![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।
মহাগ্রন্থ আল কোরআনে ভাগ্য রজনী সংক্রান্ত বিষয়ে খোজ করতে গিয়ে ৪৪ নম্বর সূরা দুখান এর ১ থেকে ৪ নম্বর আয়াত আমার দৃষ্টিগোচর হয়েছে। এখানে মহান আল্লাহ তা’য়ালা এভাবে বলছেন, হা-মী-ম। ওয়াল্কিতা-বিল্ মুবী-ন। ইন্না- আংঝালনা-হু ফী- লাইলাতিম্মুবা-রকাতিন ইন্না- কুন্না- মুংযিরী-ন। ফী-হা- ইউফ্রকু কুল্লু আম্রিন হাকী-ম। বাংলা অনুবাদ হলো- হা-মী-ম। সুস্পষ্ট কিতাবের শপথ। নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি মোবারক রজনীতে, আমি তো সতর্ককারী। এ রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়।
এখানে আল্লাহ তা’য়ালা স্পষ্ট করে বলছেন, যে রাত্রিতে এই কোরআন নাযিল করা হয়েছে তা একটি বরকতময় রাত্রি এবং এই বরকতময় রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি বন্টন করেন।
আবার মহান আল্লাহ তা’য়ালা ৯৭ নম্বর সূরা ক্বদর এর ১ নম্বর আয়াতে এভাবে বলছেন- ইন্না- আংঝালনা-হু ফী- লাইলাতিল্ ক্বদরি। অর্থ- আমি তা (আল কোরআন) নাযিল করেছি মহিমান্বিত রজনীতে।
এখানে বুঝার কোন অসুবিধা নাই। যে রাত্রিতে এই কোরআন নাযিল করা হয়েছে আল্লাহ তা’য়ালা একজায়গায় ঐ রাত্রির মোবারকময় বৈশিষ্ট প্রকাশ করেছেন আবার অন্য আয়াতে ঐ রাত্রির মহিমান্বিততা বৈশিষ্ট ঘোষণা করেছেন।
কোরআন নাযিলের রাত্রিতে আল্লাহ তা’য়ালা প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় বন্টন করেন বিধায় তা একদিকে বরকতময় রজনী এবং ঐ রাত্রিকে আল্লাহ তা’য়ালা হাজার হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলেছেন বিধায় তা এক মহিমান্বিত রজনীও বটে।
এই মোবারক এবং মহিমান্বিত রজনী রয়েছে রমজান মাসে, শাবান মাসে নয়। কারণ আল কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। মহান আল্লাহ তা’য়ালা মহাগ্রন্থ আল কোরআনের ২ নম্বর সূরা আল বাকারাহ এর ১৮৫ নম্বর আয়াতে এভাবে বলছেন- শাহ্রু রমদ্বা-নাল্লাযী- উংঝিলা ফী-হিল কুরআ-নু হুদাল্লিন্না-সি ওয়া বাইয়্যিনা-তিম্মিনাল হুদা- ওয়াল্ফুরক-ন। অর্থাৎ রমজান মাস, এতে কোরআন নাযিল হয়েছে, তা মানুষের জীবন-যাপনের বিধান এবং তা এমন সুস্পষ্ট উপদেশাবলিতে পরিপূর্ণ যা সঠিক ও সত্যপথ প্রদর্শন করে এবং সত্য-মিথ্যার পার্থক্য পরিস্কাররূপে তুলে ধরে।
সম্মাণিত পাঠকগণ আপনারাই সিদ্ধান্ত নিন ভাগ্য রজনী শা’বান মাসে রয়েছে না রমজান মাসে রয়েছে? কোরআনের স্পষ্ট বক্তব্য হলো, যে রাত্রিতে এই কোরআন নাযিল করা হয়েছে তা একটি বরকতময় রাত্রি এবং এই বরকতময় রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি বন্টন হয়ে থাকে। বিধায় ভাগ্য রজনী শা’বান মাসে নয় রমজান মাসের মধ্যে রয়েছে। উক্ত রাত্রি উৎযাপনের বিভিন্ন বিষয় নিয়ে রমজান মাসে লিখার আকাংখা করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন ঐ রাত্রি উৎযাপনের সঠিক জ্ঞান দান করেন এবং লিখার তউফিক দেন।
চলবে---------
শবে বরাতঃ (ভাগ-১)
©somewhere in net ltd.