![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
প্রিয় কবি তোমার কবিতায় একটি আরণ্যক আছে
ও তোমার কবিতায় দুটো না খেয়েই সকাল সকাল পিছু নেই
ওকে আরেকটু পুষ্টি দিও,খাওয়ার সময় দিও
ও যাতে আরো বেড়ে উঠতে পারে
আরণ্যক অনেকটা
গাছের অপুষ্ট চারা তুল্য ,মরতে মরতে বেঁচে গেছে
প্রভুর দূর্বল ভৃত্য তুল্য,মায়ের না চাওয়া সন্তান তুল্য
তোঁতলা ,অবলা ধরনের
ও খালি হাতে রোদ্রে গেলে ওর হাতে ছাতা দিও
আমরা ওকে বৃষ্টি মাথায় ছাতা হাতে দেখতে চায়
রোদে পোড়া শরীরে মাঠে ময়দানে ঘুরে বেড়াবে!
ও আরেকটু বেশী বলতে দিও!
ওকে ঘুমাতে দিও!
ওকে দিয়ে সারা পৃথিবীতিটা ঘুরিয়ে নিয়ে এসো
ভারি বাতাস ও পুরা পৃথিবীর আধমরা ভাবটা ও দেখে আসুক
কেন যেন মনে হচ্ছে ! আধমরা আরণ্যক অনেক ফল দেবে
অনেক ফল দেবে! কাঠ দেবে!
তোমার আরণ্যক অনেক বেঁচে থাকুক
ওর বালক বয়সের দূর্বল বাহুদুটো খুব শক্ত হক
না খাওয়া পেট,টেক মাথাটা আরো আশীর্বাদপুষ্ট হোক
তোমাকে ও তোমার আরণ্যককে অভিনন্দন।
©somewhere in net ltd.