নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।
[ছবি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে]
ক্যান্সার আক্রান্ত সৃজনা তার ভালোবাসার মানুষ, তার জীবন সঙ্গী নিলয় কে বলছিলো "এই গুন্ডা ছেলে...!!! আমিতো তোমার জ্বালায় অতিষ্ঠ হয়ে চলে যাচ্ছি, যাচ্ছি না ফেরার দেশে।"
তোমার তো খুব ভালো হবে ইচ্ছা স্বাধীন মতো চলতে পারবে, সিগারেট খেতে পারবে, কেউ কিছু বলবে না তোমাকে।
কিন্ত আমি ভাবছিলাম আমি চলে যাওয়ার পর তোমার মতো ভবঘুরে ছেলেকে ভালবাসবে কে...??? কে চোখে চোখে রাখবে তোমাকে...? কে তোমায় শাসন করবে...? আচ্ছা তুমি ঝগড়া করবে কার সাথে...? আমি তোমার বুকে মাথা না রাখলে তো তোমার ঘুম আসে না। আমি দূরে থাকলে তো ঠিক মতো খাওয়া দাওয়া ও করো না।
এই...! শুনো আমি ভালো করেই জানি তুমি এসব পচা সভাব ছাড়তে পারবে না। কে তোমাকে শিশুদের মতো বকা ঝকা করে খাওয়াবে...?
তাই আমি ঠিক করেছি তোমাকে একটা বিয়ে করিয়ে দিবো। আমার ফুফাতো বোন নীলি খুব ভালো মেয়ে। আমার থেকে বেশি সুন্দরী ও বটে। আমি তো থাকবো না কিন্তু আমার গুন্ডা স্বামীর তো একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। কারণ আমি চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও।
নিলয় সৃজনা বুকে জড়িয়ে ধরে বলেছিলো "চুপ একদম চুপ কিচ্ছু হবেনা তোমার। তাছাড়া আমি শুধু তোমার, শুধুই তোমার। তুমি ছাড়া আমি আর কারো হতে পারিনা"
সৃজনার গন্ডদেশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, সৃজনা যখন কথা গুলো বলছি সে ছিল হাসপাতালের বেডে, নিলয় সৃজনাকে শক্ত করে জড়িয়ে ধরে ছিল। এভাবেই কেটে যায় অনেক সময়। সৃজনার চাপা কান্নার শব্দ তখনও রুমের পরিবেশ টা ভারী করে রেখেছিল, কিন্তু নিলয় ছিল সাড়া শব্দহীন। সৃজনা লক্ষ করলো নিলয়ের বাহু বন্ধন ও অনেকটাই শীতল। সৃজনা প্রায় আৎকে উঠে নিলয়কে ধাক্কা দিয়ে ডাকলো...... নিলয়ের নাক দিয়ে তখন শুধু রক্ত বের হচ্ছিলো। নিলয় আর সৃজনার ডাকে সাড়া দিতে পারেনি।
এই ঘটনার পরও সৃজনা দু বছর জীবিত ছিল।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ...
২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: আহারে----
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
কালো_পালকের_কলম বলেছেন: কেন? ভাই?
৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
খাঁজা বাবা বলেছেন: ঘটনা কি? সুইসাইড খাইছে?
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৯
কালো_পালকের_কলম বলেছেন: মারা খাইছে
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।