নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে কোচ প্রসঙ্গে আসি। হাথুরুসিঙ্গে দলের পারফরমেন্স ভালো হবার সাথে সাথে স্বৈরতান্ত্রিক হয়ে পড়েছেন। ব্যক্তিগত পছন্দ তাড়িত হয়ে ম্যাচের পর ম্যাচ সৌম্য সরকারকে নিচ্ছেন, আর নাসিরকে বাদ দিচ্ছেন। সৌম্যকে বিশ্রাম দিলে সৌম্য এবং দল উভয়ের জন্য ভালো হতো। হাথুরু যদি পেশাদারী মনোভাবের বদলে এরকম ব্যক্তিগত অহম নিয়ে চলতে থাকেন, তাহলে তাঁর বদলে নতুন কোচ খোঁজাই উত্তম। ( ডেভ হোয়াটমোরকে আবার পেলে ভালো হতে পারে)
কোর্টনি ওয়ালশ খেলোয়াড় এবং মানুষ হিসাবে অসাধারণ। কিন্তু কোচ হিসাবে ভালো করছেন না। বোলিং কোচ হিথ স্ট্রিককে ফিরে পেলে ভালো হতো।
মাশরাফির নেতৃত্বে দলটি একটু পুনর্গঠন করা যেতে পারে। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে পারেন অভিজ্ঞ আনামুল হক। এই উইকেটকিপার ব্যাটসম্যান ৩০টি ম্যাচ খেলেছেন। Click This Link
তিনি দলে থাকা মানে দলে একজন স্ট্যান্ড-বাই কিপারও থাকলেন। ম্যাচের মাঝে মুশির সমস্যা হলে তিনি হাল ধরতে পারবেন।
তিন নম্বরে অভিজ্ঞ মাহমুদুল্লাহকে রাখা যেতে পারে। ইমরুল আর সাব্বিরকে দিয়ে চেষ্টা করা হয়েছে। তবে মাহমুদুল্লাহর বিকল্প নাসিরের কথাও ভাবা যায়। ওপরের দিকে ব্যাট করে নাসির প্রিমিয়ার লীগে দারুন পারফর্ম করেছেন। আমি মাহমুদুল্লাহর পক্ষে, তাঁর অভিজ্ঞতা, ধৈর্য আর বড়ো মঞ্চে সাফল্যের কারণে। Click This Link
চার আর পাঁচে অবধারিতভাবে মুশফিক আর সাকিব।
ছয়ে আসতে পারেন নাসির। তাঁর ব্যাটিং ফিল্ডিং আর বোলিং সবই দলের কাজে লাগবে। বড়ো ইনিংস খেলায় তাঁর সাম্প্রতিক সাফল্য বিবেচনায় নিয়ে তাঁকে ছয়ে রাখতে চাই। ওপরের দিকে হঠাৎ উইকেট হারালে তিনি লম্বা ইনিংস খেলে রান করে দিতে পারবেন।
সাত নম্বরে সাব্বির। পাওয়ার ক্রিকেটের এই যুগে তাঁর এ ক্ষমতা দলের কাজে লাগবে।
আট নম্বরে মাশরাফি অথবা মিরাজ। চার পেসার হলে মাশরাফি আট নম্বরে আর তিন পেসার হলে মিরাজ আটে, ম্যাশ নয়ে।
এর পর রুবেল/তাসকিন। সবশেষে মোস্তাফিজ। মোস্তাফিজকে একটু ব্যাটিং শেখানো দরকার।
চার পেসারের দল-
তামিম, আনামুল, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, নাসির, সাব্বির,মাশরাফি, রুবেল, তাসকিন, মোস্তাফিজ।
তিন পেসারের দল
তামিম, আনামুল, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, নাসির, সাব্বির, মিরাজ, মাশরাফি, রুবেল, মোস্তাফিজ।
দ্বাদশ খেলোয়াড়- মোসাদ্দেক
হাই পারফরমেন্স দল দিয়ে ব্যাক আপ খেলোয়াড়
ইনজুরি বা অন্য কোন কারণে দলে প্লেয়ার বদলাতে হলে হাই পারফরমেন্স দলের মাধ্যমে কিছু প্লেয়ারকে তৈরি করা দরকার। অফ সাইডে সৌম্যর ব্যাটিং দুর্বলতা আর খোঁচা মেরে উইকেট বিলানোর রোগের চিকিৎসা করা যেতে পারে। ওপেনার হিসাবে আসতে পারেন নূরুল হাসান সোহানও। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও জানেন। তিনি থাকা মানে স্ট্যান্ডবাই কিপার দলে থাকা। দলে না থাকলে মোসাদ্দেক আর মিরাজকে এখানে রেখে তৈরি করা যেতে পারে। লিটন দাশকেও তৈরি করা দরকার। প্রথম শ্রেণি আর লিস্ট-এ ভালো খেললেও আন্তর্জাতিক ম্যাচে খেই হারান এই কিপার ব্যাটসম্যান। Click This Link
মিডল অর্ডারের জন্য মুমিনুল হককে ব্যাক আপ রাখা দরকার। টেস্ট তকমা দিয়ে তাঁকে ওডিআইতে বাদ দেয়া হচ্ছে। Click This Link
মিডল অর্ডারের জন্য তানভীর হায়দারকেও বিবেচনায় নেয়া যায়। বাড়তি হিসাবে তাঁর লেগব্রেক বোলিংটাও কাজে লাগানো যাবে। Click This Link
সোহাগ গাজীকে আবার ফিরিয়ে আনার জন্য তৈরি করা দরকার। তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে, বিশেষ করে স্পিনিং উইকেটে। Click This Link
পেসার সফিউল ও আল আমিন হোসেন, স্পিনার তাইজুল, সানজামুল ও আরাফাত সানিকে বিচেনায় নেয়া যায়।
বাংলাদেশ দলের জন্য নিরন্তর শুভ কামনা।
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমারও।
২| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৭
উজ্জ্বল হায়দার বলেছেন: যথেষ্ঠ ভাল একটা এনালাইসিস। কিন্তু আমাদের শ্রদ্ধেয় পাপন কি সেই অনুযায়ী দল গঠনে রাজী হবেন? আর শৌম্য কে কেন যে নিচ্ছে তাই তো বুঝি না।
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা ! ভালোই বলেছেন।
৩| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৌম্য সরকারের ব্যাপারটা খুবই রহস্যজনক। হয় রাজনৈতিক চাপে তাকে নেওয়া হয়, অথবা টাকা পয়সার লেনদেন আছে।
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: রহস্য বটে।
৪| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
সুমন কর বলেছেন: চমৎকার বিশ্লেষণমূলক পোস্ট। যাদের ভাবা দরকার, তারা ভাবলেই হলো !!
+।
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভাবনাগুলো আকাশের ঠিকানায় দিতে থাকি। যদি কানে চলে যায় !
৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৪০
দিকভ্রান্ত এক পথিক বলেছেন: আপনার হিসেবে দলে কি তবে কোন স্পেশালিষ্ট স্পিনারের প্রয়োজন নাই?
১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৪০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি দলটার কথা বলেছি ২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে। সেটা ইংল্যান্ডে হবে। সেখানে স্পিনারের সুযোগ কম। স্পিনারদের জন্য সামান্য যে সুযোগ সেটুকু নিতে হলে সাকিব, নাসিররাই যথেষ্ট। আদিল রশিদ ছাড়া স্পিনারদের সাফল্য কই। কেদার যাদব বাংলাদেশকে বিপাকে ফেললেও পাকিস্তানের সাথে কিছুই করতে পারেননি।
ভালো থাকবেন।
৬| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: ২০১৯ অনেক দেরী। এখন যারা আছে তারা হয়ত অনেকেই থাকবেন না।
২২ শে জুন, ২০১৭ রাত ১০:৪১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ইনজুরি বা অবসর নিলে সেটা হতে পারে। এছাড়া এরাই টিকে যাবার কথা।
৭| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: মোস্তাফিজ যেমন হঠাৎ করে জ্বলে উঠে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, সেইরকম ভাবে অন্যান্য খেলোয়ারদের জ্বলে উঠার অপেক্ষায় রইলাম.............।
বিসিবির উপরে আস্থা রয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির সেমি ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। সেমিফাইনালে বাজে ভাবে হারলেও রান করতে পেরেছে। সুতরাং ধীরে হলেও উন্নতি হচ্ছে বাংলাদেশের।
২২ শে জুন, ২০১৭ রাত ১০:৪১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। আমরাও সে অপেক্ষায় রইলাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮
মোস্তফা সোহেল বলেছেন: সৌম্য সরকার এত ম্যাচ খারাপ খেলার পরেও তাকে কেন দলে রাখা হয়েছে এটা আমার বুঝে আসে না।