নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই শ' তিরাশি
প্রশ্নবান নাস্তিকেরা নিজের জবাব নিয়ে খুশিতে বিভোর!
প্রশ্নহীন আস্তিকেরা তাঁহাকে খোঁজার নামে রাত করে ভোর!
দুই শ' চুরাশি
পূর্ব পুরুষের দোষ খুঁজে খুঁজে আমি খুব দার্শনিক সাজি!
কখনো কি ভাবি আমি সুপথ না কুপথের বর্ণচোরা মাঝি ?
১৩ ই জুন, ২০২০ রাত ১০:২৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৪৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
১৩ ই জুন, ২০২০ রাত ১০:২৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৪৯
বিজন রয় বলেছেন: আপনি কি এক থেকে শুরু করে দুই শ চুরাশি পর্যন্ত এসেছেন?
১৩ ই জুন, ২০২০ রাত ১০:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জ্বি দাদা। এক থেকে শুরু করে এ পর্যন্ত এসেছি। ভালো থাকবেন।
৪| ১৪ ই জুন, ২০২০ রাত ১২:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নিজের প্রশ্নের উত্তরে নিজেই বিভোর।
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা ! ভালোই বলেছেন।
৫| ১৪ ই জুন, ২০২০ রাত ১:১০
জেন রসি বলেছেন: আপনার শের ভালো লেগেছে। বাকিগুলোও সময় নিয়ে পড়ব।
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। বাংলায় রচিত শের-এর ভূবনে স্বাগতম।
৬| ১৪ ই জুন, ২০২০ ভোর ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
শের -২৮৩:
গার্বেজ
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সমস্যাটা কোথায় সেটা যদি বলতেন দয়া করে।
৭| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: ২৮৩ নম্বর সার্বজনিন নয় ।
আস্তিকের কাজ স্রষ্টার উপাসনা নাস্তিক খোজা নয় ।
২য়টি ভাবিয়ে তুলবে।
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি তো তাই বলেছি। আস্তিকরা প্রশ্নহীন আনুগত্য নিয়ে স্রষ্টাকে খুঁজতে থাকে। দ্বিতীয়টি নিয়ে ভাবনা চলছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।
৮| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:০০
শের শায়রী বলেছেন: কেউ কেউ ২৮৩ নাম্বারের শের পছন্দ করেনি, কিন্তু কেন যেন আমার ভীষন ভালো লাগছে। শের এর যথাযথ ভাব ফুটে উঠেছে।
শের এর ভক্ত হিসাবে শুভেচ্ছা জানবেন।
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি জানি আপনি শের এর বিষয়ে অনেক জ্ঞান রাখেন। শের-এ অল্প কথায় সম্পূর্ণ ভাব ফুটিয়ে তোলার কঠিন পদ্ধতিটি শিখবার চেষ্টা করছি। দোয়া করবেন। আপনাকেও শুভেচ্ছা।
৯| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৪২
অপু তানভীর বলেছেন: শের ব্যাপারটা কেন জানি আমার বাংলাতে ভাল লাগে না । বাংলাতে কেমন খাপছাড়া লাগে । যদিও ব্যক্তিগত মনভাব !
শের ব্যাপারটা উর্দু এবং হিন্দিতেই বেশি চমৎকার !
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনি ঠিকই বলেছেন। বিশেষতঃ উর্দুতে মীর, গালিব, ইকবাল, গোরকপুরী, মুরাদাবাদীর মতো প্রতিভাবান মানুষের কারণে শের অসাধারণ দার্শনিক ও সাহিত্যিক উচ্চতা লাভ করেছে। বাংলা উর্দুর মতো মোলায়েম ভাষা নয় বলে শের এর লাবণ্য বাংলায় ফুটিয়ে তোলা খুব কঠিন। আপনি দেখবেন গানের ওস্তাদগণ বাংলার চেয়ে উর্দু হিন্দিতে ধ্রুপদী সঙ্গীত সাধনে বেশি স্বচ্ছন্দবোধ করে থাকেন। শের এর বাংলা অনুবাদ প্রায় শতবছর ধরে চলছে। বাংলায়ও শের রচনার নজির আছে। রফিক আজাদ 'দিওয়ান-ই-রফিক' নামে শের এর বই প্রকাশ করেছেন্। আমি চেষ্টা করছি। কাজটা কঠিন। দোয়া করবেন।
১০| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
শের সুর লেখা মানে সাহিত্যের খই ভাজা
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালোই বলেছেন। ভালো থাকবেন।
১১| ১৪ ই জুন, ২০২০ রাত ৮:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি তো তিলে তিলে বিশাল শের সমগ্র সাজিয়ে ফেলেছেন ...
অভিনন্দন
অসাধারন কঠিন এক শিল্পকর্ম শের।
মাত্র দু বা চার লাইনে সমস্ত ভাব শুরু, বিকাশ, সমাপ্তি
মহাকালের অমর সম্ভার হয়ে থাকবে শের সমূহ আর তার স্রস্টাও অবশ্যই
মহামতি চলে আপনা পথে
দেখেনা পিছুফিরে কে সাথে।।
১৪ ই জুন, ২০২০ রাত ৯:৪২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার। ভালো থাকবেন।
১২| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন।
১৪ ই জুন, ২০২০ রাত ১১:৫১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০০
ডি মুন বলেছেন: ইন্টারেস্টিং।
ভালো লেগেছে দুটো শেরই।
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। ভালো থাকবেন।
১৪| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৩
ডার্ক ম্যান বলেছেন: প্রশ্নহীন আস্তিকেরা তাঁহাকে খোঁজার নামে রাত করে ভোর
এটা দিয়ে কি বুঝিয়েছেন
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: 'প্রশ্নহীন আস্তিকেরা তাঁহাকে খোঁজার নামে রাত করে ভোর' এটা দিয়ে বুঝিয়েছি যাঁরা স্রষ্টায় নিঃশর্ত বিশ্বাস করেন তাঁরা স্রষ্টার নৈকট্য লাভের জন্য রাত জেগে আরাধনা করে থাকেন, ধর্মগ্রন্থ পাঠ করেন। মোদ্দা কথা, ধার্মিকরা স্রষ্টার ওপর নির্ভর করেন, নিজের জ্ঞানের অহমিকায় চুর হয়ে থাকেন না। তাঁরা স্রষ্টাকে নিয়ে কোন প্রশ্ন তোলেন না। তাঁরা পরমসত্তাকেই সবকিছুর আধার বলে বিবেচনা করেন।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। উত্তর দেরিতে দেবার জন্য দুঃখিত। ভালো থাকবেন।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: দারুন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। উত্তর দেরিতে দেবার জন্য দুঃখিত। ভালো থাকবেন।
১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লাগলো! বাংলায় শের একটু কেমন লাগে, যেমনটা উর্দুতে জমে যায়। আমি হাইকু'র ক্ষেত্রেও একই রকম ভেবেছি। ইংরেজিতেও যে চিত্রকল্প ভাসে, বাংলাতে খুব কম হাইকুই ওই চিত্রকল্প পেয়েছি। আপনার শের-জগতে হানা দিতে হবে দেখছি।
শুভকামনা!
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শের উর্দু কবিতার শ্রেষ্ঠ সম্পদ। মীর, গালিব,ইকবাল প্রমুখ মহাকবির হাতে শের অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। ভাব এবং ভাষাসৌকর্যে অতুলনীয় হয়ে উঠেছে। বাংলায় শের অনুবাদ এবং বাংলায় মৌলিক শের চর্চা অনেক দিনের ঐতিহ্য। বাংলায় মৌলিক শের রচনার সর্বশেষ উমদা একটি নজির রেখেছেন কবি রফিক আজাদ। তাঁর বইটির নাম 'দিওয়ান-ই-রফিক'। শের রচনায় উর্দু ভাষায় যে ভাব ও ভাষা সৌকর্য, বিশেষ করে বাকসংযম ও বাকচাতুর্যের দেখা মেলে বাংলায় সেটা আনার জন্য উচ্চ প্রতিভার প্রয়োজন। এটা দীর্ঘ সাধনার বিষয়। আমি অক্ষম মানুষ, গত একযুগ ধরে চেষ্টা চালাচ্ছি। চেষ্টাতো করছি এটাই সান্তনা।
হাইকু জাপনি কবিতার অতি উচ্চমার্গের কবিতা। আপাত সম্পর্কহীন খুব অল্প শব্দে ভাব প্রকাশ করা হয়। লেখা এবং বোঝা দুটিই অতি জটিল কর্ম। অন্য ভাষায় সেটা আনা খুব কঠিন। সেজন্যও দরকার উচ্চ প্রতিভা। আমি হাইকু চর্চার সাহসই পাই না। ইংরেজি হাইকু আমি পড়িনি। তাই সে বিষয়ে কথা বলতে পারছি না।
এ প্রসঙ্গে বলা যায়, এই উপমহাদেশের সাহিত্যের মধ্যে বৈদিক সাহিত্য প্রশ্নাতীতভাবে শ্রেষ্ঠ। সেটা বিশ্বসাহিত্যের ধ্রুপদীধারার অপরিহার্য অংশ। এর পরে লৌকিক ভাষার সাহিত্যের মধ্যে বাংলা আর উর্দু সাহিত্যই বিশ্বমানের।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৪
সাহাদাত উদরাজী বলেছেন: অনেকদিন ধরে লিখছেন না, আশা করি ভাল আছেন! লিখুন।
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জুনের শেষদিকে জ্বরে পড়ে মাসখানেক দুর্বল অবস্থায় ছিলাম। তবে এই জ্বর সেই জ্বর নয়। দু'টি পরীক্ষায় নেগেটিভ এসেছে। তবে সবমিলে মানসিক সুস্থিরতা নেই বলে লেখা মুশকিল। এখন দু'টি দীর্ঘ প্রবন্ধ লিখছি দু'টি লিটল ম্যাগের জন্য। প্রায় শেষ করে ফেলেছি। দোয়া করবেন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
নাসরিন ইসলাম বলেছেন: লেখাটি পড়ে খুব ভালো লাগলো। আশা করছি সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে ভালো আছি। ভালো থাকবেন।
১৯| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৭
শায়মা বলেছেন: ভাইয়া অনেকদিন আর শের লিখছো না। তাইনা?
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ঠিকই বলেছেন আপু। কাল আবার শের পোস্ট করেছি। ভালো থাকবেন।
২০| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
২১| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২০
ডার্ক ম্যান বলেছেন: নতুন কোন শের কি লিখেন নাই ???
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।