নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।
[ছবি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে]
ছোট বেলা থেকেই মাঝে মাঝে ইচ্ছে করতো হাড়িয়ে যেতে। এখনও ইচ্ছে করে...
আসলে মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যাই, তখন নিজেকেও অসহ্য লাগে। পালিয়ে যেতে ইচ্ছে করে এই মানব সমাজ থেকে। নিজের আশেপাশের পরিচিত মানুষগুলোকে হঠাৎ করেই কেমন যেন অদ্ভুত মনে হয়। নিজেকে খানিকটা বরং অনেকটাই বেখাপ্পা মনে পাশের পরিবেশের সাথে।
১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫
কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: নিজের মনের সব কথা ব্লগে লিখে দেন- দেখবেন কেমন শান্তি শান্তি লাগে।
১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬
কালো_পালকের_কলম বলেছেন: হ্যাঁ ভাই ব্লগই এখন....
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: সব মানুষই কখনো কখনো এমন পরিস্থিতি বা সময়ের মুখামুখি হয়। নিজেকে ব্যস্ত রাখার চেস্টা করুন। অবসর থাকলে জমিয়ে ব্লগিং করুন।
শুভ কামনা।
১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬
কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২০
মাহমুদুর রহমান বলেছেন: রাজীব ভাইয়ের সাথে সহমত।আর সকলের কাছেই নিরাশ হউন না কেন অন্তঃত ব্লগাররা আপনাকে নিরাশ করবেন না।
লিখে ফেলুন মনের সব কথা।
১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬
কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
হাবিব বলেছেন: রাজীব নুর বলেছেন: নিজের মনের সব কথা ব্লগে লিখে দেন- দেখবেন কেমন শান্তি শান্তি লাগে।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
সনেট কবি বলেছেন: জমিয়ে ব্লগিং করুন। আশা করি সব ঠিক হয়ে যাবে।