নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রেলিয়াকে প্রায় বাংলাওয়াশ করার পরপরই ক্ষুধার্ত বাঘের খাঁচায় ঢুকেছে কিউইরা। একাদশ মোকাবেলায় প্রথম জয়ের স্বাদ পেলো টাইগাররা। সেই জয়ও যথারীতি দাপটের সাথে। অসিদের শেষ ম্যাচে তাদের সর্বনিম্ন স্কোর আর ৬২ রানের বিশাল ব্যবধানের লজ্জা উপহার দিয়েছিলো বাংলার বাঘেরা। ঠিক তার পরের ম্যাচেই নিউজিল্যান্ডকেও সর্বনিম্ন স্কোরের লজ্জা আর ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারালো বাঘেরা। টসে জিতে কিউই দলনেতা টম ল্যাথাম ব্যটিং নিয়েছিলেন। বাংলাদেশের বোলিং তোপে প্রথম ওভার থেকে উইকে হারাতে শুরু করে। ৯ রানে ৪ উইকেট হারাবার পর আর মাথা তুলতে পারেনি কিউই দল। দলনেতা ল্যাথাম আর হেনরি নিকোলস ৫ম উইকেট জুটিতে ৩৪ রানের একটি জুটি গড়ে উইকেট পতনের জোয়ারে বাঁধ দেবার চেষ্টা করেছিলেন। সাইফুদ্দিন সেই বাধা অপসারন করেন। কাটার মাস্টার ৩ উইকেট, মাস্টার অলরাউন্ডার সাকিব, সাইফুদ্দিন আর নাসুম। মেহেদি নিয়েছেন প্রথম উইকেটটি। ১৬.৫ ওভারে শেষ কিউই ব্যাটিং।
এর জবাবে বাংলাদেশও কিউইদের সাথে খাপে খাপে মিলিয়ে শুরুতেই ওপেনার নাইমের (১ রানে) আর লিটনের (৭রানে) উইকে হারায়। সাকিব ৩ নম্বরে নেমে ৩৩ বলে ২৫ রান করেন। এটাই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান। এর সাথে ১০ রানে ২ উইকেট নিয়ে সাকিব ম্যান অব দা ম্যাচের পুরস্কার (১ হাজার মার্কিন ডলার) জিতে নেন। নাসুম ২ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার (১ হাজার মার্কিন ডলার) জিতে নেন। সাকিব আউট হবার পর ৪ ও ৫ নম্বরে নামা মুশফিক (অপরাজিত ১৬) আর অধিনায়ক রিয়াদ (অপরাজিত ১৪) ম্যাচ জিতে হাসিমুখে ড্রেসিং রুমে ফিরেছেন।
বাংলার বাঘদের অভিনন্দন!!!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার পর্যবেক্ষণ সঠিক। বিশ্বকাপের উইকেট ভিন্ন হবে। ফাস্ট বোলার অবশ্য আমাদের জন্য সমস্যা না। সমস্যা উইকেট। ভালো থাকবেন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৩
নূর আলম হিরণ বলেছেন: র্যাঙ্কিংয়ে উন্নতি হবে তবে স্কিলে তেমন উন্নতি হবেনা এমন পিচে খেলা হলে।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। জুন আপুও এটা নিয়ে উদ্বিগ্ন।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এভাবেই চলুক টাইগারদের জয়যাত্রা।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেশে ক্রিকেটে অনেক এগিয়েছে। সকল ক্রিকেটারদের প্রানঢালা অভিনন্দন। এবং সাথে সাথে আপনাকেও অভিনন্দন।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৪
জুন বলেছেন: নিউজিল্যান্ড কিন্ত অনেক প্রস্তুতি নিয়ে এসেছিল যেইটা অস্ট্রেলিয়া করে নাই। আজকের খেলায় ৯ রানে চার উইকেট আমি সত্যি হতবাক। চা বানাতে বানাতে বলছিলাম একি এখনো আরেকটা উইকেট পরে না ক্যানো! আপনার ভাই বিরক্ত হয়ে বলে উঠলো "তুমি কি বলো এত কম স্কোরের খেলা দেখে কি ভালো লাগবে নাকি! ওদের অন্তত ১০০/১৫০ করতে দাও"।
তারপর তো আমাদের টাইগারতা ইতিহাস গড়লো।
কিন্ত আমি ভাবছি সামনে টি/২০ বিশ্বকাপে এমন স্লো উইকেট কি বানাবে নাকি কতৃপক্ষ ? ওরা বানাবে ফাস্ট বোলারদের উপযোগী ব্যাটিং উইকেট। তখন যে কি হবে আল্লাহ জানে।