![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
ইদানীং গুগল ক্রোমে এই সমস্যার সম্মুখীন হচ্ছি। যদিও আগে সবই ঠিক ছিল। Advanced settings ঠিক আছে, কিন্তু জানিনা কেন এই প্রব্লেম শুরু হল।
অন্য ব্রাউজারে কোন সমস্যা নেই, advanced settings চেক করেছি অনেকবার। বাংলা ফন্ট ইন্সটল করা আছে, Unicode (UTF-8) দেয়া।
কেউ সাহায্য করলে খুব উপকার হয়।
ধন্যবাদ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৩
কামিকাজি বলেছেন: ওটা করেছি। তারপরেও এই প্রব্লেম। কিছুই বুঝতে পারছি না।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩
এরেস হারমেস বলেছেন: এক কাজ করুন আপনি সোলাইমান লিপি ফন্ট ডাউনলোড করে ইন্সটল করুন তারপর সেটিংসে যেয়ে এডভান্স সেটিং সে গিয়ে ওয়েব কন্টেন্ট এ কাস্টমাইজ ফন্টে গিয়ে সব সোলাইমান লিপি করে দিন কাজ হয়ে যাবে।
ধন্যবাদ।হলে জানাবেন