নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিষান কুমার

সকল পোস্টঃ

আমি কেমন

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৪

আকাশ দেখলেই উড়াল মারি
খুঁজিনা কোন মানে
আমি কেমন আকাশ তা জানে।

জল দেখলেই নিজেকে ভাসাই
গলা ছাড়ি উজানে
আমি কেমন নদী তা জানে।

পাখি দেখলেই আমিও পাখি হই
ফুল ছুঁলেই আমিও ফুল হই
থাকেনা কোন ব্যবধান কোন...

মন্তব্য২ টি রেটিং+০

বিরোধীদল

০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:২০


ভালবাসা বিরোধীদল হয়ে যায়
আমি কেবল অবাক হয়ে দেখি
যে ভালবাসা আমায় আগলে রাখত
নিবিড়তম পর্যবেক্ষণে।

সেই ভালবাসা আজ আমায়
একশো দিনের হরতালের ভয় দেখায়
আমরণ অনশনে বসে
কূটনৈতিক সর্ম্পক বাড়ায়
আমাকে উৎখাত করার জন্য।

অথচ দুজনে মিলেই...

মন্তব্য১ টি রেটিং+০

তোমার শরীরে

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৪

যেভাবে কফির কাপে
ঠোট নামে নিষ্পাপে

যেভাবে চুপ চাপে
বরফ গলে উত্তাপে

সেভাবেই নামছি তোমার গভীরে
সেভাবেই গলছি তোমার শরীরে।।

মন্তব্য১ টি রেটিং+১

নোনা জল

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০২


কেন গেলে সমুদ্র স্নানে
আমার চোখেতেই তো ছিল নোনা জল।
ধূ-ধূ প্রান্তর
আর ভারী বাতাসের কোলাহল।

তুমি নির্ভয়ে মেতে উঠতে পারতে
ডুব সাঁতারের একান্ত আলাপনে
তুমি খুব সহজেই হারাতে পারতে
বাহারি বালিয়াড়ির বিজ্ঞাপনে

ধরতে...

মন্তব্য৫ টি রেটিং+৩

হৃদয় পুর

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

যদি মেঘের কথায় বৃষ্টি দেয় সুর
অার কন্ঠে তুলে নেয় সে গান যদি মধ্য দুপুর

জানি সে গান মহাকাল ছুঁবে
জানি সে গান রোদের অাকাল ধুবে

বয়ে যাবেই দুর বহুদুর
নাড়া দেবেই হৃদয় পুর।।...

মন্তব্য২ টি রেটিং+০

মেয়াদ উত্তীর্ণ জীবন

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১০

.....................
মেয়াদ উত্তীর্ণ জীবন আমার
তাই কেও
আমাকে আর ব্যবহার করতে চায় না
যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলি
সেই ভয়ে
তবু মনের কিছু কুচক্রি মহল
আমায় চুপে চাপে চালিয়ে নিতে চায়
শাসন ত্রাশন উপেক্ষা করে
কিন্তু বাধ...

মন্তব্য০ টি রেটিং+০

জলাবদ্ধ জল

০২ রা মে, ২০১৭ বিকাল ৫:১০

আমি বৃষ্টি নামার পরে
তোমার উঠোনে জলাবদ্ধ জল/
তবু তুমি নির্ভয়ে পা ফেলতে পারো
ভাসাতে পারো কাগজি নৌকার দল/

আমি তোমায় ডুবিয়ে নেবো না
তোমার নৌকো উলটিয়ে দেবো না

মনে যতই থাক শাওন মেঘের ঢল/

মন্তব্য৩ টি রেটিং+০

টুনা টুনির আজও ঘুরেনি দিন

০১ লা মে, ২০১৭ সকাল ৯:০৯

টুনা টুনির
আজও ঘুরেনি দিন/
এখনও সেই কুড়ে ঘরে
জীবন চলে সস্তা দরে
মাথায় চেপেছে
তাদেরও যে বৈদেশিক ঋণ/

টুনা টুনির
আজও ঘুরেনি দিন//

মন্তব্য২ টি রেটিং+১

নেই আমি কোন খবরে

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০২

ঝুলে আছি কাটা তারে
তবু নেই আমি কোন খবরে/

রাস্তাটাও আজ ভুল ঠিকানা দেখায়
ব্যাকরণও ভুল বানান শেখায়
স্বপ্নটা বিক্রি হয় অদরে/

তবু নেই আমি কন খবরে//

মন্তব্য৫ টি রেটিং+২

আমার ঘরে না ফেরা গল্প

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

আমার ঘরে না ফেরা গল্প
ঘর পেয়েছে সে বিকল্প/
হৃদয় পথে তার যাওয়া আসা
তাই-বুঝি আজ অল্প/

কোন অভিমানে
কার সন্ধানে
গল্প হল যে ঘর ছাড়া/
কার আকাশে সাজাল সে
সন্ধ্যা রাতের তারা/

মন্তব্য০ টি রেটিং+০

আমি বদলাতে পারি না

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

প্রতিদিন ভাবি বদলে যাব
বদলাব নিজের নাম দাম ঠিকানা/
দিন শেষে এসে দেখি-
আমি সেই পুরনোতে চিরচেনা/
আমি বদলাতে পারি না//

মন্তব্য২ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.