![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.
ছুটবেলা থেকেই আমি একটু অগোছাল,মা বলত বাবা একটু গুছিয়ে চল,আমি বলতাম এইত মা কাল থেকে সব কিছু গুছিয়ে করব,স্কুল থেকে এসে জামা কাপড় গুছিয়ে রাখব,বইখাতাগুলু গুছিয়ে রাখব,কিন্তু কিসের কি,মাকেই সব গোছাতে হয়। স্কুল ছেড়ে কলেজ তারপর ইউনিভারসিটি কোথাও গুছিয়ে চলা হয়নি,মায়ের আচল ছেড়েছি অনেক আগে,এখন নিজের একটা সংসার আছে,স্ত্রী আছে কিন্তু এখনো গুছাল হয়ে উঠতে পারিনি,সবাইকে দেখি টিপ টপ চলতে আমি পারি না,জামাকাপড় পরতে গেলে সার্ট খুজে পাই ত প্যান্ট খুজে পাই না,স্ত্রী বলে এক টু গোছাল হতে পার না,আরে বাবা ৩২ বছরে যা পারি নাই এখন কেম্নে পারব। মাঝে মাঝে ভাবি,কাল থেকে গোছাল হয়ে যাব,কিন্ত হয়ে উঠে না। মা তাও সব কিছু আমার গুছিয়ে দিত,এখন আর কেউ দেয় না,তাই অগোছাল আমি অগোছালই রয়ে গেছি,,,,
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫
কাইজেন বলেছেন: হুমম,,,কিন্তু কতখন.....:-)
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০০
আজমান আন্দালিব বলেছেন: একজন অগোছালো হইলে তো আরেকজনের গোছালো হওয়ার কথা।