![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
হে আত্মা তুমি প্রশান্ত হও বলেও -কোন কাজ হচ্ছে না
মিষ্টির দোকানে গিয়ে আত্মার মুখে মিষ্টি দিলাম
কাজ হল না
বাড়ী এসে টক ঝাল তাও দিলাম কাজ হল না
হে আত্মা তুমি প্রশান্ত হও -বলে কাজ হচ্ছে না
যে বইয়েরপৃষ্ঠা নাড়ছি
সে বইয়ের আর কত পৃষ্ঠা আছে জানিনা
কাহিনীও শেষ হচ্ছে না
আমার আর বই পড়তে ভাল লাগছে না
হে আত্মা তুমি প্রশান্ত হও -বলে
কাজ হচ্ছে না
আত্মাকে বললাম তুমি কি চাও?
দিলাম আত্মার মুখে খির সন্দেশ,মিঠাই, মধু
ভাল ভাল জায়গায় আত্মাকে সাথে করে ঘুরতে গেলাম
বন্ধুদের সাথে আড্ডা দিলাম
তবুও আত্মা প্রশান্ত হল না
হে আত্মা তমি প্রশান্ত হও- বলে কাজ হচ্ছে না
এতীম খানায়, বৃদ্ধাশ্রমে, প্রতিবন্ধীদের আত্মা দেখতে
গেলাম ,তারাও আমার মত অশান্ত
তবু আমার মনে সান্ত্বনা এলো না
ধনীদের আত্মা দেখলাম
তারাও অশান্ত তাও বুঝতে দেরি হল না
তবু আমার আত্মা প্রশান্ত হল না
হে আত্ম তুমি প্রশান্ত হও-বলে কাজ হচ্ছে না
ভাবলাম মরে গেলেই সব কাহিনী শেষ হবে
নাটকীয়তাও শেষ হবে
সুখ দুঃখ শেষ হবে
তার আগে এই আত্মা প্রশান্ত হবে না
হে আত্মা তোমার দুশ্চিন্তা ইহ জগতে
আর সাঙ্গ হবে না
হে আত্ম তুমি প্রশান্ত হও-বলে কাজ হচ্ছে না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার উপস্থাপনা।

ঈদের শুভেচ্ছা জানবেন।