নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।
[ছবি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে]
তোমরা হয়তো মনে করো, আমি ফুরিয়ে গেছি... আমি ফুরিয়ে গেছি পাঁচ টাকার সস্তা কলমের মতো। যেভাবে কলমের কালি ফুরিয়ে যায়, আর তা ছুঁড়ে ফেলা হয়, আমাকেও ছুরে ফেলা হবে কালি হীন রিক্ত কলমের মতো।
কিন্তু কখনো ভেবে দেখেছো...!!! কলম শেষ হলেও শেষ হয় না তাঁর কীর্তিগাথা, কলমের কালি ফুরিয়ে যায় কিন্তু কাগজের বুকে অজস্র শব্দের ফুলঝুড়ি রয়ে যায়। কলম টা কে তুচ্ছ সাব্যস্ত করে ডাস্টবিনে ছুঁড়তে বেগ পেতে হয় না, কিন্তু কাজের বুকে তাঁর রেখে যাওয়া সৃষ্টি কেমন করে তুচ্ছ সাব্যস্ত করবে...??? কলম তো নশ্বর আজ না হয় কাল তার ধ্বংস অনিবার্য, কিন্তু তাঁর সৃষ্ট শব্দমালা...??? কখনো পারবে তা মিটিয়ে দিতে।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
কালো_পালকের_কলম বলেছেন: ঠিক বলেছেন ভাই
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
ল বলেছেন: সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৬
কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: অ-যোগ্য অ-প্রিয়কে কুর্ণিশ করতে হয় অপারগ জীবিকায়
করতে করতে একসময় সৃষ্টিশীলতাও স্থবির হয়ে পড়ে।
শুধু আকাশটাই সাথে চলে।