![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
ঈশ্বরকে কহিলাম, '' প্রভু মনের ইচ্ছা পূরণ করো ''
ঈশ্বর কহিলেন, '' যা ইচ্ছা চাহিতে পারো ''
বলিলাম, '' এক কোটি টাকা দেন ''
ঈশ্বর বলিলেন,'' অর্থনৈতিক মন্দা, অন্য কিছু চাও ''
একটু ভেবে বলিলাম , '' বাংলাদেশে মুক্তচিন্তা প্রকাশের স্বাধীনতা, ব্লগারদের হত্যার বিচার...''
ঈশ্বর বলিলেন, '' আরে থাম থাম, টাকা ক্যাশে নিবি, না চেকে ''?
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৫
আসিফ তানজির বলেছেন: story ta critical
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩
সায়েদা সোহেলী বলেছেন:
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৬
গেম চেঞ্জার বলেছেন:
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০২
স্বপ্নবাজ তরী বলেছেন: এই কারণেই আপনাদের মতো ব্যক্তিরা মুক্তচিন্তা প্রকাশ করতে পারবেন না। আপনি ঈশ্বর কে বিশ্বাস করেন না ভালো কথা। তাই বলে অন্যের ঈশ্বরের ক্ষমতা নিয়ে আপনার এত মাথাব্যথা কেন? লাইক, কমেন্ট, গালিগালাজ, আর জনপ্রিয়তা পেতে চাইলে সানির মতো ল্যাংডা হয়ে ছবি দেন। দেখবেন ভালো পঠিত হবে।
ঈশ্বর বা আল্লাহ সর্বশক্তিমান। আর আল্লাহর সাথে কথা বলতে হলে আগে আল্লাহ যেভাবে বলছে সে ভাবে চলুন।
মডারেশন বোর্ডকে বলবো তাড়াতাড়ি এই পোষ্টটিকে এবং পোষ্টদাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কারণ এরা মুক্তমনা না বরং উসকানি দাতা।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১২
প্রামানিক বলেছেন: কঠিন টক শো
৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৬
অন্নপূর্ণা বলেছেন:
৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৩
আধার আমি বলেছেন: এদেশে কোনো বিচারই সুষ্ঠুভাবে কোনোদিন হবে না।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩২
পপি সরকার বলেছেন: ফাটাফাটি
১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫৮
বিপরীত বাক বলেছেন: স্বপ্নবাজ তরী বলেছেন: এই
কারণেই আপনাদের মতো
ব্যক্তিরা মুক্তচিন্তা
প্রকাশ করতে পারবেন না। ঈশ্বর বা আল্লাহ সর্বশক্তিমান।
স্বপ্ন আলা লঞ্চ
ঈশ্বর বা আল্লাহ - এটা কি ধরনের কথা?
আল্লাহ র নামের কোন প্রতিশব্দ নেই।। নেই কোন ট্রান্সেলেশন।।
১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২২
স্বপ্নবাজ তরী বলেছেন: বিপরীত বাক বলেছেন :: ঈশ্বর বা আল্লাহ - এটা কি ধরনের কথা?
আমি এখানে যারা আস্তিক . তাদের বিশ্বাস আনুসারে , হয়তো কেউ তাদের সর্বশক্তিমানকে আল্লাহ আবার কেউ ঈশ্বর বলে ডাকে সেই দৃষ্টিতে বলা হয়েছে ! এখানে কোনভাবই প্রতিশব্দ ব্যবহার করা হয়নি ।
১২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ তো ব্যবসার ছোট্ট কোনে অবস্থান করা ব্যাপার ।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯
আরণ্যক রাখাল বলেছেন: সেই হৈছে
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯
মোঃ হৃদয় শেখ বলেছেন: হা হা হা মজা পাইলাম