![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”
#আমেরিকায় বিরোধী দলের হোটেল ওয়াটারগেটে ফোনে আঁড়ি পাতায় সরকারকে পদত্যাগ করতে হয়েছিল!
আমেরিকার ইতিহাসে নিক্সনকে অভিশংশন করে বের করে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট পদ থেকে। যা এখনো ওয়াটারগেট কেলেংকারী নামে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ঘৃণিত অধ্যায় হয়ে লিখা আছে।
আর আমাদের দেশে সবার ফোনে আঁড়ি পেতে প্রকাশ্যে ফাঁসও করে দেওয়া হয়!
#যে কোন নাগরিকের ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশের সংবিধান।
#বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে সরকারি সংস্থাগুলোর বাইরে যে কোন ব্যক্তির কথোপকথন আড়ি পেতে রেকর্ড করলে বা প্রচার করলে দুই বছর কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
২| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫
ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশে আইন কানুন আওয়ামিলীগের জন্য নয়। তারা সকল প্রকার আইনের উর্ধে।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
কে ত ন বলেছেন: স্কাইপে কেলেঙ্কারিতে যুদ্ধাপরাধের বিচারপতির মান ইজ্জত ধুলায় মিশিয়ে দেয়ার অভিযোগে আমার দেশ সম্পাদককে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে কি ঘোলটাই না খাওয়ালো, কিন্তু সরকারী কোন প্রতিষ্ঠান যখন বিরোধী কোন নেতার ফোনে আড়ি পাতে, তখন তাকে পরোক্ষ ভাবে পুরস্কৃত করা হয়। ক্ষমতার অপব্যবহার যতভাবে করা যায় - এই সরকার কোনটাই বাদ দিচ্ছেনা।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: ফোনে আড়িপাতা হয় শুধু অপর পক্ষ কে হেনস্তা করার জন্য।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
জুনায়েদ বি রাহমান বলেছেন: এই নির্লজ্জ কাজ আওয়ামী মিডিয়ায় গৌরবের সাথে প্রচার করে এবং এটা নিয়ে টকশো মকশো করে কি প্রমাণ করতে চাইছে?!
৭১টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি, সময়, ডিভিসি, এটিএন নিউজ....- এই চ্যানেলগুলোর পক্ষপাতিত্ব চোখে পড়ার মতো। এরা সাংবাদিক-মিডিয়ার কলঙ্ক।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫
রাকু হাসান বলেছেন:
ভালো একটি টপিক ছিল লেখার । আর বেশি লিখলে ফেসবুকীয় পোস্টের তকমা পেত না । আমি মনে এসব ফাঁস হচ্ছে গুরুত্বপূর্ণ সময়ে । খেয়াল করলে দেখা যাই এখন পর্যন্ত ফাঁস হওয়া সব ফোনালাপ সরকারের পক্ষে যাচ্ছে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া কেউ এসব ফাঁস করার কথাও না । সেই মানের হ্যাকারও আমাদের নেই ।