![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
আরেক ব্লগারকে ঘরে ঢুকে জবাই করে খুন।
আসুন অন্য সব ব্লগার হত্যার মত এবারো চুপচাপ থাকি।
যতই হক নাস্তিক ব্লগার খুন করা হইছে। ভালই হইছে, কি বলেন? আরেকটা ইসলামের শত্রু কমলো।
ধর্মের বিরুদ্ধে কথা বললেই জবাই করে, চাপাতি দিয়ে কুপিয়ে খুন।
আসুন আমরা একসাথে মুখস্ত বুলি আওড়াই
''ইহা সহি ইসলাম নহে'',
''ইসলাম শান্তির ধর্ম'',
''যারা এগুলো করে, তারা মুসলমান না'',
''এগুলো ইহুদি, নাসারাদের ষড়যন্ত্র'',
''আমি এর তীব্র প্রতিবাদ করি, কিন্তু মনে মনে''।
ইসলাম অবমাননাকারীদের শাস্তিসমূহঃ
http://www.thereligionofpeace.com/quran/016-insulters-islam.htm
২| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: বিজ্ঞান এবং ধর্মগুলো অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক। আমরা বিজ্ঞানকে যেমন অস্বীকার করতে পারিনা তেমনি ধর্মহীন থাকাটাও কঠিন কাজ। এদের মধ্যে কেউ যদি ধর্মের চেয়ে বিজ্ঞানকে বেশী যুক্তিযুক্ত মনে করে তাকে মেরে ফেলতে হবে এমনটা কেন ভাবা!!
তবে সরকার কোন পক্ষে আছে এই বিষয়টা আমার মনেও খটকা লাগে, নইলে চাপাতি বাহিনীর কাউকেই এখন পর্যন্ত ধরতে পারলোনা এটা ভাবতে সত্যিই আমি প্রস্তুত নই।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার আবেগকে শ্রদ্ধা করি,তবে
''ইহা সহি ইসলাম নহে'',
''ইসলাম শান্তির ধর্ম'',
''যারা এগুলো করে, তারা মুসলমান না'',
''এগুলো ইহুদি, নাসারাদের ষড়যন্ত্র'',
কথাগুলো পুরোপুরি উড়িয়ে দেবেননা
আর মনে মনে কে কি ভাবলো সেটা কি করে বুঝি বলুন
শরীরি ভাষা থেকে ধর্তব্যে নিতে গেলে তো ইসলাম বিদ্বেষির সংখ্যা অনেক অনেক গুণ বেশী
''ম্লেচ্ছ'',''অস্পৃশ্য'', ''চাপ দেঁড়ে নেড়ে'' আরো কতো কটাক্ষ ফিসফাস শুনা যায় আশেপাশে.......ছাতা মাথায় জুতা পায়ে সামনে দিয়ে যাওয়া যেতনা,এসব খুব বেশীদিন আগের কথা নয়
যাই হোক আসুননা ঐক্যের কথা বলি,কটাক্ষ কিংবা ছিদ্রান্বেষন কেবল দূরত্বই বাড়ায়
সমালোচনা হিসেবে নেবেন্না প্লিজ,মত বিনিময় করলাম
ভালো থাকবেন