নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন পথের বাঁকে

মোহাম্মাদ কিবরিয়া

মোহাম্মাদ কিবরিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রথম মৃত্যুর আগে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

১.
প্রথম মৃত্যুর আগে

তখন বাতাসগুলো ডাকছিলো
অচল পাখা মেলে
এ্যালবাট্টস ভাসছিলো
হাঁকছিলো সুদূরের ফ্লিউট।

গাংচিল ওড়ছিলো
নীলাকাশে ডানা মেলে
সলোমন খেলছিলো
লাগছিলো ভীষণ কিউট।

প্রথম প্রহর গুনছিলো
মৃত্যুর তালে
দ্বিতীয় জন্ম দোলছিলো
প্রসবের নিত্য আনাগোনায়।

সবুজ ফুল ফুটছিলো
নতুনের ভালে
দ্বিতীয় জন্ম আসছিলো
জীবনের কানায় কানায়।

২.
যদি রেণু হই
তুমি বেণু হয়ো
যদি পাখি হই
তুমি গান হয়ো
যদি শব্দ হই
তুমি সুর হয়ো
যদি গান হই
তুমি বেহাগ হয়ো
যদি জল হই
তুমি তরঙ্গ হয়ো
যদি নদী হই
তুমি সাগর হয়ো
যদি সাগর হই
তুমি আকাশ হয়ো
যদি আকাশ হই
তুমি হৃদয় হয়ো
যদি হৃদয় হই
তুমি বন্ধু হয়ো
যদি বন্ধু হই
কাছে ডেকে নিয়ো।

৩.
ওরে পাখি ওরে গান
মন করে আনচান
তবে সুর হয়ে
নিরবধি বয়ে
থেকো চির অম্লান।

৪.
আমি পিপীলিকা
পিলপিল চলি
আপন মনে বলি,
ওরে নিহারীকা-
কত দূরের পথ
চালাই এ দ্বৈরথ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর লিখেছেন

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

মোহাম্মাদ কিবরিয়া বলেছেন: ধন্যবাদ নিবেন।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কবির নাঈম দোদুল বলেছেন: সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.