নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

কবি বললেন

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

প্রতিবেশী কোন এক কবিকে পেলাম।



স্বপ্নে।



আমি তাঁর প্রতিভামুগ্ধ পাঠক।

শব্দ যেন তার পোষমানা দুরন্ত কাঠবেড়ালী

ফুড়ুৎ ফুড়ুৎ ছুটে যায়

কবির স্বপ্নকে ধাওয়া করে ধরে রাখে

নিখুঁত বৈভবে।

কী অদ্ভুত ভাবনার রং !

কিভাবে লেখেন এমন !



দেখা পেয়ে ধরে বসি।

আমাকে জানাতে হবে কবিতার নিগূঢ় রহস্য।

কতো সাধ্যসাধনায় কবিতায় নৈবেদ্য রেখেছি

বেরহম কবিতা তো ধরাই দিলো না।

অথচ,কবি, কবিতা যে আপনার পোষমানা কাকাতুয়া।

কবিতাকে ছুঁতে দিন,প্লিজ !



বিড়িফোঁকা কালো ঠোঁটে

হাসিটা ঝুলিয়ে চুপচাপ চেয়ে থাকে কবি ।



বুঝে যাই কবিও কবিতার দোসর

ধরা সে দেবে না।



তাই আক্রমনে নামি।

কবিবর, আপনার কবিতায়

নিষ্ঠুরতা কেন মিশে থাকে ?

ভালোবাসা কেন বাস্তবের ঘষা খেয়ে

মসৃণতাহীন !

সব কিছু কেন যেন মন্দচোখে দেখা।



আক্রমনে কাজ হলো !

উবে গেলো ঝুলেথাকা হাসি।

এই ব্যাটা, দুগ্ধপোষ্য কবি-

বান্দরের বিষ্ঠাভরা দিনে

সুন্দরের ছবি কই পাবো ?

আঁধার গুদামে বসে

সূর্য বা চাঁদ নয়

গলায় জড়িয়ে যায় আঁধারের গান।



স্বপ্ন ভেঙ্গে জাগরণে ভাবি,

কবি যা বললেন,তার মানে জীবন কবিতা !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল উপলব্দি ৷

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
এ.টি.এম.মোস্তফা কামাল,

জীবন কবিতার বড্ড অভাব যাচ্ছে ...
চারিদিকে দেখি ফ্যানটাসিময় কবিতা !

ভালোলাগা রেখে গেলাম। যদি আবার কখনও কবির দেখা পান, জানিয়ে দিবেন।

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা ! ধন্যবাদ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

সত্যচারী বলেছেন: অনেকদিন পরে ব্লগে ঢুকলাম, ভাবলাম আপনার বাড়ীতে ঢুঁ মেরে যাই। কেমন আছেন?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো আছি। ভাবী আর মামনি কেমন আছেন? দেশে আসবেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.