![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
মেরুল বাড্ডায় নাকি এক হিন্দু পুরোহিত ৫ টা কুরআন পুড়িয়ে ফেলেছে। যদিও ঘটনার সত্যতা সম্পর্কে কেউ নিশ্চিত নয়।
এই গুজব শুনে তৌহিদী জনতা সেই মন্দিরে হামলা চালায়। কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
আমার প্রশ্ন হল, গত কয়েক বছরে যে শত শত মন্দিরে হামলা করা হল, মূর্তি ভাংচুর করা হল, তখন এই তৌহিদী জনতা কোথায় ছিল?
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলে শুধু মুসলিমদেরই ধর্মীয় অনুভূতি আছে? আর হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদের অনুভূতি তেজপাতা?
বিভিন্ন ফেসবুক পেজে দেখলাম সবাই এই পুরোহিতকে খুন করতে বদ্ধপরিকর। এটা নাকি তাদের ঈমানি দায়িত্ব।
আবার আমরাই নাকি ধর্মীয় সহনশীলতার দেশ, যেখানে চরমোনাই পীর, দেওয়ানবাগীদের লাখ লাখ মুরিদ আর হিন্দু মানেই মালাউন।
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার ধর্ম আছে। সব ধর্মে মারাত্মক ধর্মান্ধ লোক আছে যারা ধর্মকে ব্যবহার করে।
সাধারণ ধর্মাবলম্বীরা বিপাকে পড়ে।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
মহা সমন্বয় বলেছেন: সদ্য গঁজিয়ে উঠা কিছু অনলাইন পত্রিকা, কাকের মত কার্ডধারী কিছু সাম্বাদিক, আর কিছু ফেসবুক পেজ হচ্ছে সমস্ত গুজবের উৎস। এরা তিলকে তাল বানাতে উস্তাদ।
অনূভূতি, অনূভূতি,অনূভূতি আর এই অনূভূতিই হল সমস্ত নষ্টের মূল।
এত দুব্বল অনূভূতি হইলে ক্যামনে হপে।
যতদিন মানুষের অনূভূতি শক্ত না হবে ততদিন এই জাতির রক্ষা নাই, বলে গেলাম মহা সমন্বয় তাই।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
আবু আবদুর রহমান বলেছেন: মুক্ত চিন্তা প্রকাশ করি । ব্লগের প্রতি পাতার পাতার দেখছি ইসলাম বিদ্বেষ । এটাই কি মুক্ত চিন্ত ? কি নিউজকে কি করেছেন ? কাল দেখলাম কুরআন শরীফ পুড়ানোর খবর , জন গন প্রতিবাদ করেছে । মন্দিরে হামলা কোথায় পেলেন ? এগুলো কি মিথ্যা নিউজ নয় ? প্রতিবাদ কে হামলা । আজকে ব্লগে আপনাদের কুরআন নিয়ে চুলকানি মূলক পোস্ট দেখেছি ।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
কবি এবং হিমু বলেছেন: সবার উচিত সবার ধর্মের প্রতি সম্মান দেখানোর।কোন মুসলমান যদি মন্দিরে হামলা করে মূর্তি ভাংচুর করে তা হলে আমি আমার দিক থেকে বলবো রাষ্ট্রের উচিত সোজা ফাঁসিতে ঝুলিয়ে দেয়া।তেমনি বাড্ডার ঘটনাটা যদি সত্য হয় তাহলে তাকে ও সোজা ঝুলিয়ে দেয়া উচিত।কোন প্রকার মায়া দেখানোর দরকার নাই।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যিকার মুসলিম হলে মন্দির ভাঙ্গার প্রতিবাদ করাও তাদের দায়িত্ব ।
কুরান পুড়িয়ে ফেললে , তার জন্য আইন আছে । আল্লাহ কারো কল্লা নামিয়ে দেয়ার দায়িত্ব কোন তৌহিদী জনতাকে দেয়নি ।