![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
প্রিয় আরণ্যক খোদার দেওয়া কষ্টগুলো
আশীর্বাদ ভেবে ভালবাসিস
প্রতিদিন তুই কষ্টগুলো সহ্য করার
অভ্যাস করিস
দেখ খড় ও শুকনো পাতাগুলো উড়ে যাই
নিজের চাওয়াগুলো ওভাবে উড়িয়ে দিয়ে
কষ্টগুলো বুকে তুলে রাখিস
প্রতিদিন তোর বাড়ির পাশের নদী দিয়ে স্রোত চলে যাবে
বাতাস ভেসে যাবে
মেঘ ভেসে যাবে
প্রতিদিন খোদার দেওয়া পৃথিবীটাকে
দুচোখ খুলে , বুক ভরে দেখিস
প্রতিদিন জীবনটাকে হাল্কা করে দেখিস
প্রতিদিন ব্যথাগুলোকে ঠুনকো মনে করিস
প্রতিদিন সবার সাথে হাসি মুখে কথা বলিস
প্রতিদিন স্বাভাবিক হয়ে আনন্দে থাকিস
প্রতিদিন খোদার দেওয়া কষ্টগুলো
সহ্য করে থাকিস,খোদাকে ভালবাসিস।
©somewhere in net ltd.