কর বলেছেন: আরো কতো বিকেলের প্রাণ গেলো।
সুন্দর !!
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ,সুমনদা।
৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৫
অদিতি মৃণ্ময়ী বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয়
কবি সারপ্রাইজের বাংলা চমক
হলে কেমন হতো?চমক হলে কি কাব্যিক
অলংকারে ঘাটতি হতো ?
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। চমক ব্যবহার করেছি। এখন দেখুন কেমন লাগছে।
৬| ২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৩
আরজু মুন জারিন বলেছেন: উত্তেজিত অপেক্ষার বিকেল নিস্ফলা গেলো !
আরো কতো বিকেলের প্রাণ গেলো।
কি যে সেই 'সারপ্রাইজ' আজো জানা গেলো না। ????
আল্লাহ আমি তো সারপ্রাইজ টা জানার জন্য কবিতা টা পড়ছিলাম। পাবেন সারপ্রাইজ পরে ইনশাল্লাহ। ...ভালো লেগেছে কবিতা। অনেক শুভেচ্ছা মোস্তফা ভাই। ভাল থাকুন।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমিই জানিনা। আপনাদের কেমন করে জানাবো।
৭| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৮
বাংলার পাই বলেছেন: উত্তেজিত অপেক্ষার বিকেল নিস্ফলা গেলো ! ---------------দারুন।
২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার ভালোলাগার কথা জানাবার জন্য ধন্যবাদ।
৮| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কপালের চমক জানা গেলো না.........
"উত্তেজিত অপেক্ষা বিকাল"
-দারুণ!
২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ,ভাইয়া। ভালো থাকবেন।
৯| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কবি চমকপ্রদ হয়েছে। শব্দ পরিবর্তন করায় খুব ভাল লেগেছে। খাস বাংলাকরণ করেছেন।
আমার স্পর্ধা স্নেহের দৃষ্টিতে ক্ষমা নিয়ে দেখবেন ।
২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সারপ্রাইজ সারপ্রাইজ হয়ে থাকলো।
মন্দ কি?