![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
আজীবন জানতাম সত্য ও ন্যায়ের জয় হয়। চোখের সামনে অন্যায়ের জয় হচ্ছে।
যারা নিজেদের আস্তিক দাবি করতেছে, নাস্তিক ব্লগার দের ফাঁসি চাচ্ছে, তাদের প্রোফাইল এ গিয়ে দেখি সানি লিওনি এর পেজ এ লাইক দেয়া। একজন ও নামাজ পরে না। সারা বছর আল্লাহ খোদার নাম নাই। এরাই ধর্ম রক্ষার নামে চিক্কুর পারতে পারতে গলা ব্যাথা করে ফেলছে।
হায়রে মমিন!
একেই বোধহয় বলে '' শুইনা মুসলমান''
২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
ফাহীম দেওয়ান বলেছেন: হা হা হা , জামাত শিবিরের ফেস বুকের পেজ গুলোতে হিট বাড়ায় তিন ভাবে -
১) পর্ন প্রচার
২) হাদীস কোরানের বানী প্রচার
৩) জোকস
কিন্তু আশ্চর্যের বিষয় এই তিনটা বিষয় ই ওদের পেজে পাশাপাশি অবস্থান করে, যা কিনা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। পর্ন ও জোক্সের পাশাপাশি কুরআন, হাদীসের বানী গুলোকে প্রচার করে এরা তরুন দের মধ্যে থেকে পর্ন এর ব্যাপারে পাপ বোধ কমিয়ে দিচ্ছে, আর ধর্মীয় উগ্রতাকে উষ্কানি দিচ্ছে। আবাল পোলাপাইন যদি বুজতো, তাইলে তো ধুমাইয়া লাইক না মাইরা ওই পেজ গুলারে উষ্ট্রার উপর রাখতো।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
একরামুল হায়দার বলেছেন: আবার ভুল করলেন........ জামাত কে মুসলমান ভাবেন কেন?????? আপনি এত বড় বোকা কেন????