![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আমার সারাদিন সারাবেলা গুরত্বপূর্ণ
পাগোলের মত তন্নতন্ন
মাথায় কি যেন আসছে না !
সবকিছু বাদ দিয়ে যেতে গেলে
কোন কিছু বাদ দিতে পারি না !
যে জিনিস কেটে গেছে কবিতায়
আমি কাঁদলে আমার নিজের লজ্জা লাগে
পাথরের আড়ালে লুকিয়ে আছে ছোট গাছ
পানির নীচে আগাছা ।
আমার অভিজ্ঞতা নোনতা
আমি বাঁচতে গিয়ে বাঁচতে পারনাম না
আমি চিন্তা করি লুকিয়ে
দুশ্চিন্তা ভুলে গেছি!
আমার মাথায় ছাতা আছে
বৃষ্টি আমাকে ভিজিয়ে দিচ্ছে।
আমি পোশাক পরি এক
পোশাকের উপর আরেক পোশাক।
আমার সব কাজ সারা
কোন একটা যেন বাকি রয়ে গেছে ।
©somewhere in net ltd.