নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ, নাসির !

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪১

দিনের পর দিন এই নাসিরকেই বসিয়ে রেখেছিলো বাংলাদেশ ! তাঁকে দল থেকে বাদ দেবার জন্য কতো অজুহাত দেখানো হয়েছে ! মোশাররফের মতো ফসিলকে দলে আনা হয়েছে। ব্যাটিং পারেননি প্রথম ম্যাচে। সে প্রসঙ্গ তোলার পর বলা হয়েছে তাঁকে দলে নেয়া হয়েছে বোলার হিসাবে। রসিকতার কি সীমি থাকা উচিৎ নয় ? বোলার লাগলে রুবেল বা আল-অামিন আসা উচিৎ ছিলো।

গণদাবীর মুখে দলে আনা হয়েছে নাসিরকে। তিনি ব্যাটিং,বোলিং,ফিল্ডিং দিয়ে নীরবে হজম করা সব অবিচারের জবাব দিলেন। মানুষের দোয়া তাঁর সাথে ছিলো। মানুষের মুখ রাখার জন্য, নাসির, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ দল আবার আপনাকে আসল রূপে ফিরে পেলো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৫

রক্তিম দিগন্ত বলেছেন:
নাসির আমাদের ফিনিশার। ওয়ার্ল্ডের বেস্ট ফিনিশারও তার পক্ষে হওয়া সম্ভব। সবচেয়ে বড় কথা সে ক্রিজে থাকলে ভরসা থাকে। তাকে বাদ দিয়েছে পাপন তাকে পছন্দ করে না বলে। গণদাবীর মুখেই আজকে ফিরিয়ে আনতে হয়েছিল - এবং সে প্রমাণও করলো যে কেন তাকে ফিরিয়ে আনার জন্য জনগণ দাবী তুলেছিল।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.