নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।

জীবনের খাতা

আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।

জীবনের খাতা › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

হে আল্লাহ, আমি অধম। জীবনে অনেক গুনাহ করেছি। নিজের জন্য আপনার কাছে কিছু চাওয়ার সাহস আমার নেই। কিন্তু যখন আমার ভাইয়ের রক্তে মিয়ানমার ভাসছে, তখন আর চুপ থাকতে পারলামনা ওগো দয়াময়। ফিরাউন বাহিনীর আক্রমনে পালিয়ে যাওয়ার সময় নীলনদের সামনে দাড়িয়ে হযরত মুসা আঃ এর অনুসারীগণ বিপদ ব্যতিত অন্য কোন উপায় দেখেনি। তখন আপনি নীলনদের বিশাল জলরাশিকে দ্বিখন্ডিত করে রাস্তা তৈরী করে মুসা আঃ সহ তাঁর অনুসারীদের রক্ষা করেছিলেন এবং নীলনদের বিশাল জলরাশির মধ্যে ফেরাঊনকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। আমি দেখিনি, আপনার কালাম মারফত জেনেছি। ঈব্রাহিম আঃ কে নমরুদের বিশাল আগুন থেকে বাঁচিয়েছিলেন। আমি দেখিনি, আপনার কালাম মারফত জেনেছি। এমনি ভাবে ঈসা আ., নূহ আঃ সহ অনেক নবী-রাসূল ও অনেক জাতিকে আপনি বাঁচিয়েছিলেন।
আমি দেখিনি ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া (রাঃ) কে দ্বিখন্ডিত করার করুন দৃশ্য। আমি দেখিনি হযরত আমির হামজা (রাঃ) এর বুক চিরে কলিজা বের করে তা খাওয়ার দৃশ্য। আমি দেখিনি হযরত বেলাল (রাঃ) কে মরুভূমির তপ্ত বালির উপর পাথর চাপা দেয়ার ঘৃন্য দৃশ্য। আমি দেখিনি হযরত খাব্বাব (রাঃ) কে জ্বলন্ত কয়লার উপর শুয়ে দেয়ার মত নিষ্টুর নির্যাতনের দৃশ্য।
তবে আমি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্মার রোহিঙ্গাদের উপর ঘৃন্য নির্যাতনের দৃশ্য দেখছি এবং খবর শুনেছি। আর সহ্য করতে পরিনা, বিচলিত হয়ে অন্তরের অন্তরস্থল থেকে আপনার নিকট দোয়া করছি, আপনার সেই বিশেষ মেহেরবানি আজ আপনি মিয়ানমারের রুহিঙ্গাদের উপর করুন। ইয়া আল্লাহ ওদেরকে বাঁচান, আপনি ওদেরকে রক্ষা করুন। তারা মজলুম তাদের দোঁয়া কবুল করুন। আমি জানি মজলুমের দোয়া আপনি নিশ্চিত কবুল করেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমীন।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

সবুজ২০১২ বলেছেন: আমিন, সুম্মামিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.