![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন গেলে সমুদ্র স্নানে
আমার চোখেতেই তো ছিল নোনা জল।
ধূ-ধূ প্রান্তর
আর ভারী বাতাসের কোলাহল।
তুমি নির্ভয়ে মেতে উঠতে পারতে
ডুব সাঁতারের একান্ত আলাপনে
তুমি খুব সহজেই হারাতে পারতে
বাহারি বালিয়াড়ির বিজ্ঞাপনে
ধরতে পারতে মুঠো মুঠো ঢেউয়ের দল
আমার চোখেতেই তো ছিল নোনা জল।।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন:
দু’ ফোটা চোখের জলে
যার পোষায় না মোটেও
সে সমূদ্র স্নানে যাবেই।
যে দেখে দৃষ্টি ভ্রমে
চোখের জলকে সমূদ্র
তাকে তাতে যুবানো যায়
কল্পনায়। তার জন্য লাগে
তেমন কল্পনার কোন মন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১
মিঠু জাকীর বলেছেন: বাহ !
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৫
জুন বলেছেন: খুব সুন্দর অনেক ভালো লাগা রইলো। আমি আধুনিক কবিতা অনেক কম বুঝি তারপরও আপনারও কবিতা বুঝলাম
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার অনুভূতির ছোঁয়া কবি দা