নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরান আমলের লোক হিসাবে পুরান অভ্যাসবশতঃ এখনো প্রতিদিন টিভি সংবাদ দেখে/শুনে থাকি। গত কয়েকদিন ধরে সব চ্যানেলে প্রথম সংবাদ কমলাপুর রেলওয়ে সেটশনে ঈদ উপলক্ষ্যে অগ্রিম টিকেট কাটা নিয়ে জনসাধারণের ভোগান্তির সংবাদ শীর্ষ সংবাদ হয়ে আছে। কয়েকদিন পর যুক্ত হয়েছে চট্টগ্রামের টিকিট সংবাদ। প্রথমে প্রতিবেদন, সাথে অনিয়ম নিয়ে এক প্যারাগ্রাফ। তারপর টিকিট প্রত্যাশীদের সাক্ষাৎকার (সাধারণতঃ মহিলা)। তারপর লাইভ প্রতিবেদন।
এরপরের সংবাদ কুরবানির গরু নিয়ে। সেখানে খামারী, ব্যাপারিদের সাক্ষাৎকার, সাথে চোরাইপথে ভারতীয় গরুর আগমন নিয়ে এক প্যারা। এরপর লাইভ। নতুন জুটেছে বিশিষ্ট গরু, যথাঃ ৩০ মন ওজনের 'গুংগা', ৩৫ মন ওজনের 'মহারাজ' প্রমুখের তেলতেলে বদন, সম্ভাব্য দাম (২০লাখ/পঁচিশ লাখ)। এরপর যথারীতি গাবতলী, কুষ্টিয়া কিংবা সোনামসজিদ স্থলবন্দর থেকে লাইভ প্রতিবেদন।
তারপর বন্যা পরিস্থিতির হালকা আপডেট। তারপর আসাম মেঘালয়ের বন্যার সংবাদ।
ইউক্রেন যুদ্ধ নিয়ে একপ্রস্থ।
মাঝে খবরের তিনগুন সময় বিজ্ঞাপন। ঈদে কোন কোন নাটক, টেলিফিল্ম দেখানো হবে, কোন চ্যানেল মালিক এবারো গান শুনতে দর্শকদের বাধ্য করবেন এই সংবাদও থাকে।
এই হলো টিভি সংবাদের মোদ্দা সংবাদ।
০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা। কিছু নাই।
২| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ বিটিভি'র মতো ইচ্ছা করেই কি বিদ্যুৎ সমস্যা/লোড শেডিং সংক্রান্ত খবর স্কিপ করলে!
০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা। কেমন আছেন ভাইয়া?
৩| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: টিভিতে সংবাদ দেখি না। বিরক্ত লাগে। একটু পর পরর বিজ্ঞাপন দিদতেই থাকে।
০৬ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধুতে থাক, ধুতে থাক-এর মতো দিতেই থাকে দিতেই থাকে বিজ্ঞাপন।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৯
সোনাগাজী বলেছেন:
দেশের বেকারের সংখ্যা, ডলারের মুল্য, ইউনিভার্সিটির গ্রেজুয়েশন, বেগম জিয়ার স্বাস্হ্য নিয়ে কিছু নেই?