![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা বিরোধীদল হয়ে যায়
আমি কেবল অবাক হয়ে দেখি
যে ভালবাসা আমায় আগলে রাখত
নিবিড়তম পর্যবেক্ষণে।
সেই ভালবাসা আজ আমায়
একশো দিনের হরতালের ভয় দেখায়
আমরণ অনশনে বসে
কূটনৈতিক সর্ম্পক বাড়ায়
আমাকে উৎখাত করার জন্য।
অথচ দুজনে মিলেই গড়ার কথাছিল
প্রেমময় এক নতুন ভূখন্ডের।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।