![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
আমরা প্রত্যেকেই আমাদের মা কে ভালবাসি। পৃথিবীতে সবাই যখন দূরে ঠেলে দেয় তখন একমাত্র মা আমাদের জন্য কাঁদে।
কিন্তু কোন মায়ের যদি একাধিক ছেলে থাকে, যে ছেলে বেশি উপার্জনক্ষম তাকেই বেশি স্নেহ করে। মাছের মাথা টা তার জন্য বরাদ্দ থাকে। এবং পরিবারের যে কোন বিষয়ে ডিসিশন মেকিং এ তার অগ্রাধিকার থাকে।
যে ছেলেটি কম ইনকাম করে তার যে কি কষ্ট হয় বলে বোঝান যাবে না। হয়তবা মা বুড়ো বয়সে বেশি ইনকাম করা ছেলের কাছে বেশি সিকিঊর বোধ করে।
টাকার কাছে সম্পর্ক কতটা অসহায়।
©somewhere in net ltd.