নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংল্যান্ডের বিরুদ্ধে তামিম আর ইমরুল ৮০ রান করে ওপেনিং জুটির নতুন রেকর্ড গড়লেন। এর আগের রেকর্ড ছিলো ৬৩ রান। ঘটনাক্রমে সেই রেকর্ডও করেছিলো তামিম-ইমরুল জুটি ২০১০ সালে ঢাকায়। নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছেন।
প্রথম বাংলাদেশি হিসাবে একদিনের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। তিন ধরণেন ক্রিকেটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তামিমেরই।( তিন ধরণের খেলায় সর্বোচ্চ উইকেট সাকিবের।) ১৫৯ ম্যাচে তামিমের সংগ্রহ ৫০০৭ রান। ১৬৩ ম্যাচে ৪৫৬২ রান করে এরপরে আছেন সাকিব। ১৬৪ ম্যাচে মুশফিক ৪০০৯, ১৭৫ ম্যাচে আশরাফুল ৩৪৬৮ আর ১৩১ ম্যাচে মাহমুদুল্লাহ ২৮৪৮ রান নিয়ে অঅছেন ৫ম স্থানে।
এইসব রেকর্ড আর মাইল ফলকের পর বাংলাদেশ হঠাৎ করে পথ হারালো। ইমরুল ৪৬, তামিম ৪৫ আর সাব্বির ৪৯ রানে আউট। কেউ ফিফটি করতে পারণে না। নব্বইয়ের ঘরে আউট হয়ে নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন অনেকেই। বাংলাদেশ দেখি নার্ভাস ফর্টিজের শিকার !
চল্লিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯৮/৬।
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভ্চ্ছো নিরন্তর।
২| ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: মুশফিক ৪৩ টেনশনে আছি
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা !
৩| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: বিলিং তো ৬৮ বলে ৬২ করে ক্রিজে থেকে একটু ভয়ের কারণ হয়ে দাড়িয়েছিল , একে নিয়েও টেনশনে ছিলাম এখন মোসাদ্দেকের বলে ইমরুলের হাতে ধরা খেয়ে আউট হওয়ায় টেনশন কিছুটা কমছে ।
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কিন্তু কাজ হলো না।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪২
রক্তিম দিগন্ত বলেছেন:
আমি আশা করছি - তামিম ওয়ানডেতে দশ হাজার করবে। ৪ হাজার রান থেকে ৫ হাজারে আসতে সময় লেগেছে মাত্র দেড় বছর (দশ মাস বিরতি না থাকলে এতটা লাগতো না), ইনিংস মাত্র ১৮টা। বছরে যদি কমপক্ষে ২০ টা ম্যাচও খেলতে পারে তাহলে মাত্র ৫/৬ বছরই লাগবে আর।
তাই যেন হয়, তামিম, সাকিব, মুশি, রিয়াদ - এরা সবাই দশ হাজারের ল্যান্ডমার্কে পৌছাতে পারুক।
ইমরুল-তামিম তো একই আত্না। তামিমের সেরা পার্টনার এই ইমরুলই। এদেরকে আলাদা না করলেই হয়। অন্য পার্টনারের সাথে তামিমের পারফর্মও এতটা ভাল না।
খেলায় খারাপ দিন, বাজে দিন থাকেই - আজকে বাজে দিন গেল।
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শতভাগ সহমত। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৩
গোফরান চ.বি বলেছেন: এইসব রেকর্ড আর মাইল ফলকের পর বাংলাদেশ হঠাৎ করে পথ হারালো। ইমরুল ৪৬, তামিম ৪৫ আর সাব্বির ৪৯ রানে আউট। কেউ ফিফটি করতে পারণে না। নব্বইয়ের ঘরে আউট হয়ে নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন অনেকেই। বাংলাদেশ দেখি নার্ভাস ফর্টিজের শিকার !
সবাই ভাল খেলছে এতই খুশী।
ধন্যবাদ পোস্টের জন্য।