নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

অধিনায়ক মুশফিক আর তরুণ মেহেদীর দৃঢ়তায় ফলো অন এড়ালো টাইগাররা !

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫

আপডেট-৩

বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে।

আপডেট-২


বাংলাদেশ ৩১২ রানে অল আউট। শ্রীলঙ্কা ১৮২ রানের লিড নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামবে।


আপডেট-১

অধিনায়ক রঙ্গনা হেরাতের বলে অধিনায়ক মুশফিক বোল্ড হলেন ব্যক্তিগত ৮৫ রানে। দল এখন ৩০৮/৯।

তামিম সৌম্য জুটির ১১৮ রানে দারুন শুরু করেছিলো টাইগার বাহিনী। তার আগে ৪৯৪ রানে লংকানদের অল আউট করেন বোলাররা। সেখানে নেতৃত্বে ছিলেন তরুণ মেহেদী আর কাটার মাস্টার মোস্তাফিজ। জবাবের সে সৌন্দর্য ধাক্কা খায় তামিমের অদ্ভুত আউটে। এরপর টেস্ট স্পেশালিস্ট নামে খ্যাত মুমিনুলও বিদায় নেন অকালে। সৌম্যর সাথে অধিনায়ক মুশফিক যোগ দিলে আশা জাগে টাইগার শিবিরে। কিন্তু আজ সকালে সৌম্যর আউট হতাশা ছড়ায়। সাকিবের টি২০ বাটিং থামে ২৩ রানে। রিয়াদ (৮ রান) আর নতুন কিপার-ব্যাটস ম্যান লিটন দাস (৫ রান) দ্রুত ফিরলে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় ডোবে টাইগাররা।

সেখান থেকে অভিজ্ঞ (অধিনায়ক) মুশফিক আর তরুণ মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ ফলো অন এড়ায়। ফলো অন এড়াতে দরকার ছিলো ২৯৫ রান। মেহেদী যখন ৪১ রান করে আউট হন বাংলাদেশ তখন ২৯৮/৭। তাসকিন এসেই শূন্য রানে আউট।

বাংলাদেশ মুশফিকের ব্যাটে ভর করে ৩০০ রান ছাড়ালো (৩০৭/৮)। মুশফিক ৮৪ রানে (দলের এটাই সর্বোচ্চ) ব্যাট করছেন। সাথে আছেন সুভাশিষ।

এগিয়ে চলো টাইগার বাহিনী। সর্বাবস্থায় আমরা সাথে আছি।

স্কোর কার্ড-
http://www.espncricinfo.com/sri-lanka-v-bangladesh-2016-17/engine/match/1083444.html

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: মোমিনুল কি বিয়ে করছে ??? :) ক্রিকেট মাস্টার নান্নু সাহেব তো মাহমুদুল্লাহ ছাড়া দেশে আর কোনো টেস্ট প্লেয়ার খুঁজেই পান নাই !
নান্নু বসের অধীনে আরও কিছুদিন চলুক ! তাহলে নেপালের সাথে সিরিজ আয়োজন করা যাবে !

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা !

৩| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো খেলার খবর জানতে পেরে।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯

কাজী আরিফ বলেছেন: আপনি বুঝি ক্রিকেট খুব ভালবাসেন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জ্বি ভাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাতেই শুধু আমাদের ইতিবাচক পরিচিতি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.