![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
প্রিয় আরণ্যক এত সহজে নষ্ট হয়ে গেলি
এত ভাবতে পারিস তুই, এত ভাববার কি আছে?
এত কাঁদিস তুই, এত কাঁদবার কি আছে?
প্রিয় আরণ্যক মাথার চুলগুলো আঁচড়িয়ে নে
কিছু তরুণের সাথে তোকে মিলিয়ে নেব
একটু কথা বলত উঁচু করে
বিকেলের ঘুরতে যাওয়া তরুনদের সাথে
তোকে মেলাব
আমাদের নষ্ট শহরে ভাল মেয়েটি গোপনে বলেছে
ঠিক তোর মত একটি ছেলে তার দরকার
সেই মেয়েটির সাথে তোর দেখা করিয়ে দেব
প্রতিদিন প্রতিদিন তোর বদ্ধ ঘরে তালা দেখতে চাই
যেন বুঝতে পারি তুই ঘর ছেড়ে হাসি মুখে বেরিয়ে গেছিস
তোর স্বপ্নগুলোর কথা পথের মানুষ শুনুক
আমি তোকে কিছু ভাল বন্ধু দিতে চাই
আরণ্যক তোকে সবার সাথে মিলিয়ে নেব
ভাল একটা জামা পরে তাড়াতাড়ি
ঘর থেকে বেরিয়ে আয়-আর দেরি করিস নে।
©somewhere in net ltd.