নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

শততম টেস্টে টাইগারদের দারুন সূচনা !

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৫

আপডেট ৩ -শ্রীলঙ্কা-১৯৯/৭ (৬৯ ওভার)

আপডেট ২- শ্রীলঙ্কা-১৯১/৬ (৬৩ ওভার)

আপডেট-শ্রীলঙ্কা ১৩৭/৫ (৪৮ ওভার)

কলম্বোর পি. সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শততম টেস্ট খেলতে নেমেছে। ১৭ বছর আগে ২০০০ সালের নভেম্বরে ঢাকায় ভারতের সাথে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা। তখন দলনেতা ছিলেন নাইমুর রহমান দুর্জয়। শততম টেস্টের দলনেতা মুশফিকুর রহিম।

এই পথচলায় টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম সময়ে বাংলাদেশ আজ পৌঁছে গেল শততম টেস্টের বন্দরে।

লিটন দাস দলে না থাকায় অধিনায়ক মুশফিক আরার কিপিং করছেন।

বিশ্বের টেস্ট ইতিহাসে এটা ২২৫৪ নম্বর টেস্ট।

টসে জিতে স্বাগতিক শ্রীলঙ্কা ব্যাটিং নেয়। বাংলাদেশী বোলারদের তোপের মুখে ২৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান করে মধ্যাহ্ণ বিরতিতে গেছে স্বাগতিকরা। দলীয় ১৩ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান করুণারত্ন কাটার মাস্টার মোস্তাফিজের শিকার হন। এরপর মিরাজের শিকার হয়ে আউট হন থারাঙ্গা ও মেন্ডিস। সুভাশিষ আউট করেন গুনরত্নকে।

টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা।

লাঞ্চ শেষে আবার মাঠে নেমেছে লঙ্কানরা। ক্রিজে আছেন চান্দিমাল ও ডি সিলভা।

সর্বশেষ স্কোর- শ্রীলঙ্কা ৩১ ওভার শেষে ৪ উইকেটে ৭৯।

লাইভ স্কোর কার্ড-http://www.espncricinfo.com/ci/engine/match/1083445.html

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

ঢাকাবাসী বলেছেন: সুখবর!

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আসলেই সুখবর। ধন্যবাদ।

৩| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: আরো চাপ সৃষ্টি করতে হবে। লাইভ দেখতেছি আমি।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। লাইভ দেখতেছেন ! আমরা স্কোর কার্ডের ওপরে আছি।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪১

অতঃপর হৃদয় বলেছেন: ও হ্যাঁ বলতে ভুলে গেছি। মুশফিক কিপার হিসেবে যথেষ্ট ভাল। অনেক অভিজ্ঞতাও আছে; আমার মনে হয় কিপার ওকে রাখাই ভাল।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমিও মুশফিকককে কিপার হিসাবে দেখতে ভালোবাসি।

৫| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮

blogermassud বলেছেন: ওহ ভালো খবরতো।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এ অবস্থা বজায় থাকুক।

৬| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: বাংলাদেশ এগিয়ে যাও।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বাংলাদেশ এগিয়ে যাও।

৭| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৩

বিজন রয় বলেছেন: শুভকামনা রইল ওদের জন্য।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বাংলাদেশ এগিয়ে যাও।

৮| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৯

আরণ্যক রাখাল বলেছেন: কিপারের কাজ তো শুধু বল আটকানো না। নিজিও আমার দলের নিয়মিত উইকেট কিপার। জায়গাটা যথেষ্ট কঠিন। আর একটা ক্যাচ মিস দলকে কোথায় নিয়ে যায় সবাই জানে। এই কাজটাই মুশফিক করে নিয়মিত।
ওর এই জায়গাটা থেকে সরে আসা ভালই হয়েছে। সবাই তো গিলক্রিস্ট হতে পারে না।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন বলেছেন। ধন্যবাদ।

৯| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

ধ্রুবক আলো বলেছেন: সূচনা সফল হোক উপসংহার পর্যন্ত।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.