নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।
[ছবি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে]
"চোখের জল" বড় আজব এই জল। অনেক কলম যাদুকরের মতে হিন্দুদের গঙ্গাজল অথবা মুসলিমদের জমজমের থেকেও পবিত্র এই জল, আমিও মোটামুটি এ কথাটি সমর্থন করি, অশ্রুশিক্ত নয়নের পবিত্রতা অবলোকন করার সৌভাগ্য হয়েছিল বহুবার। কেন...? জানি না কিন্তু আমার এখন একটু চোখের জল খেতে ইচ্ছে করছে। আচ্ছা চোখের জলের স্বাদ কি সব সময় এক রকম থাকে...??? নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হয়...??? যেমন হয়তো যখন অতি কষ্টে চোখ বেয়ে জলটা অশ্রু ফোটা হয়ে বের হয় তখন কি তার স্বাদ তিক্ত হয়...??? আচ্ছা যখন মানুষ খুশিতে অশ্রুধারা প্রবাহিত করে তখন কি তার স্বাদ মিষ্টি হয়...??? আচ্ছা চোখের জলের যদি গন্ধ থাকতো...!!! কষ্টের অশ্রু দুর্গন্ধযুক্ত আর আনন্দাশ্রুর ঘ্রাণ হবে মনোমুগ্ধকর। তাহলে কেমন হতো...???
ধুর ছাই আমি কেন চোখের জল নিয়ে এতো ভাবছি আমার চোখে তো জল নেই?
আমি তো "মুঈনুদ্দীন আহমাদ" আমার তো আছে কালো চশমা।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৮
কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য... এতোটাই খারাপ লাগলো বলে দুঃখিত... কিন্তু তবুও পড়লেন বলে আমি নিজেকে ধন্য মনে করতেই পারি
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: বাহ... দার্শনিকের মতো চিন্তাধারা। লেখা ভালো লাগলো। চোখের জল সত্যিই পবিত্র জল।
১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০০
কালো_পালকের_কলম বলেছেন: উদ্ভট মস্তিষ্কের উদ্ভট চিন্তা এবং উদ্ভট রকমের লেখালেখি..... ধন্যবাদ পড়ার জন্য
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: একটা কথা আছে
পুরুষ যেন মেয়েদের না কাঁদায়
স্বয়ং ভরগবান রাখেন তাদের চোখের জলের হিসাব।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ... এতো সুন্দর মন্তব্যের জন্য
৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২
দৃষ্টিসীমানা বলেছেন: চোখের জলের একটা ভাব আছে যেমন আনন্দের, বেদনার , কষ্টের ( ব্যাথাপেলে ) । চোখের জল এত পবিত্র হবে কি করে , কেউ কাঁদে মার খেয়ে , কেউ কাঁদে স্বজন হারিয়ে , কেউ কাঁদে অভাবে এরকম অনেক ব্যাপার নিয়ে মানুষ কাঁদে এটিকে কষ্টের বহিঃপ্রকাশ বলা যায় । এটিকে পবিত্র বলা যায় না , কারো
চোখ উঠলে চোখের পানি ঝরে তখন সেই চোখের জলতো জীবনু বহন করে । চোখের জল সব সময় নোনতা স্বাদের যা সমুদ্রের পানির সাথে তুলনা করা যায় । আচ্ছা আপনি হঠাৎ চোখের জলের মুল্যায়নে ব্যাস্ত হয়ে পড়লেন কেন ?
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০
কালো_পালকের_কলম বলেছেন: আমি সব সময়ই এরকম কিছু উদ্ভট চিন্তা করি..
হ্যাঁ অনেকেই অনেক কারণে কাঁদে... কিন্তু কান্নার সময় সাধারণত মনে পাপ থাকে না পাপের চিন্তা থাকে না। অশ্রুধারা প্রবাহিত হয়ে যেন সব পাপ ধুয়ে মুছে যায়, আর দীর্ঘক্ষণ এর প্রভাব বিস্তার করে....
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: ব্লগের মাইনাস বাটনটার প্রয়োজনীয়তাটা মাঝে মধ্যে এতই তীব্র মনে হয়, যতটা হিসু করবার জন্য মাঝে মধ্যে ব্যাকুল হই!