| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
প্রথম মৃত্যুর আগে
তখন বাতাসগুলো ডাকছিলো
অচল পাখা মেলে
এ্যালবাট্টস ভাসছিলো
হাঁকছিলো সুদূরের ফ্লিউট।
গাংচিল ওড়ছিলো
নীলাকাশে ডানা মেলে
সলোমন খেলছিলো
লাগছিলো ভীষণ কিউট।
প্রথম প্রহর গুনছিলো
মৃত্যুর তালে
দ্বিতীয় জন্ম দোলছিলো
প্রসবের নিত্য আনাগোনায়।
সবুজ ফুল ফুটছিলো
নতুনের ভালে
দ্বিতীয় জন্ম আসছিলো
জীবনের কানায় কানায়।
২.
যদি...
©somewhere in net ltd.