![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুরোধ করা যায় আকারে ইঙ্গিতে
ঘুরিয়ে পেঁচিয়ে
কলাকৌশলে, ছলে ও বলে
কখনোবা সরাসরি।
প্রেমনিবেদনে গোপন তরিকা
নিয়তচর্চিত
সবকালে সবদেশে।
প্রতিবাদে ঘোরপ্যাঁচ কখনো চলেনা
সহজ ভাষাতে সেটা সোজা বলা ভালো।
যদি কেউ আঘাতের কথা ভাবে
সেটা বন্দুকের গুলীর মতোই
সরাসরি করে যেতে হবে
আঘাতের আর কোন রীতিই চলেনা
(কেউ কেউ পেছনে আঘাত করে-
কাপুরুষ চিরকাল কাপুরুষ থাকে )
সরাসরি আঘাতের কালে বসে
বুদ্ধি বুদ্ধি খেলা চলে এখানে সেখানে !
২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ,আপু। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০
জুন বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা ।
অনেক ভালোলাগলো ।
+