নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ জন্মদিন বিটিভি ! আজ বিটিভির বয়স হলো ৫০। এটা শুধু বিটিভির নয় এটা বাংলা ভাষায় টিভি সম্প্রচারের ৫০ বছর পূর্তি।
গত ১৬ ডিসেম্বর ছিলো বাংলাদেশ বেতারের জন্মদিন। বেতারের বয়স হলো ৭৫ বছর। কিঞ্চিৎ বিলম্বে হলেও বেতারকে জানাই শুভ জন্মদিন।
বিটিভির আগে বাংলা ভাষায় টিভি সম্প্রচার হয়নি পৃথিবীর কোথাও। কিন্তু বেতারের ভাগ্যে সেটা জোটেনি। কারণ বেতারের আগেই কলকাতা বেতারের মাধ্যমে বাংলা ভাষায় বেতার সম্প্রচার শুরু হয়।
কিন্তু আমাদের দুটো সর্বাধুনিক প্রচার মাধ্যমের যাত্রার সাথে আমাদের জাতীয় ইতিহাসের কাকতালীয় মিল আছে। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর বিকালে ঢাকা বেতারের যাত্রা শুরু হয় পুরান ঢাকায়। নাজিমুদ্দিন রোডের ভাড়া বাড়িতে তার যাত্রা। বাড়িটির মালিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার। সেই ভবনের জায়গায় এখন রয়েছে বোরহানউদ্দিন কলেজের একাডেমিক ভবন। আমরা কি জানতাম তার ৩২ বছর পর আরেক ১৬ ডিসেম্বর বিকেলে তার অদূরে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাক্ষরিত হবে জাতীয় স্বাধীনতার দলিল ! বেতারে প্রথম গান গেয়েছিলেন শিল্পী লায়লা আরজুমান্দ বানু। তিনি ছিলেন আমাদের প্রিয় শিল্পী রুনা লায়লার আত্মীয়া। তাঁর স্বামী শামসুল হুদা চৌধুরী ছিলেন জাতীয় সংসদের স্পীকার।
টিভির জন্মও ডিমেস্বর, মানে আমাদের বিজয়ের মাসেই। লৌহমানব ফিল্ড মার্শাল আইয়ুব খানের মতো স্বৈরশাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিটিভির তৎকালীন প্রধান (অধ্যক্ষ) জামিল চৌধুরীর নেতৃত্বে আমাদের সাহসী তরুণরা বাংলা ভাষাকে করেছিলেন প্রচারের মাধ্যম, সকল অফিশিয়াল কাজের মাধ্যম। বাংলা ভাষায় নথিতে নোট লেখার সূচনা বিটিভির সাহসী সারথীদের হাতে। বিটিভির প্রথম গানটি গেয়েছিলেন ফেরদৌসী রহমান। ১৯৬৪ সালে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় তিনি গেয়েছিলেন আনোয়ার উদ্দিন খানের সুরে আবু হেনা মোস্তফা কামালের লেখা গান-ওই যে আকাশ নীল হলো আজ/ সে শুধু তোমার প্রেমে/ ওই যে বাতাস বাঁশি হলো আজ/ সে শুধু আমার প্রেমে। বিটিভির প্রথম নাটক 'একতলা দোতলা'। লেখক শহীদ মুনীর চৌধুরী।
আমাদের জাতীয় সংস্কৃতির ইতিহাসে বিটিভির স্মরণীয় অবদান আছে। আজকের বেসরকারি টিভির সব মূল কারিগররা বিটিভির সৃষ্টি। বহু অসাধারণ অনুষ্ঠান উপহার দিয়েছে বিটিভি।
আশা করি একদিন বিটিভি আর বেতার ফিরে পাবে পুরনো সুনাম।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাস্তবতা হইল, এই সুনাম জীবনেও আর ফিরে আসবে বলে মনে হয় না।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সরকারি হিসা্বে সংবাদটা চিরকালই সমস্যা ছিলো। অন্য অনুষ্ঠান ভালো ছিলো। সেটার উন্নতি হয়েও যেতে পারে যদি কপাল গুনে কোন ভালো মহাপরিচালক জুটে যান।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
নুর ইসলাম রফিক বলেছেন: বাংলাদেশ বেতারের ৭৫ বছর এবং বিটিভি'র পঞ্চাশ বছর পূর্তিতে শুভেচ্ছা !
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশ বেতারের ৭৫ বছর এবং
বিটিভি'র পঞ্চাশ বছর
পূর্তিতে শুভেচ্ছা
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
আবু শাকিল বলেছেন: বাংলাদেশ বেতারের ৭৫ বছর এবং বিটিভি'র পঞ্চাশ বছর পূর্তিতে শুভেচ্ছা !
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিননন্দন জানাই.....
সরকারের পক্ষপাতিত্ত্ব করলেও দেশের শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকতায় বেতার-বিটিভির অবদান অনস্বীকার্য।
//বেতারে প্রথম গান গেয়েছিলেন শিল্পী লায়লা আরজুমান্দ বানু। তিনি ছিলেন আমাদের প্রিয় শিল্পী রুনা লায়লার আত্মীয়া। তাঁর স্বামী শামসুল হুদা চৌধুরী ছিলেন জাতীয় সংসদের স্পীকার।//
তখন সেলিব্রেটি হবার অন্যতম শর্ত ছিলো প্রভাব এবং প্রতিপত্তি। অবশ্য প্রতিপত্তি ছড়া শিল্পী হওয়া কঠিনও।
গুরুত্বপূর্ণ পোস্টটির জন্য ধন্যবাদ আপনা
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাস্তবতা হইল, এই সুনাম জীবনেও আর ফিরে আসবে বলে মনে হয় না। /
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোস্ট এ.টি.এম.মোস্তফা কামাল ভাই। বিটিভির ৫০ বছর পূর্তিতে আমি একটা পোস্ট দিবো ভেবেছিলা। কিন্তু সময়ের অভাবে পোস্ট রেডি করা হয়নি।
বিটিভি তার হারানো যৌবন ফিরে পাক।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: বিটিভির জন্মদিনে শুভেচ্ছা রইল ।
আশাকরি কোন এক পচা সাবানের গুনে তেল মুক্ত হবে এই প্রতিষ্ঠানটি।
পোষ্টের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬
মামুন রশিদ বলেছেন: বাংলাদেশ বেতারের ৭৫ বছর এবং বিটিভি'র পঞ্চাশ বছর পূর্তিতে শুভেচ্ছা !
শেয়ার করার জন্য ধন্যবাদ মোস্তফা কামাল ভাই ।