![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
নিরপেক্ষভাবে বলতে গেলে ইন্ডিয়া আমাদের চাইতে ভাল টিম। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে খেলাটা জিতে সেমি ফাইনালে যেতে পারি। খেলার মাঠেই প্রমান করব কারা সেমিফাইনালের দাবিদার।
কিন্তু মাঠের বাইরে যে কর্মকাণ্ড চলছে, আমি যারপরনাই হতাশ।
কোত্থেকে শুনছে সিধু আমাদের কাঙ্গাল,বেহাল বাংলাদেশ বলসে, অমনি সিধুর মা বাপ তুলে গালাগালি। অরিজিনাল ভিডিওতে সিধু তার ডিরেক্টর এর বরাত দিয়ে কথা গুলো বলছিল। যদিও ওগুলো তার কথা না। বাঙ্গালি পোলাপাইন মাঝখানের কথা কেটে অনলাইনে ছড়ানো শুরু করল। আর চলতে লাগলো তুমুল গালাগালি।
ইন্ডিয়ার কিছু পোলাপাইন পেপসি এর বোতল নিয়ে বানালো একটা '' মওকা মওকা '' ভিডিও। যদিও ওটা কোন অফিসিয়াল ভিডিও না।
বাঙ্গালি আর যায় কই?
অলরেডি ৩০ টার মত '' মওকা মওকা '' ভিডিও বানানো হয়ে গেছে, যার মধ্যে বেশিরভাগ কুরুচিপূর্ণ। অনেকেই সমানে লাইক আর শেয়ার দিচ্ছেন।
যদি খেলাটা হেরে যাই, তখন আমাদের মুখ কোথায় থাকবে একবারও কি চিন্তা করেছি আমরা? খেলার মাঠই কি আমাদের শ্রেষ্ঠত্ব প্রমান করার জায়গা না?
দেশপ্রেম এর সাথে যদি একটু ঘিলু ব্যবহার করতে জানত বাঙ্গালি জাতি...
হুজুগে বাঙ্গালি কি আর সাধে বলি?
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৭
অন্যসময় ঢাবি বলেছেন: গালাগালি নিন্দনীয়, বাট আমরা যারা দর্শক তাঁদের জন্য এইসব তর্ক বিতর্কই হল মাঠে না নেমে খেলার আনন্দ।
হারি বা জিতি ক্ষতি কি।
কথায় কথায় হুজুগে বাঙালি শব্দটা ব্যাবহার করাটাও এক ধরনের হুজুগ, তাই নয় কি?