নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক শেকড় বিচ্ছিন্ন পুষ্প, আসলে সূতো কাটা ঘুড়িআমি স্নিগ্ধ করা শুভ্র গগন ছেড়ে, কলঙ্কিত শামিয়ানার নিচে উড়ি।আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতিআমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম

আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা আসলে কি? (পুনঃ)

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬


[ছবি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে]

শত কোটি দুঃখের মাঝে যা হাসাতে পারে তাই হয়তো ভালোবাসা। ছোট ছোট কথায় একজন অপর জনের সাথে অভিমান করে পরে ভালোবাসি তোমাকে বলে সব ভুলে যাওয়াই হয়তো ভালোবাসা।কারো বিরহে নিজের অস্তিত্ব ভুলে যাওয়াই হয়তো ভালোবাসা। একজনের কর্কশ স্বর অপর জনের কাছে শ্রুতিমধুর হওয়া হয়তো ভালোবাসা। হতে পারে কাউকে নিজের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হওয়ার নাম ভালোবাসা। অথবা প্রেমাসক্ত হৃদয়ের অস্থির অবস্থা ভালোবাসা। কিংবা বুকের বাম পাশে কারেন্টের শটের মত কিছু একটা অনুভব করাই হয়তো ভালোবাসা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: দয়া করে একটার পর একটা পোষ্ট দিবেন না।
প্রথম পাতা থেকে একটা লেখা সরে গেলে তারপর আরেকটা দিতে পারেন।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

কালো_পালকের_কলম বলেছেন: আগে জানতাম না.... ধন্যবাদ... আগামীতে লক্ষ্য রাখবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.