![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।
কাজের একঘেয়েমি থেকে পরিত্রানের জন্য আমার পরিচিত কয়েকজন একদিনের জন্য আনন্দভ্রমণে যাবার পরিকল্পনা করে। পরিকল্পনা হয় গত ২০১৩ সালের ফেব্রুয়ারী বা মার্চ মাসের দিকে। ভ্রমণের সময় ঠিক হয় ২০১৪ সালের মার্চ মাস। ভ্রমণের জন্য ৩২ জন সদস্য পায়। তারা ১টি মিটিং এর মধ্যেমে আনন্দভ্রমণের পরিকল্পনা তৈরী করে। বেশ কয়েকটি পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় পরিকল্পনা ছিল তহবিল সংক্রান্ত। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, মার্চ/১৩ মাসের মধ্যে সদস্য প্রতি ৩০০ টাকা করে আদায় করা হবে এবং ঐ টাকা দিয়ে ছাগল ক্রয় করে অন্য মানুষের মাধ্যমে ছাগলগুলো লালন-পালন করে ভ্রমনের সময় ছাগল বিক্রয়ের মাধ্যমে ভ্রমনের খরচ বহন করা হবে। সে মোতাবেক ৩২ জনের নিকট থেকে ৯৬০০ টাকা আদায় করা হয়। মিটিং এ তারা ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরী করে। তাদের কাজ হলো ছাগল ক্রয়, লালন-পালন এবং বিক্রয়ের ব্যবস্থা করা। সিদ্ধান্ত অনুযায়ী ছাগল কমিটি ৪টি ছাগল ক্রয় করে এবং একটি লভ্যাংশের মাধ্যমে এক ব্যক্তিকে তা লালন-পালনের দায়িত্ব দেয়। আনন্দভ্রমনকে কেন্দ্র করে প্রত্যেকেই একটা স্বপ্ন দেখে, নিজের মধ্যে একটি রোমান্স তৈরী করে। বিভিন্ন সময় একে অপরের সাথে কথা বলার সময় হোক তা স্বাক্ষাতে বা ফোনে, ভ্রমণ সম্পর্কে ২/১ মিনিট কথা হবেই হবে। বিভিন্ন সময় ২/৩ জন ছাগলগুলো দেখে আসে। কেউ কেউ আনন্দভ্রমন উপলক্ষ্যে পোষাক তৈরী করেছে। কেউ কেউ কিভাবে মজা করা যায় তার প্লান ঠিক করেছে, সেই প্লান ভেবে ভেবে নিজে নিজেই পুলকিত হচ্ছে। যতই ভ্রমনের সময় ঘুনিয়ে আসে তাদের অনুভুতিগুলো আরো প্রবলভাবে নিজের মধ্যে অনুভব করছে। তাদের সে অনুভুতিগুলো আমি লিখে প্রকাশ করতে পারবো না কারণ আমি কোন উপন্যাসিক নয়।
দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে মার্চ/১৪ মাস আসে। কমিটির সদস্যত্রয় একদিন নিজেদের মধ্যে পরামর্শ করে ছাগলগুলো বিক্রয়ের ব্যবস্থা করে। ছাগল কমিটির সদস্যসহ আরও ২/৩জন মিলে ছাগল ৪টি হাটে নিয়ে যায়। ছাগল ৪টি হাটে নিয়ে যায় পর তাদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে। ছাগলগুলো ক্রয়ের কোন তেমন ক্রেতা পাচ্ছে না, আবার ক্রেতা পেলেও আশানুরূপ দাম হচ্ছে না। তারা বাহিরের ২/১ জন লোকের সঙ্গে কথা বলে জানতে পারে যে বর্তমানে ইরি মৌসম চলছে, বিধায় ক্রেতা খুবই কম। এছাড়া কৃষকের নিকট টাকার ঘাটতি থাকায় অনেকেই গরু ছাগল বিক্রয় করছে বিধায় দাম কম। অর্থাৎ এখানে অর্থনীতির সূত্র প্রয়োগ হয়েছে। অর্থাৎ যোগান বাড়লে দাম কমে এবং যোগান কমলে দাম বাড়ে। যাইহোক ছাগল কমিটি আয়োজক কমিটির সঙ্গে ফোনে কথা বলে ছাগলগুলো বিক্রয় করে। ছাগল ৪টি বিক্রয়মূল্য হয় ৯২০০ টাকা। হিসাব করে দেখা যায় ৪০০ টাকা ক্ষতি হয়েছে। প্রকৃত ক্ষতি আরও অনেক বেশী। ছাগল পালনের খরচ এখানে হিসাবভুক্ত করা হয়নি। এই খবর যখন সদস্যগণ জানতে পারে তাদের আফসোসের ও বিষাদের সীমা থাকে না। পাঠকগণ আপনারা এই বিষাদের বিষয়টি নিজেরাই অনুভব করুন।
পরবর্তীতে তারা একটি মিটিং করে ভ্রমণে না যাওয়া বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ২০১৫ সালে যেভাবেই হোক তারা আনন্দভ্রমণে যাবেই যাবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, পাঠকগণ তহবিল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বিবেচনাযোগ্য।
©somewhere in net ltd.